ETV Bharat / international

Vladimir Putin Girlfriend Alina : ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কোপে এবার পুতিনের প্রেমিকা আলিনা ? - আলিনা কাবায়েভা

তিনি রাশিয়ার বিখ্যাত জিমন্যাস্ট ৷ অলিম্পিক্সে পদক জিতেছেন ৷ কিন্তু আলিনা কাবায়েভার আরও একটি পরিচয়, তিনি পুতিনের প্রেমিকা ৷ যদিও পুতিন তা অস্বীকার করেছেন ৷ তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন ৷ এবার কি থামবে পুতিনের ইউক্রেন অভিযান (Vladimir Putin Girlfriend Alina) ?

Vladimir Putin with Girlfriend Alina Kabaeva
প্রেমিকা আলিনার সঙ্গে ভ্লাদিমির পুতিন
author img

By

Published : May 7, 2022, 2:05 PM IST

ওয়াশিংটন, 7 মে : নিষেধাজ্ঞার কোপে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেমিকা আলিনা কাবায়েভা (Alina Kabaeva) ৷ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখনও চলছে ৷ একের পর এক নিষেধাজ্ঞাতেও দমেননি পুতিন ৷ তাই ইউরোপিয়ন ইউনিয়ন ষষ্ঠ দফার প্যাকেজে রাষ্ট্রপতির প্রেমিকাকেও অন্তর্ভুক্ত করবে বলে ঠিক করেছে ৷ (EU sanctions list includes President Putin's girlfriend Alina Kabaeva) ৷ যদিও ইউ এখনও সরকারিভাবে কোনও খসড়াপত্রে স্বাক্ষর করেনি ৷ ইউরোপিয়ান ইউনিয়ন-এর এক কূটনীতিক সংবাদমাধ্যমে বলেন, "আলোচনা চলছে ৷ এটা কোনও কেকের টুকরো নয় ৷ আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে ৷"

আলিনা কাবায়েভার জন্ম 1983 সালে ৷ তিনি বিখ্যাত রাশিয়ান জিমন্যাস্ট ৷ পুতিনের সঙ্গে সম্পর্কে নিয়ে এক দশকেরও বেশি সময়ে আগে তিনি খবরের শিরোনামে আসেন ৷ রাশিয়ান প্রেসিডেন্ট অবশ্য প্রকাশ্যে এই সম্পর্ক অস্বীকার করেন ৷ কাবায়েভা ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতা এবং অলিম্পিক্সেও পদক জিতেছেন ৷ 2004-এ এথেন্স গেমস-এ আলিনা রিদমিক জিমন্যাস্টিকসের জন্য সোনার পদক জেতেন ৷ 2014-র শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয় রাশিয়ার সোচিতে ৷ সেই সময় রাশিয়ার হয়ে আলিনার হাতে অলিম্পিক্সের মশাল ছিল ৷ এর কিছুদিন পরেই রাশিয়া ক্রিমিয়া দখল করে ৷

আরও পড়ুন : Russia Suspended from UNHRC : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

আলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এপ্রিল মাসে কানাঘুষো শোনা গিয়েছিল ৷ কারণ পুতিনের প্রিয়তমাকে এই তালিকার অন্তর্ভুক্ত করার ফল ভাল হবে না, এটাই স্বাভাবিক ৷ পুতিনের ব্যক্তিগত সম্পর্কে কোপ দিলে আক্রমণের তীব্রতা আরও বাড়তে পারে ৷ তাই দোলাচলে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন ৷ আলিনা ছাড়াও রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধান পাট্রিয়ার্ক কিরিলও ইউ-এর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ৷ এবার চূড়ান্ত ঘোষণার অপেক্ষা ৷

ওয়াশিংটন, 7 মে : নিষেধাজ্ঞার কোপে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেমিকা আলিনা কাবায়েভা (Alina Kabaeva) ৷ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখনও চলছে ৷ একের পর এক নিষেধাজ্ঞাতেও দমেননি পুতিন ৷ তাই ইউরোপিয়ন ইউনিয়ন ষষ্ঠ দফার প্যাকেজে রাষ্ট্রপতির প্রেমিকাকেও অন্তর্ভুক্ত করবে বলে ঠিক করেছে ৷ (EU sanctions list includes President Putin's girlfriend Alina Kabaeva) ৷ যদিও ইউ এখনও সরকারিভাবে কোনও খসড়াপত্রে স্বাক্ষর করেনি ৷ ইউরোপিয়ান ইউনিয়ন-এর এক কূটনীতিক সংবাদমাধ্যমে বলেন, "আলোচনা চলছে ৷ এটা কোনও কেকের টুকরো নয় ৷ আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে ৷"

আলিনা কাবায়েভার জন্ম 1983 সালে ৷ তিনি বিখ্যাত রাশিয়ান জিমন্যাস্ট ৷ পুতিনের সঙ্গে সম্পর্কে নিয়ে এক দশকেরও বেশি সময়ে আগে তিনি খবরের শিরোনামে আসেন ৷ রাশিয়ান প্রেসিডেন্ট অবশ্য প্রকাশ্যে এই সম্পর্ক অস্বীকার করেন ৷ কাবায়েভা ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতা এবং অলিম্পিক্সেও পদক জিতেছেন ৷ 2004-এ এথেন্স গেমস-এ আলিনা রিদমিক জিমন্যাস্টিকসের জন্য সোনার পদক জেতেন ৷ 2014-র শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয় রাশিয়ার সোচিতে ৷ সেই সময় রাশিয়ার হয়ে আলিনার হাতে অলিম্পিক্সের মশাল ছিল ৷ এর কিছুদিন পরেই রাশিয়া ক্রিমিয়া দখল করে ৷

আরও পড়ুন : Russia Suspended from UNHRC : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

আলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এপ্রিল মাসে কানাঘুষো শোনা গিয়েছিল ৷ কারণ পুতিনের প্রিয়তমাকে এই তালিকার অন্তর্ভুক্ত করার ফল ভাল হবে না, এটাই স্বাভাবিক ৷ পুতিনের ব্যক্তিগত সম্পর্কে কোপ দিলে আক্রমণের তীব্রতা আরও বাড়তে পারে ৷ তাই দোলাচলে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন ৷ আলিনা ছাড়াও রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধান পাট্রিয়ার্ক কিরিলও ইউ-এর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ৷ এবার চূড়ান্ত ঘোষণার অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.