ETV Bharat / international

Musk Renames Twitter: নীল পাখি সরিয়ে এল 'এক্স', টুইটারের নাম বদলালেন ইলন মাস্ক - টুইটারের নতুন নাম

Musk Renames Twitter: বদলে গেল টুইটারের নাম ৷ ইলন মাস্ক তাঁর সংস্থার নতুন নাম দিয়েছেন এক্স ৷ অতি পরিচিত নীল পাখি সরিয়ে এ বার তার জায়গায় আসতে চলেছে এক্স লোগো ৷ যা ইতিমধ্যেই দেখা যাচ্ছে মাস্কের অ্যাকাউন্টে ৷

Musk Renames Twitter
Musk Renames Twitter
author img

By

Published : Jul 24, 2023, 3:07 PM IST

Updated : Jul 24, 2023, 3:43 PM IST

সানফ্রান্সিসকো, 24 জুলাই: বদলে গেল টুইটারের নাম ৷ এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান ইলন মাস্ক টুইটারের নয়া নামকরণ করেছেন এক্স (X)৷ এর ফলে টুইটারের আইকনিক নীল পাখির জায়গায় এ বার দেখা যাবে ইংরেজির 'এক্স' অক্ষরটি ৷ সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এই নয়া লোগোর উন্মোচন করেন মাস্ক ৷

টুইটারের সদর দফতরের বাইরে আলো দিয়ে 'এক্স' লেখা একটি ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক ৷ তিনি জানিয়েছেন, "অন্তবর্তীকালীন এক্স লোগো আজ পরে লাইভ হবে ৷"

নীল পাখি সরিয়ে এল 'এক্স': সোশাল মিডিয়া জায়ান্টের অফিসিয়াল অ্যাকাউন্টে এখন থেকেই দেখা যাচ্ছে এক্স লোগো ৷ ধীরে ধীরে সবার অ্যাকাউন্ট থেকে পরিচিত নীল পাখি সরে গিয়ে এসে গিয়েছে 'এক্স' লোগো ৷ আগেই মাস্ক বলেছিলেন যে, তিনি "টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায়" দিতে চলেছেন ।

'সব পাখির বিদায় হবে': রবিবার ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন । একটি টুইটে তিনি উল্লেখ করেন যে, ছোট্ট নীল পাখির পরিবর্তে 'এক্স' শীঘ্রই আমরা ব্র্যান্ডিং করব এবং ধীরে ধীরে সব পাখির বিদায় হবে ।"

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি আইন মেনেই কাজ, মোদি সাক্ষাতের পর বার্তা ইলন মাস্কের

এক্স লাইভ হওয়ার ঘোষণা: আরও একটি টুইটে তিনি লিখেছিলেন, "যদি আজ রাতে যথেষ্ট ভালো এক্স লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামিকাল বিশ্বব্যাপী এটি লাইভ করব ৷" এর কয়েক ঘণ্টা পর মাস্ক চকচকে 'এক্স' এর একটি ছবিও টুইট করেন যা একজন ব্যবহারকারী শেয়ার করেছিলেন ৷

এক্স-এ মিশ্র সাড়া: ইলন মাস্কের টুইটগুলি মিশ্র সাড়া পায় নেটনাগরিকদের কাছ থেকে ৷ অনেকে লেখেন, "নীল পাখিকে মিস করব ।" আবার একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এক্স দেখতে কেমন হবে তা দেখার জন্য অপেক্ষা করছি ৷"

পরপর পরিবর্তন মাস্কের: অক্টোবরে এই কোম্পানি কেনার পর থেকে এখানে পরপর বেশ কিছু পরিবর্তন এনেছেন ইলন মাস্ক ৷ এই কোম্পানি তার ব্যবসার নাম পরিবর্তন করে এক্স কর্প করেছে ৷ চিনের উইচ্যাট ও নিউইয়র্ক পোস্টের মতো নিজের কোম্পানিকে একটি সুপার অ্যাপ হিসেবে তুলে ধরতে চান ইলন মাস্ক ৷

সানফ্রান্সিসকো, 24 জুলাই: বদলে গেল টুইটারের নাম ৷ এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান ইলন মাস্ক টুইটারের নয়া নামকরণ করেছেন এক্স (X)৷ এর ফলে টুইটারের আইকনিক নীল পাখির জায়গায় এ বার দেখা যাবে ইংরেজির 'এক্স' অক্ষরটি ৷ সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এই নয়া লোগোর উন্মোচন করেন মাস্ক ৷

টুইটারের সদর দফতরের বাইরে আলো দিয়ে 'এক্স' লেখা একটি ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক ৷ তিনি জানিয়েছেন, "অন্তবর্তীকালীন এক্স লোগো আজ পরে লাইভ হবে ৷"

নীল পাখি সরিয়ে এল 'এক্স': সোশাল মিডিয়া জায়ান্টের অফিসিয়াল অ্যাকাউন্টে এখন থেকেই দেখা যাচ্ছে এক্স লোগো ৷ ধীরে ধীরে সবার অ্যাকাউন্ট থেকে পরিচিত নীল পাখি সরে গিয়ে এসে গিয়েছে 'এক্স' লোগো ৷ আগেই মাস্ক বলেছিলেন যে, তিনি "টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায়" দিতে চলেছেন ।

'সব পাখির বিদায় হবে': রবিবার ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন । একটি টুইটে তিনি উল্লেখ করেন যে, ছোট্ট নীল পাখির পরিবর্তে 'এক্স' শীঘ্রই আমরা ব্র্যান্ডিং করব এবং ধীরে ধীরে সব পাখির বিদায় হবে ।"

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি আইন মেনেই কাজ, মোদি সাক্ষাতের পর বার্তা ইলন মাস্কের

এক্স লাইভ হওয়ার ঘোষণা: আরও একটি টুইটে তিনি লিখেছিলেন, "যদি আজ রাতে যথেষ্ট ভালো এক্স লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামিকাল বিশ্বব্যাপী এটি লাইভ করব ৷" এর কয়েক ঘণ্টা পর মাস্ক চকচকে 'এক্স' এর একটি ছবিও টুইট করেন যা একজন ব্যবহারকারী শেয়ার করেছিলেন ৷

এক্স-এ মিশ্র সাড়া: ইলন মাস্কের টুইটগুলি মিশ্র সাড়া পায় নেটনাগরিকদের কাছ থেকে ৷ অনেকে লেখেন, "নীল পাখিকে মিস করব ।" আবার একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এক্স দেখতে কেমন হবে তা দেখার জন্য অপেক্ষা করছি ৷"

পরপর পরিবর্তন মাস্কের: অক্টোবরে এই কোম্পানি কেনার পর থেকে এখানে পরপর বেশ কিছু পরিবর্তন এনেছেন ইলন মাস্ক ৷ এই কোম্পানি তার ব্যবসার নাম পরিবর্তন করে এক্স কর্প করেছে ৷ চিনের উইচ্যাট ও নিউইয়র্ক পোস্টের মতো নিজের কোম্পানিকে একটি সুপার অ্যাপ হিসেবে তুলে ধরতে চান ইলন মাস্ক ৷

Last Updated : Jul 24, 2023, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.