ETV Bharat / international

S Jaishankar in Canada: 'নিজ্জার-খুনে ভারতের জড়িত থাকার প্রমাণ দিক কানাডা', লন্ডনে মন্তব্য বিদেশমন্ত্রীর - India Canada relation

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের খুনে কানাডা-ভারত কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে ৷ এ বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন, ভারত এই হত্যায় জড়িত, এমন প্রমাণ দেয়নি কানাডা ৷ প্রমাণ পেলে ভারত এর তদন্ত করবে ৷

ETV Bharat
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 3:37 PM IST

লন্ডন, 16 নভেম্বর: খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্ট জড়িত ৷ কানাডা সরকারের এই অভিযোগের তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না ভারত ৷ বুধবার লন্ডনে এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তবে তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে কানাডার যে অভিযোগ, তার সমর্থনে তারা প্রমাণ পেশ করুক ৷

বিদেশমন্ত্রী জয়শঙ্কর 11-15 নভেম্বর পর্যন্ত ব্রিটেন সফরে গিয়েছিলেন ৷ এদিন 'হাউ আ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড হিয়ার' শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেন তিনি ৷ বর্ষীয়ান সাংবাদিক লিওনেল তাঁকে কানাডায় খুন হওয়া হরদীপ সিং নিজ্জারের তদন্তের বিষয়ে প্রশ্ন করেন ৷ তখন জয়শঙ্কর জানান, ভারত কানাডার তদন্তের দাবি মানতে রাজি ৷ তবে জাস্টিন ট্রুডো সরকার যে দাবি করছে, তার পক্ষে প্রমাণ দিক ৷ তিনি বলেন, "আমরা তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছি না ৷ তবে আপনি যখন কোনও অভিযোগ করছেন, তখন অনুরোধ করব, সেই অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিন ৷" এস জয়শঙ্কর জোর দেন, কানাডা তার অভিযোগের পক্ষে কোনও প্রমাণই ভারতকে দিতে পারেনি ৷

সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সংসদে জানান, জুন মাসে কানাডার মাটিতে খুন হয়েছেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার ৷ আর এই খুনের নেপথ্যে রয়েছে ভারত সরকার ৷ ভারত অবশ্য 2020 সালেই নিজ্জারকে জঙ্গি তকমা দিয়েছিল ৷

ভারতের বিরুদ্ধে এই অভিযোগের সঙ্গে সঙ্গে কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয় ৷ এর পালটা জবাবে মোদি সরকারও ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ৷ এই টানাপোড়েনে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে ৷ কানাডার এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ভারত ৷ কানাডার বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে ভারত ৷ এমনকী কানাডার ভিসা দেওয়ার প্রক্রিয়াটিও স্থগিত রাখা হয় ৷

  • Delighted to meet UK’s Leader of Opposition @Keir_Starmer in the Parliament.

    Value the bipartisan commitment in the United Kingdom towards strengthening our relationship.

    Our discussion covered bilateral aspects and shared regional and global interests. pic.twitter.com/q4DFJ32uFg

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন এস জয়শঙ্কর কানাডায় খালিস্তানপন্থী কাজকর্ম সম্পর্কে জানান, বাকস্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার একটা দায়িত্ব থাকে ৷ রাজনৈতিক কারণে এর অপব্যবহার করাটা অন্যায় ৷ তবে তিনি কানাডায় বিদেশমন্ত্রী মেলানিয়া জোলির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন ৷

  • Pleased to participate in the return to India of the stone idols of Yogini Chamunda and Gomukhi.

    Appreciate @HCI_London and UK authorities for their efforts in this regard. pic.twitter.com/GnShMfT1NG

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানাডার বিরুদ্ধে ভারতের বিদেশমন্ত্রী আরও অভিযোগ করেন, কানাডায় ভারতের হাইকমিশন এবং কনস্যুল জেনারেলের কার্যালয়ে হামলা চালানো হয়েছে ৷ এমনকী ভারতীয় কূটনীতিকদের প্রকাশ্যে অপমান করা হয়েছে ৷ কিন্তু এই ঘটনাগুলিতে জড়িত দোষীদের বিরুদ্ধে কানাডা সরকার কোনও ব্যবস্থা নেয়নি ৷

তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিষ্কার করে জানান, ভারতের সঙ্গে কানাডা কোনও রকম মতানৈক্যে যেতে চায় না ৷ কিন্তু তিনি বারবার ভারতের বিরুদ্ধে হরদীপ সিং নিজ্জারের খুনে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেন ৷ তাঁর দাবি, ওটাওয়া নয়াদিল্লির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত করতে চায় ৷

আরও পড়ুন:

  1. ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত, ছাড়তে হবে দেশ
  2. ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের
  3. হরদীপ সিং নিজ্জারের হত্যা, ট্রুডোর অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর

লন্ডন, 16 নভেম্বর: খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্ট জড়িত ৷ কানাডা সরকারের এই অভিযোগের তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না ভারত ৷ বুধবার লন্ডনে এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তবে তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে কানাডার যে অভিযোগ, তার সমর্থনে তারা প্রমাণ পেশ করুক ৷

বিদেশমন্ত্রী জয়শঙ্কর 11-15 নভেম্বর পর্যন্ত ব্রিটেন সফরে গিয়েছিলেন ৷ এদিন 'হাউ আ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড হিয়ার' শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেন তিনি ৷ বর্ষীয়ান সাংবাদিক লিওনেল তাঁকে কানাডায় খুন হওয়া হরদীপ সিং নিজ্জারের তদন্তের বিষয়ে প্রশ্ন করেন ৷ তখন জয়শঙ্কর জানান, ভারত কানাডার তদন্তের দাবি মানতে রাজি ৷ তবে জাস্টিন ট্রুডো সরকার যে দাবি করছে, তার পক্ষে প্রমাণ দিক ৷ তিনি বলেন, "আমরা তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছি না ৷ তবে আপনি যখন কোনও অভিযোগ করছেন, তখন অনুরোধ করব, সেই অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিন ৷" এস জয়শঙ্কর জোর দেন, কানাডা তার অভিযোগের পক্ষে কোনও প্রমাণই ভারতকে দিতে পারেনি ৷

সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সংসদে জানান, জুন মাসে কানাডার মাটিতে খুন হয়েছেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার ৷ আর এই খুনের নেপথ্যে রয়েছে ভারত সরকার ৷ ভারত অবশ্য 2020 সালেই নিজ্জারকে জঙ্গি তকমা দিয়েছিল ৷

ভারতের বিরুদ্ধে এই অভিযোগের সঙ্গে সঙ্গে কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয় ৷ এর পালটা জবাবে মোদি সরকারও ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ৷ এই টানাপোড়েনে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে ৷ কানাডার এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ভারত ৷ কানাডার বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে ভারত ৷ এমনকী কানাডার ভিসা দেওয়ার প্রক্রিয়াটিও স্থগিত রাখা হয় ৷

  • Delighted to meet UK’s Leader of Opposition @Keir_Starmer in the Parliament.

    Value the bipartisan commitment in the United Kingdom towards strengthening our relationship.

    Our discussion covered bilateral aspects and shared regional and global interests. pic.twitter.com/q4DFJ32uFg

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন এস জয়শঙ্কর কানাডায় খালিস্তানপন্থী কাজকর্ম সম্পর্কে জানান, বাকস্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার একটা দায়িত্ব থাকে ৷ রাজনৈতিক কারণে এর অপব্যবহার করাটা অন্যায় ৷ তবে তিনি কানাডায় বিদেশমন্ত্রী মেলানিয়া জোলির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন ৷

  • Pleased to participate in the return to India of the stone idols of Yogini Chamunda and Gomukhi.

    Appreciate @HCI_London and UK authorities for their efforts in this regard. pic.twitter.com/GnShMfT1NG

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানাডার বিরুদ্ধে ভারতের বিদেশমন্ত্রী আরও অভিযোগ করেন, কানাডায় ভারতের হাইকমিশন এবং কনস্যুল জেনারেলের কার্যালয়ে হামলা চালানো হয়েছে ৷ এমনকী ভারতীয় কূটনীতিকদের প্রকাশ্যে অপমান করা হয়েছে ৷ কিন্তু এই ঘটনাগুলিতে জড়িত দোষীদের বিরুদ্ধে কানাডা সরকার কোনও ব্যবস্থা নেয়নি ৷

তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিষ্কার করে জানান, ভারতের সঙ্গে কানাডা কোনও রকম মতানৈক্যে যেতে চায় না ৷ কিন্তু তিনি বারবার ভারতের বিরুদ্ধে হরদীপ সিং নিজ্জারের খুনে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেন ৷ তাঁর দাবি, ওটাওয়া নয়াদিল্লির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত করতে চায় ৷

আরও পড়ুন:

  1. ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত, ছাড়তে হবে দেশ
  2. ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের
  3. হরদীপ সিং নিজ্জারের হত্যা, ট্রুডোর অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.