ETV Bharat / international

Bill Gates: 'কখনও সলমনকে নিয়ে বিভ্রান্ত হয়েছো ?' বিল গেটসের প্রশ্নে কী জবাব সাল খানের

Bill Gates Asks Sal Khan: কখনও সলমন খানকে নিয়ে বিভ্রান্ত হয়েছো ? নিজের পডকাস্টে সাল খানকে এই প্রশ্ন করলেন বিল গেটস ৷ জবাবে অতিথি খান কী বললেন, দেখে নিন ৷

Bill Gates
বিল গেটসের পডকাস্ট
author img

By

Published : Aug 14, 2023, 2:40 PM IST

সান ফ্রান্সিসকো, 14 অগস্ট: সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ৷ তার নাম 'আনকনফিউজ মি উইথ বিল গেটস'৷ সেখানে তাঁর অতিথি তথা খান একাডেমির প্রতিষ্ঠাতা সাল খানকে একটি মজার প্রশ্ন ছুড়ে দিলেন বিল গেটস ৷ মার্কিন শিক্ষাবিদ সাল খান তাঁর নামের কারণে বলিউডের অভিনেতা সলমান খানকে নিয়ে কখনও বিভ্রান্ত হয়েছেন কি না, এই প্রশ্ন করেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ৷

বলিউডের ভাইজানের একটি ছবি দেখিয়ে বিল গেটস তাঁর পডকাস্টের অতিথিকে বলেন, "আপনি যদি সাল খানের উপর একটি ওয়েব অনুসন্ধান করেন, তবে আপনি এই লোকটির কিছু পেতে পারেন ৷ তাহলে, আপনি কি কখনও সলমান খানকে নিয়ে বিভ্রান্ত হন ?"

বিল গেটসের এই প্রশ্ন শুনে সাল খান হেসে গড়িয়ে পড়েন ৷ তিনি বলেন, "হ্যাঁ আমি বিভ্রান্ত হই । আসলে, খান একাডেমি করার পর প্রথম দিকে আমি তাঁর কয়েকজন অনুরাগীর কাছ থেকে চিঠি পেয়েছিলাম ৷ তাঁরা লিখেছিলেন, আমি সবসময় তোমাকে ভালোবাসি, আমি জানতাম না তুমি অংক করতে পারো, এই সব লেখা আসত ।" খান একাডেমির প্রতিষ্ঠাতা আরও উল্লেখ করেন যে, "লোকেরা যা মনে করে তার থেকে অনেক বেশি বলিউডের ফিল্ম দেখি ।"

আরও পড়ুন: 27 বছরের পার্টনারশিপে ইতি, বিবাহবিচ্ছেদ বিল ও মেলিন্ডা গেটসের

মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা গত মাসে তাঁর পডকাস্টের প্রথম পর্বটি বিশেষজ্ঞ সেথ রোজেন এবং লরেন মিলার রোজেনের সঙ্গে করেছিলেন ৷ সেখানে অতিথিরা আলঝাইমার রোগ নিয়ে আলোচনা করেন ।

এই মাসের শুরুর দিকে গেটস এবং তাঁর চর্চিত বান্ধবী পলা হার্ডকে একটি পার্টিতে ইয়টে একসঙ্গে দেখা গিয়েছে ৷ সেখানে অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের ৷ এ দিকে, গেটসের একজন প্রতিনিধি দাবি করেন যে, বিল গেটস হার্ডের সঙ্গে জড়িত নন । মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে বাইরে থাকাকালীন হার্ডের অনামিকায় একটি আংটির ছবি প্রকাশিত হওয়ায়, গত মাসে তাঁদের বাগদানের গুজব ছড়িয়ে পড়ে । তবে গেটসের মুখপাত্রের মতে, হার্ডের কাছে দীর্ঘদিন ধরে সেই আংটি রয়েছে এবং এর থেকে বোঝায় না যে, তাঁদের বাগদান হয়েছে ৷ মুখপাত্রের কথায়, "আমাদের অফিস নিশ্চিত করতে পারে যে, হার্ডকে যে আংটিটি পরা দেখে গিয়েছে, তা কয়েক দশক ধরে তাঁর আঙুলে ছিল ৷"

সান ফ্রান্সিসকো, 14 অগস্ট: সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ৷ তার নাম 'আনকনফিউজ মি উইথ বিল গেটস'৷ সেখানে তাঁর অতিথি তথা খান একাডেমির প্রতিষ্ঠাতা সাল খানকে একটি মজার প্রশ্ন ছুড়ে দিলেন বিল গেটস ৷ মার্কিন শিক্ষাবিদ সাল খান তাঁর নামের কারণে বলিউডের অভিনেতা সলমান খানকে নিয়ে কখনও বিভ্রান্ত হয়েছেন কি না, এই প্রশ্ন করেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ৷

বলিউডের ভাইজানের একটি ছবি দেখিয়ে বিল গেটস তাঁর পডকাস্টের অতিথিকে বলেন, "আপনি যদি সাল খানের উপর একটি ওয়েব অনুসন্ধান করেন, তবে আপনি এই লোকটির কিছু পেতে পারেন ৷ তাহলে, আপনি কি কখনও সলমান খানকে নিয়ে বিভ্রান্ত হন ?"

বিল গেটসের এই প্রশ্ন শুনে সাল খান হেসে গড়িয়ে পড়েন ৷ তিনি বলেন, "হ্যাঁ আমি বিভ্রান্ত হই । আসলে, খান একাডেমি করার পর প্রথম দিকে আমি তাঁর কয়েকজন অনুরাগীর কাছ থেকে চিঠি পেয়েছিলাম ৷ তাঁরা লিখেছিলেন, আমি সবসময় তোমাকে ভালোবাসি, আমি জানতাম না তুমি অংক করতে পারো, এই সব লেখা আসত ।" খান একাডেমির প্রতিষ্ঠাতা আরও উল্লেখ করেন যে, "লোকেরা যা মনে করে তার থেকে অনেক বেশি বলিউডের ফিল্ম দেখি ।"

আরও পড়ুন: 27 বছরের পার্টনারশিপে ইতি, বিবাহবিচ্ছেদ বিল ও মেলিন্ডা গেটসের

মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা গত মাসে তাঁর পডকাস্টের প্রথম পর্বটি বিশেষজ্ঞ সেথ রোজেন এবং লরেন মিলার রোজেনের সঙ্গে করেছিলেন ৷ সেখানে অতিথিরা আলঝাইমার রোগ নিয়ে আলোচনা করেন ।

এই মাসের শুরুর দিকে গেটস এবং তাঁর চর্চিত বান্ধবী পলা হার্ডকে একটি পার্টিতে ইয়টে একসঙ্গে দেখা গিয়েছে ৷ সেখানে অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের ৷ এ দিকে, গেটসের একজন প্রতিনিধি দাবি করেন যে, বিল গেটস হার্ডের সঙ্গে জড়িত নন । মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে বাইরে থাকাকালীন হার্ডের অনামিকায় একটি আংটির ছবি প্রকাশিত হওয়ায়, গত মাসে তাঁদের বাগদানের গুজব ছড়িয়ে পড়ে । তবে গেটসের মুখপাত্রের মতে, হার্ডের কাছে দীর্ঘদিন ধরে সেই আংটি রয়েছে এবং এর থেকে বোঝায় না যে, তাঁদের বাগদান হয়েছে ৷ মুখপাত্রের কথায়, "আমাদের অফিস নিশ্চিত করতে পারে যে, হার্ডকে যে আংটিটি পরা দেখে গিয়েছে, তা কয়েক দশক ধরে তাঁর আঙুলে ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.