ETV Bharat / international

Boris Jhonson Likely to Resign: প্রধানমন্ত্রীর পদ থেকে আজই ইস্তফা বরিস জনসনের !

ব্রিটেনে রাজনৈতিক সংকট চরমে (Political Crisis in UK) ৷ এই পরিস্থিতিতে আজই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Jhonson Likely to Resign today) ৷

British Prime Minister Boris Jhonson Likely to Resign today
Boris Jhonson Likely to Resign: প্রধানমন্ত্রীর পদ থেকে আজই ইস্তফা বরিস জনসনের !
author img

By

Published : Jul 7, 2022, 2:53 PM IST

Updated : Jul 7, 2022, 4:02 PM IST

লন্ডন, 7 জুলাই : ব্রিটেনে রাজনৈতিক সংকট চরমে (Political Crisis in UK) ৷ এই পরিস্থিতিতে আজই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Jhonson Likely to Resign today) ৷

গত দু’দিন ধরে ব্রিটেনে এই রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে ৷ সব মিলিয়ে 50 জন মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ পুরনোরা তো বটেই, নতুন যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ইস্তফা দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে পদত্যাগ করা ছাড়া জনসনের কাছে আর কোনও উপায় নেই বলেই মনে করা হচ্ছে ৷

গত তিন বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বরিস জনসন ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ দুর্নীতির অভিযোগ থাকা সমর্থনদের তিনি বাঁচিয়েছেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ব্রিটেনের সংসদকে বিভ্রান্ত করেছেন ৷ করোনাকালে লকডাউন সংক্রান্ত নিয়মও ভেঙেছেন ৷

সম্প্রতি ক্রিস পিনসার নামে কনজারভেটিভ পার্টির এক সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ৷ পুরো বিষয়টিই জনসন জানতেন বলে অভিযোগ ৷ তিনি ওই নেতাকে আড়াল করেছিলেন বলে অভিযোগ ওঠে ৷ তার পরই জনসনের বিরুদ্ধে বিদ্রোহ বাড়তে থাকে ৷ যা শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে ৷

এখন দেখার তিনি আদৌ পদত্যাগ করেন কি না ! আর পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত কাকে করা হয় ?

আরও পড়ুন : Sri Lanka-Russia Fuel Credit: শ্রীলঙ্কা-রাশিয়ার সম্পর্ক 65 বছরে, চরম দুর্দিনে পুতিনের কাছে জ্বালানির আর্জি রাজাপক্ষের

লন্ডন, 7 জুলাই : ব্রিটেনে রাজনৈতিক সংকট চরমে (Political Crisis in UK) ৷ এই পরিস্থিতিতে আজই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Jhonson Likely to Resign today) ৷

গত দু’দিন ধরে ব্রিটেনে এই রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে ৷ সব মিলিয়ে 50 জন মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ পুরনোরা তো বটেই, নতুন যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ইস্তফা দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে পদত্যাগ করা ছাড়া জনসনের কাছে আর কোনও উপায় নেই বলেই মনে করা হচ্ছে ৷

গত তিন বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বরিস জনসন ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ দুর্নীতির অভিযোগ থাকা সমর্থনদের তিনি বাঁচিয়েছেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ব্রিটেনের সংসদকে বিভ্রান্ত করেছেন ৷ করোনাকালে লকডাউন সংক্রান্ত নিয়মও ভেঙেছেন ৷

সম্প্রতি ক্রিস পিনসার নামে কনজারভেটিভ পার্টির এক সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ৷ পুরো বিষয়টিই জনসন জানতেন বলে অভিযোগ ৷ তিনি ওই নেতাকে আড়াল করেছিলেন বলে অভিযোগ ওঠে ৷ তার পরই জনসনের বিরুদ্ধে বিদ্রোহ বাড়তে থাকে ৷ যা শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে ৷

এখন দেখার তিনি আদৌ পদত্যাগ করেন কি না ! আর পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত কাকে করা হয় ?

আরও পড়ুন : Sri Lanka-Russia Fuel Credit: শ্রীলঙ্কা-রাশিয়ার সম্পর্ক 65 বছরে, চরম দুর্দিনে পুতিনের কাছে জ্বালানির আর্জি রাজাপক্ষের

Last Updated : Jul 7, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.