ওয়াশিংটন, 2 অগস্ট: "জঙ্গি নেতা শেষ", ঘোষণা করলে প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সোমবার তিনি দেশ তথা দুনিয়াকে জানান, মার্কিন সেনা কাবুলে ড্রোন হামলা চালিয়েছে ৷ তাতে খতম হয়েছে আল-কায়দা গোষ্ঠীর নেতা আয়মান আল-জাওয়াহিরি ৷ '9/11'-র জঙ্গি আক্রমণের অন্যতম মাস্টারমাইন্ড ছিল সে ৷ মাথা ছিল আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন ৷ এই বিচার সেদিনের স্বজনহারানো আমেরিকাবাসীকে আরেকটু শান্তি দেবে, আশা আমেরিকার প্রেসিডেন্টের (Biden says killing of Al-Qaeda chief will bring closure to 9/11 families) ৷
11 সেপ্টেম্বর, 2001- মঙ্গলবার সকালে হঠাৎই কেঁপে ওঠে নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণের দু'টি বিল্ডিং, টুইন টাওয়ারস ৷ দু'টি আত্মঘাতী জঙ্গি বিমান টুইন টাওয়ার্সে ধাক্কা মেরে ভেঙে পড়ে এবং তৃতীয় বিমানটি পেন্টাগনে ৷ চতুর্থটি একটি সরকারি ভবনে হামলা চালানোর আগেই ভেঙে যায় ৷ চারটি বিমানই 19 জন জঙ্গি মিলে আমেরিকার মাঝ আকাশে ছিনতাই করে আক্রমণ চালায় ৷ তাদের লক্ষ্য ছিল আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়িগুলিকে ধ্বংস করা ৷
কালো ধোঁয়া, ধ্বংসস্তূপ, আতঙ্কিত মানুষের ছোটাছুটি ৷ প্রায় 3 হাজার মানুষ মারা গিয়েছিলেন আল-কায়দার জঙ্গি হামলায় ৷ আমেরিকার সাধারণ মানুষ এই প্রথম জানল 'আল-কায়দা' নামের একটি জঙ্গি গোষ্ঠীর কথা ৷ দুনিয়া সে ভয়াবহ দৃশ্যের সাক্ষী থেকেছিল সংবাদমাধ্যমের স্ক্রিনে ৷ এই তারিখ হয়তো কোনও দিনই ভুলতে পারবে না আমেরিকা ৷
-
Happening Now: President Biden addresses the nation on a successful counterterrorism operation. https://t.co/JiYnzn5TUj
— The White House (@WhiteHouse) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happening Now: President Biden addresses the nation on a successful counterterrorism operation. https://t.co/JiYnzn5TUj
— The White House (@WhiteHouse) August 1, 2022Happening Now: President Biden addresses the nation on a successful counterterrorism operation. https://t.co/JiYnzn5TUj
— The White House (@WhiteHouse) August 1, 2022
আরও পড়ুন: মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়দা প্রধান, ঘোষণা বাইডেনের
দেশবাসীর মন থেকে এদিন মুছে ফেলা সম্ভব না হলেও 9/11-পরবর্তী প্রত্যেক প্রেসিডেন্টের কাছে এই জঙ্গিগোষ্ঠীকে শেষ করাটা চ্যালেঞ্জ ছিল ৷ 2011-য় ওসামাকে নিকেশের পরিকল্পনা সফল হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৷ মে-তে 'অপারেশ নেপচুন স্পিয়ার' নামক সামরিক অভিযানে পাকিস্তানে খতম হয় লাদেন ৷ তারপর জো বাইডেন গত সপ্তাহে আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করার অনুমতি দেন ৷ রোববার নিকেশ হয় লাদেন-সহকারী জাওয়াহিরি ৷
সোমবার বিকেলে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে দেশবাসীকে একটি বার্তায় বলেন, "জঙ্গিনেতা আর নেই ৷ আর কখনও সে আফগানিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য বানাতে পারবে না ৷ কারণ সে শেষ ৷ আমরা নিশ্চিত করে বলছি, আর এমন কিছু হবে না ৷" দু'দশক যুদ্ধ শেষে গত বছর মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে এসেছে ৷ এর 11 মাস কাটতে না কাটতেই এই সাফল্য তাৎপর্যপূর্ণ বাইডেন প্রশাসনের জন্য ৷