ETV Bharat / international

New military Aid: ইউক্রেনের জন্য 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজ বাইডেন প্রশাসনের

ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আরও 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজ ঘোষণা করল বাইডেন প্রশাসন। আকাশপথে ইউক্রেনের সামরিক শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করবে এই অর্থ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 1, 2023, 7:36 AM IST

ওয়াশিংটন,1 জুন: ইউক্রেনকে সাহায্য করতে আরও 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজে অনুমোদন দিল আমেরিকা। ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল কিনতে এই প্য়াকেজের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আকাশপথে যাতে ইউক্রেনের শক্তি আরও বাড়ে তাই এই বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে ওয়াশিংটন।

আমেরিকা যখন ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখনই নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতি হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়া-দু'দেশের রাজধানীতেই নতুন করে হামলার খবর মিলেছে। জানা গিয়েছে মঙ্গলবার মকসোর এক হামলায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ইউক্রনের রাজধানী কিভেও হামলা চলেছে বলে খবর। এমতাবস্থায় ইউক্রেনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল আমেরিকা।

সম্প্রতি মস্কোয় হামলা চলেছে। তাতে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার হয়েছিল বলে দাবি করে রাশিয়া। সেই দাবি খারিজ করেছে বাইডেন প্রশাসন। তারা স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার ভেতরে কোথাও আমেরিকার অস্ত্র ব্যবহার করা হবে না । এই বিষয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, "ইউক্রেন কোথায় হামলা চালাবে সেটা আমরা ঠিক করি না । ইউক্রেন কোথায় হামলা চালাবে না সেটাও আমরা ঠিক করি না। এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তাদের সামরিক বাহিনী নিজেদের মতো করে লক্ষ্য স্থির করে হামলা চালায়। তবে আমরা বারবার বলেছি, রাশিয়ার ভেতরে কোথাও হামলা করা উচিত নয়। ইউক্রেনের রাষ্ট্রপতি এই ব্যাপারে আমাদের আশ্বস্তও করেছেন।"

সূত্রের খবর, এই নতুন প্যাকেজ থেকে পাওয়া অর্থ ইউক্রেনকে আকাশপথে আরও শক্তিশালী করবে। মিসাইল থেকে শুরু করে আরও নানা অস্ত্র কেনা হবে। রাশিয়া আকাশপথে হামলা চালালে যাতে ইউক্রেন যোগ্য জবাব দিতে পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। 20222 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়।

আরও পড়ুন: 'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি

প্রথমে অনেকেই মনে করেছিলেন পুতিনদের সামনে অসহায় আত্মসমপর্ণ করতে হবে ইউক্রেনকে । কিন্ত তা হয়নি। ধীর ধীরে রাশিয়াকে পালটা দিতে থাকে ইউক্রেন । যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মোট 37.6 মার্কিন বিলিয়ন অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করার কথা আগেই জানিয়েছিল। এবার তার থেকেই 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজ দেওয়া হল।

ওয়াশিংটন,1 জুন: ইউক্রেনকে সাহায্য করতে আরও 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজে অনুমোদন দিল আমেরিকা। ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল কিনতে এই প্য়াকেজের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আকাশপথে যাতে ইউক্রেনের শক্তি আরও বাড়ে তাই এই বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে ওয়াশিংটন।

আমেরিকা যখন ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখনই নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতি হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়া-দু'দেশের রাজধানীতেই নতুন করে হামলার খবর মিলেছে। জানা গিয়েছে মঙ্গলবার মকসোর এক হামলায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ইউক্রনের রাজধানী কিভেও হামলা চলেছে বলে খবর। এমতাবস্থায় ইউক্রেনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল আমেরিকা।

সম্প্রতি মস্কোয় হামলা চলেছে। তাতে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার হয়েছিল বলে দাবি করে রাশিয়া। সেই দাবি খারিজ করেছে বাইডেন প্রশাসন। তারা স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার ভেতরে কোথাও আমেরিকার অস্ত্র ব্যবহার করা হবে না । এই বিষয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, "ইউক্রেন কোথায় হামলা চালাবে সেটা আমরা ঠিক করি না । ইউক্রেন কোথায় হামলা চালাবে না সেটাও আমরা ঠিক করি না। এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তাদের সামরিক বাহিনী নিজেদের মতো করে লক্ষ্য স্থির করে হামলা চালায়। তবে আমরা বারবার বলেছি, রাশিয়ার ভেতরে কোথাও হামলা করা উচিত নয়। ইউক্রেনের রাষ্ট্রপতি এই ব্যাপারে আমাদের আশ্বস্তও করেছেন।"

সূত্রের খবর, এই নতুন প্যাকেজ থেকে পাওয়া অর্থ ইউক্রেনকে আকাশপথে আরও শক্তিশালী করবে। মিসাইল থেকে শুরু করে আরও নানা অস্ত্র কেনা হবে। রাশিয়া আকাশপথে হামলা চালালে যাতে ইউক্রেন যোগ্য জবাব দিতে পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। 20222 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়।

আরও পড়ুন: 'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি

প্রথমে অনেকেই মনে করেছিলেন পুতিনদের সামনে অসহায় আত্মসমপর্ণ করতে হবে ইউক্রেনকে । কিন্ত তা হয়নি। ধীর ধীরে রাশিয়াকে পালটা দিতে থাকে ইউক্রেন । যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মোট 37.6 মার্কিন বিলিয়ন অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করার কথা আগেই জানিয়েছিল। এবার তার থেকেই 300 মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্যাকেজ দেওয়া হল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.