ETV Bharat / international

Bangladesh Minister on 1971 Genocide: 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সওয়াল বাংলাদেশের মন্ত্রীর - বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

1971 সালের গণহত্যার (Bangladesh Liberation War Affairs Minister) আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সওয়াল করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (Bangladesh Liberation War Affairs Minister) এজেকে মোজাম্মেল হক ৷

Bangladesh: Liberation War Affairs Minister seeks international recognition of 1971 genocide
71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সওয়াল বাংলাদেশের মন্ত্রীর
author img

By

Published : Sep 19, 2022, 1:31 PM IST

ঢাকা (বাংলাদেশে), 19 সেপ্টেম্বর: একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিতে জোরালো সওয়াল করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (Bangladesh Liberation War Affairs Minister) এজেকে মোজাম্মেল হক ৷ মুক্তিযুদ্ধে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি (International recognition of 1971 genocide)৷

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সাংবাদিক সম্মেলনে সে দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এজেকে মোজাম্মেল হোসেন (AKM Mozammel Haque) বলেন, "বাংলাদেশের মুক্তিকামী জনগণের উপর পাকিস্তানের বাহিনী পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দীর্ঘ 51 বছরেও আদায় হয়নি । তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার 25 মার্চকে 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে ঘোষণা করেছে ।" এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান মোজাম্মেল হোসেন ।

আরও পড়ুন: প্রতিপক্ষ শক্তিকে একসঙ্গে যুঝবে ভারত-বাংলাদেশ, হাসিনার সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি

তিনি আরও বলেন, "একাত্তরের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী 25 হাজার মানুষকে হত্যা করে । পৃথিবীতে এত অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক মানুষ হত্যার রেকর্ড নেই । এরপর দীর্ঘ 9 মাসে হত্যা করা হয়েছে 30 লাখ মানুষকে । স্বাধীনতাবিরোধীরা বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছেন । দেশজুড়ে চলেছে লুটতরাজ । দু লাখ মা-বোনের উপর নির্যাতন চালিয়েছে । তাই ওই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য 9 ডিসেম্বরের পাশাপাশি 25 মার্চকেও আন্তর্জাতিক গণহত্যা দিবস (International Genocide Day) হিসেবে ঘোষণা করতে হবে । রাষ্ট্রসংঘের কাছ থেকে এই স্বীকৃতি আদায়ের জন্য দেশ ও বিদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ।"

ঢাকা (বাংলাদেশে), 19 সেপ্টেম্বর: একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিতে জোরালো সওয়াল করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (Bangladesh Liberation War Affairs Minister) এজেকে মোজাম্মেল হক ৷ মুক্তিযুদ্ধে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি (International recognition of 1971 genocide)৷

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সাংবাদিক সম্মেলনে সে দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এজেকে মোজাম্মেল হোসেন (AKM Mozammel Haque) বলেন, "বাংলাদেশের মুক্তিকামী জনগণের উপর পাকিস্তানের বাহিনী পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দীর্ঘ 51 বছরেও আদায় হয়নি । তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার 25 মার্চকে 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে ঘোষণা করেছে ।" এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান মোজাম্মেল হোসেন ।

আরও পড়ুন: প্রতিপক্ষ শক্তিকে একসঙ্গে যুঝবে ভারত-বাংলাদেশ, হাসিনার সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি

তিনি আরও বলেন, "একাত্তরের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী 25 হাজার মানুষকে হত্যা করে । পৃথিবীতে এত অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক মানুষ হত্যার রেকর্ড নেই । এরপর দীর্ঘ 9 মাসে হত্যা করা হয়েছে 30 লাখ মানুষকে । স্বাধীনতাবিরোধীরা বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছেন । দেশজুড়ে চলেছে লুটতরাজ । দু লাখ মা-বোনের উপর নির্যাতন চালিয়েছে । তাই ওই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য 9 ডিসেম্বরের পাশাপাশি 25 মার্চকেও আন্তর্জাতিক গণহত্যা দিবস (International Genocide Day) হিসেবে ঘোষণা করতে হবে । রাষ্ট্রসংঘের কাছ থেকে এই স্বীকৃতি আদায়ের জন্য দেশ ও বিদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.