ETV Bharat / international

Ajay Banga Corona Positive: দিল্লিতে করোনায় আক্রান্ত অজয় বাঙ্গা, আপাতত আইসোলেশনে - অজয় বাঙ্গা

অজয় বাঙ্গা বৃহস্পতিবার ভারতে আসেন ৷ দিল্লিতে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে (World Bank President Ajay Banga tests Covid 19 positive) ৷ আপাতত আইসোলেশনে আছেন অজয়।

Ajay Banga
অজয় বাঙ্গা
author img

By

Published : Mar 24, 2023, 10:35 AM IST

Updated : Mar 24, 2023, 10:54 AM IST

নয়াদিল্লি, 24 মার্চ: ভারতে এসে করোনায় আক্রান্ত অজয় বাঙ্গা ৷ তাঁকে সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেই সূত্রেই সমর্থন জোগাড় করতে বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন তিনি। সফরের শেষে দু'দিনের জন্য ভারতে এসেছেন ৷ যাত্রাপথে বারেবারে কোভিড-19 পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে ৷ সেই মতো নয়াদিল্লিতে পৌঁছে নিয়মিত করোনা পরীক্ষা করেন এবং তাতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে তিনি আইসোলেশনে রয়েছেন (Ajay Banga tests Covid 19 positive) ৷

মনে করা হচ্ছে, তাঁর এই বিশ্ব সফরের মধ্যেই কোথাও তাঁর কোভিড সংক্রমণ হয়েছিল ৷ কিন্তু তাঁর উপসর্গ ছিল না ৷ বাইরে তাঁর কোনও লক্ষণ ধরা পড়েনি ৷ 63 বছর বয়সি বাঙ্গার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা ছিল ৷ পাশপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা ছিল ৷

আরও পড়ুন: যোগ্য বলেই বিশ্ব ব্যংকের প্রধান হিসেবে মনোনয়ন, অজয় বাঙ্গাকে দরাজ সার্টিফিকেট বাইডেনের

23 ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান নাগরিককে বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভারত তাঁর এই মনোনয়নে সম্মতি জানিয়েছে ৷ তিনি একময় মাস্টার কার্ডের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন ৷ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের পর তিনি দুনিয়ার তাবড় উচ্চ সরকারি আধিকারিক, স্টেকহোল্ডারস, শিল্পপতি এবং সিভিল সোসাইটির সঙ্গে দেখা করেন ৷ এখন বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড মালপাস ৷ তিনি পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারেন অজয় বাঙ্গা ৷ এদিকে, ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে 1 হাজার 300 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ করোনার পাশাপাশি দেশে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও বাড়ছে ৷ ইতিমধ্যে এ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনই আবহে নিজের জন্মভূমিতে এসে করোনায় সংক্রমিত হলেন অজয় বাঙ্গা ।

নয়াদিল্লি, 24 মার্চ: ভারতে এসে করোনায় আক্রান্ত অজয় বাঙ্গা ৷ তাঁকে সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেই সূত্রেই সমর্থন জোগাড় করতে বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন তিনি। সফরের শেষে দু'দিনের জন্য ভারতে এসেছেন ৷ যাত্রাপথে বারেবারে কোভিড-19 পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে ৷ সেই মতো নয়াদিল্লিতে পৌঁছে নিয়মিত করোনা পরীক্ষা করেন এবং তাতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে তিনি আইসোলেশনে রয়েছেন (Ajay Banga tests Covid 19 positive) ৷

মনে করা হচ্ছে, তাঁর এই বিশ্ব সফরের মধ্যেই কোথাও তাঁর কোভিড সংক্রমণ হয়েছিল ৷ কিন্তু তাঁর উপসর্গ ছিল না ৷ বাইরে তাঁর কোনও লক্ষণ ধরা পড়েনি ৷ 63 বছর বয়সি বাঙ্গার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা ছিল ৷ পাশপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা ছিল ৷

আরও পড়ুন: যোগ্য বলেই বিশ্ব ব্যংকের প্রধান হিসেবে মনোনয়ন, অজয় বাঙ্গাকে দরাজ সার্টিফিকেট বাইডেনের

23 ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান নাগরিককে বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভারত তাঁর এই মনোনয়নে সম্মতি জানিয়েছে ৷ তিনি একময় মাস্টার কার্ডের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন ৷ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের পর তিনি দুনিয়ার তাবড় উচ্চ সরকারি আধিকারিক, স্টেকহোল্ডারস, শিল্পপতি এবং সিভিল সোসাইটির সঙ্গে দেখা করেন ৷ এখন বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড মালপাস ৷ তিনি পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারেন অজয় বাঙ্গা ৷ এদিকে, ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে 1 হাজার 300 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ করোনার পাশাপাশি দেশে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও বাড়ছে ৷ ইতিমধ্যে এ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনই আবহে নিজের জন্মভূমিতে এসে করোনায় সংক্রমিত হলেন অজয় বাঙ্গা ।

Last Updated : Mar 24, 2023, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.