মস্কো (রাশিয়া), 24 ফেব্রুয়ারি : লুহানস্ক অঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান ও পাঁচটি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে ৷ ইউক্রেন সেনা এমনই দাবি করেছে বলে সংবাদমাধ্যমের দাবি ৷ রাশিয়ার তরফে অবশ্য ইউক্রেনের এই দাবি অস্বীকার করা হয়েছে (Russia Denies Claim of Ukraine Military) ৷
রাশিয়ার সেনার পালটা দাবি, তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সম্পদ ও বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে ৷ রাশিয়ার বিদেশমন্ত্রকের দাবি, ইউক্রেনের সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমান্ত সংঘাত (Russia-Ukraine Crisis) গত কয়েকদিন ধরেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল ৷ রাশিয়া যেকোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল ৷ বুধবার খবর পাওয়া যায় যে রাশিয়ার আইনসভা সরকারকে দেশের বাইরে সেনা ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ তার পর বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা করেন ৷
এর পর থেকে পরিস্থিতি যত এগোচ্ছে, ততই উত্তেজনা ছড়াচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের একাধিক দেশ এই সংঘাত এড়ানোর জন্য বারবার রাশিয়ার কাছে আবেদন করেছে ৷ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে চাপ সৃষ্টি করার চেষ্টাও করা হয়েছে ৷ তারপরও সংঘাত এড়ানো গেল না ৷ এখন দেখার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি এই পরিস্থিতিতে কী ভূমিকা নেয় !
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর