ETV Bharat / international

First Omicron Death in UK: ওমিক্রনে বিশ্বে প্রথম মৃত্যু ব্রিটেনে, আতঙ্কে লম্বা লাইন ভ্যাকসিন সেন্টারে - UK records first death in omicron

ওমিক্রনে প্রথম মৃত্যু ব্রিটেনে (UK records first death in omicron), জানালেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷

Omicron Death in UK
ওমিক্রনে বিশ্বে প্রথম মৃত্যু ব্রিটেনে
author img

By

Published : Dec 13, 2021, 6:52 PM IST

Updated : Dec 13, 2021, 7:13 PM IST

লন্ডন, 13 ডিসেম্বর : ওমিক্রন আতঙ্ক আরও চেপে বসল ব্রিটেনে ৷ সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে দেশে প্রথম মৃত্যুর কথা স্বীকার করেছেন (UK records first death in omicron) ৷ বলেছেন, "দুঃখের হলেও ওমিক্রনের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে ৷ ওমিক্রনে দেশে একজনের মৃত্যু হয়েছে ৷"

ওমিক্রনের বিপদ এড়াতে দেশবাসীকে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছেন বরিস জনসন ৷ বলেছেন, "ওমিক্রন সংক্রমণ যেহেতু জনগোষ্ঠীর মধ্যে ছড়াতে পারে, তাই এই করোনার এই প্রজাতির বিপদ এড়াতে আমাদের উচিত বুস্টার ডোজ নেওয়া ৷"

আরও পড়ুন : রাজস্থানেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 4

ওমিক্রন আতঙ্কে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে করোনা টিকাকরণ কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে মানুষের লম্বা লাইন ৷ প্রত্যেকেই চাইছেন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর ব্রিটেনবাসীর মধ্যে ওমিক্রন আতঙ্ক আরও বেড়েছে ৷

লন্ডন, 13 ডিসেম্বর : ওমিক্রন আতঙ্ক আরও চেপে বসল ব্রিটেনে ৷ সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে দেশে প্রথম মৃত্যুর কথা স্বীকার করেছেন (UK records first death in omicron) ৷ বলেছেন, "দুঃখের হলেও ওমিক্রনের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে ৷ ওমিক্রনে দেশে একজনের মৃত্যু হয়েছে ৷"

ওমিক্রনের বিপদ এড়াতে দেশবাসীকে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছেন বরিস জনসন ৷ বলেছেন, "ওমিক্রন সংক্রমণ যেহেতু জনগোষ্ঠীর মধ্যে ছড়াতে পারে, তাই এই করোনার এই প্রজাতির বিপদ এড়াতে আমাদের উচিত বুস্টার ডোজ নেওয়া ৷"

আরও পড়ুন : রাজস্থানেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 4

ওমিক্রন আতঙ্কে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে করোনা টিকাকরণ কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে মানুষের লম্বা লাইন ৷ প্রত্যেকেই চাইছেন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর ব্রিটেনবাসীর মধ্যে ওমিক্রন আতঙ্ক আরও বেড়েছে ৷

Last Updated : Dec 13, 2021, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.