ETV Bharat / international

ইউক্রেনে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত 25 - সামরিক বিমান দুর্ঘটনা

সামরিক বিমানটি শুক্রবার ল্যান্ড করার সময় ভেঙে পড়ে । আগুন ধরে যায় বিমানটিতে । এএন-26 বিমানটি রাজধানী কিয়েভের প্রায় 400 কিলোমিটার (250 মাইল) পূর্বে চুহাইভের বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে ।

plane crash
plane crash
author img

By

Published : Sep 26, 2020, 8:23 AM IST

Updated : Sep 26, 2020, 10:51 AM IST

কিয়েভ (ইউক্রেন), 26 সেপ্টেম্বর : ইউক্রেনের খারকিভ অঞ্চলে ভেঙে পড়ল একটি সামরিক বিমান । দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 25 জনের মৃত্যু হয়েছে । জানিয়েছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেকসিই কুচের ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটির ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটে । ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতি উল্লেখ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, বিমানটিতে মোট 28 জন ছিলেন। যার মধ্যে 21 জন সেনাকর্মী এবং সাত জন ক্রু সদস্য ।

আগুন ধরে যায় বিমানটিতে

সর্বশেষ তথ্য অনুযায়ী, 25 জনের মৃত্যু হয়েছে, জখম আরও দু'জন । ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড়ে বিমানটি । ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই বিমান দুর্ঘটনা বলে জানা গেছে । মারা গেছেন বিমানটির কমান্ডার তথা 30 বছর বয়সি মেজর চুগুয়েভ ।

কিয়েভ (ইউক্রেন), 26 সেপ্টেম্বর : ইউক্রেনের খারকিভ অঞ্চলে ভেঙে পড়ল একটি সামরিক বিমান । দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 25 জনের মৃত্যু হয়েছে । জানিয়েছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেকসিই কুচের ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটির ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটে । ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতি উল্লেখ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, বিমানটিতে মোট 28 জন ছিলেন। যার মধ্যে 21 জন সেনাকর্মী এবং সাত জন ক্রু সদস্য ।

আগুন ধরে যায় বিমানটিতে

সর্বশেষ তথ্য অনুযায়ী, 25 জনের মৃত্যু হয়েছে, জখম আরও দু'জন । ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড়ে বিমানটি । ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই বিমান দুর্ঘটনা বলে জানা গেছে । মারা গেছেন বিমানটির কমান্ডার তথা 30 বছর বয়সি মেজর চুগুয়েভ ।

Last Updated : Sep 26, 2020, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.