ETV Bharat / international

বাগদাদে মার্কিন ঘাঁটি ও দূতাবাসের পাশে রকেট হামলা

author img

By

Published : Jan 4, 2020, 11:23 PM IST

Updated : Jan 5, 2020, 12:46 AM IST

ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয় । হামলায় হতাহতের কোনও খবর নেই ।

rocket
rocket

বাগদাদ, 5 জানুয়ারি : ইরানের সেনাবাহিনীর জেনেরাল কাশেম সুলেমানি শুক্রবার ভোরে ড্রোন হামলায় নিহত হন । আমেরিকার তরফে এই হামলা চালানো হয়েছিল । সেই ঘটনার পরেই ইরান জানিয়েছিল সুলেমানির মৃত্যুর উপযুক্ত প্রতিশোধ নেবে তারা । গতরাতেই বালাদে মার্কিন ঘাঁটি ও অ্যামেরিকার দূতাবাসের পাশে রকেট হামলা হয় । তবে হামলায় হতাহতের কোনও খবর নেই ।

উল্লেখ্য, গত 29 ডিসেম্বর অ্যামেরিকান বিমান হানায় ইরানের মদতপুষ্ট এক বিদ্রোহী সংগঠনের প্রায় 12 জনকে হত্যা করা হয় ৷ এরপরেই হাশ্দ আল-শাবি নামের এক দলের সমর্থকরা নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা অ্যামেরিকান দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ৷ ইরাক থেকে অ্যামেরিকান সেনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আগুন লাগানো হয় দূতাবাসে ৷ স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷ অ্যামেরিকার অভিযোগ, ওই সমস্ত ঘটনার পিছনে ইরানের সেনার অন্যতম কমান্ডার কাশেম সুলেমানির হাত ছিল ।

এরপরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে পুরো ঘটনায় ক্ষোভ উগড়ে দেন ইরানের উপর ৷ বিক্ষোভকারীদের ও ইরানের প্রশাসনকে দায়ী করেন গোটা ঘটনার জন্য ৷ পাশাপাশি দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প ৷ অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানান, 82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷

তারপর শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সুলেমানি সহ মোট আটজন । সুলেমানির মৃত্যুর পর ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল এই মৃত্যুর উপযুক্ত বদলা নেবে তারা। সেই হুঁশিয়ারির 24 ঘণ্টা কাটার আগেই ইরাকে অ্যামেরিকার দূতাবাসে ও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । ওয়াকিবহাল মহলের দাবি, সুলেমানির মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা ।

বাগদাদ, 5 জানুয়ারি : ইরানের সেনাবাহিনীর জেনেরাল কাশেম সুলেমানি শুক্রবার ভোরে ড্রোন হামলায় নিহত হন । আমেরিকার তরফে এই হামলা চালানো হয়েছিল । সেই ঘটনার পরেই ইরান জানিয়েছিল সুলেমানির মৃত্যুর উপযুক্ত প্রতিশোধ নেবে তারা । গতরাতেই বালাদে মার্কিন ঘাঁটি ও অ্যামেরিকার দূতাবাসের পাশে রকেট হামলা হয় । তবে হামলায় হতাহতের কোনও খবর নেই ।

উল্লেখ্য, গত 29 ডিসেম্বর অ্যামেরিকান বিমান হানায় ইরানের মদতপুষ্ট এক বিদ্রোহী সংগঠনের প্রায় 12 জনকে হত্যা করা হয় ৷ এরপরেই হাশ্দ আল-শাবি নামের এক দলের সমর্থকরা নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা অ্যামেরিকান দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ৷ ইরাক থেকে অ্যামেরিকান সেনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আগুন লাগানো হয় দূতাবাসে ৷ স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷ অ্যামেরিকার অভিযোগ, ওই সমস্ত ঘটনার পিছনে ইরানের সেনার অন্যতম কমান্ডার কাশেম সুলেমানির হাত ছিল ।

এরপরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে পুরো ঘটনায় ক্ষোভ উগড়ে দেন ইরানের উপর ৷ বিক্ষোভকারীদের ও ইরানের প্রশাসনকে দায়ী করেন গোটা ঘটনার জন্য ৷ পাশাপাশি দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প ৷ অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানান, 82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷

তারপর শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সুলেমানি সহ মোট আটজন । সুলেমানির মৃত্যুর পর ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল এই মৃত্যুর উপযুক্ত বদলা নেবে তারা। সেই হুঁশিয়ারির 24 ঘণ্টা কাটার আগেই ইরাকে অ্যামেরিকার দূতাবাসে ও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । ওয়াকিবহাল মহলের দাবি, সুলেমানির মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা ।

New Delhi, Jan 04 (ANI): National Mission for Clean Ganga held its first session of the Ganga lecture series with an aim to educate and discuss the glorious past and present of river Ganga in New Delhi. Dr. Sudipta Sen, a distinguished professor and acclaimed historian, who also released his book---'Many pasts of a river'---on the occasion, presented an in-depth analysis on the subject of the lecture, Ganga and the Pulse of Civilization: The Future and Past of India's Great River. Sudipta's book also revolves around the fascinating story of the world's third-largest river from prehistoric times to the present. He has also focused on myths surrounding the origin of the river in Hinduism and its significance in Buddhism. The conduct of a lecture series is latest in NMCG's holistic approach towards restoring the purity of the river. National Mission for clean Ganga works towards ensuring effective abatement of pollution and rejuvenation of river Ganga through an integrated and a multi-layered strategy. While it has been working relentlessly on ground to ensure water quality and environmentally sustainable development, it has given special attention to need of spreading awareness at a mass level.
Last Updated : Jan 5, 2020, 12:46 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.