ETV Bharat / international

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 30, আহত 70 - কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 30, আহত 70

গতকাল পশ্চিম কাবুলের দস্ত-ই-বারছিতে পুল-ই-খোস্ক এলাকায় কাওসার-ই-দানিশ নামে একটি শিক্ষাকেন্দ্রের সামনে আত্মঘাতী বিস্ফোরণটি হয় ৷

Kabul suicide attack
কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 30, আহত 70
author img

By

Published : Oct 25, 2020, 10:55 AM IST

কাবুল , 24 অক্টোবর : কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল 30 ৷ আহত কমপক্ষে 70 ৷ গতকাল কাবুলের পশ্চিমে দস্ত-ই-বারছিতে একটি জনবহুল এলাকায় একটি শিক্ষাকেন্দ্রের কাছে বিস্ফোরণটি ঘটে ৷

আহতদের কাবুলের জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকাল 13 জনের মৃত্যু হয় । আহত হয়েছিল 30 জন ৷ এরপর গতরাতে মৃতের সংখ্যা বেড়ে হয় 18 ৷ আহতের সংখ্যা বেড়ে হয় 50 ৷

গতকাল পশ্চিম কাবুলের দস্ত-ই-বারছিতে পুল-ই-খোস্ক এলাকায় কাওসার-ই-দানিশ নামে একটি শিক্ষাকেন্দ্রের সামনে আত্মঘাতী বিস্ফোরণটি হয় ৷ আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির মতে, ওই ব্যক্তি শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ কিন্তু বাইরে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয় ৷

দি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ৷ যদিও পুলিশের প্রাথমিক অনুমান, তালিবানরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ৷ কারণ 2018 সালে একইরকমভাবে একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে 34 জনের মৃত্যু হয় । চলতি বছরের ফেব্রুয়ারিতে তালিবানদের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে অ্যামেরিকা ৷ তবে বিস্ফোরণের সঙ্গে তাদের যোগ অস্বীকার করেছে তালিবান ৷

কাবুল , 24 অক্টোবর : কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল 30 ৷ আহত কমপক্ষে 70 ৷ গতকাল কাবুলের পশ্চিমে দস্ত-ই-বারছিতে একটি জনবহুল এলাকায় একটি শিক্ষাকেন্দ্রের কাছে বিস্ফোরণটি ঘটে ৷

আহতদের কাবুলের জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকাল 13 জনের মৃত্যু হয় । আহত হয়েছিল 30 জন ৷ এরপর গতরাতে মৃতের সংখ্যা বেড়ে হয় 18 ৷ আহতের সংখ্যা বেড়ে হয় 50 ৷

গতকাল পশ্চিম কাবুলের দস্ত-ই-বারছিতে পুল-ই-খোস্ক এলাকায় কাওসার-ই-দানিশ নামে একটি শিক্ষাকেন্দ্রের সামনে আত্মঘাতী বিস্ফোরণটি হয় ৷ আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির মতে, ওই ব্যক্তি শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ কিন্তু বাইরে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয় ৷

দি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ৷ যদিও পুলিশের প্রাথমিক অনুমান, তালিবানরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ৷ কারণ 2018 সালে একইরকমভাবে একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে 34 জনের মৃত্যু হয় । চলতি বছরের ফেব্রুয়ারিতে তালিবানদের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে অ্যামেরিকা ৷ তবে বিস্ফোরণের সঙ্গে তাদের যোগ অস্বীকার করেছে তালিবান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.