ETV Bharat / international

বাণিজ্য ক্ষেত্রে চিনের দাদাগিরি মানবে না ট্রাম্প প্রশাসন - হংকং প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে চিনকে কটাক্ষ করলেন ট্রাম্প ৷ বলেন, ব্যবসাকে হাতিয়ার করে চিন যে ক্ষমতার অপব্যবহার করছে, তা সহ্য করার দিন শেষ ৷

ছবি
author img

By

Published : Sep 24, 2019, 10:01 PM IST

নিউ ইয়র্ক, 24 সেপ্টেম্বর : ব্যবসাকে হাতিয়ার করে চিন যে ক্ষমতার অপব্যবহার করছে, তা সহ্য করার দিন শেষ ৷ আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একথা স্পষ্ট জানিয়ে দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি হংকংয়ের মানুষ যাতে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে জীবনধারণ করতে পারেন, সেই বিষয়েও আহ্বান জানান তিনি ৷

ট্রাম্প বলেন, "বাণিজ্যকে হাতিয়ার করে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে চিন ৷ যা অপমানজনক ৷ এতদিন সব সহ্য করা হয়েছে, নয়তো এড়িয়ে যাওয়া হয়েছে ৷ কখনও আবার উৎসাহ দেওয়া হয়েছে ৷ তবে এবার সেই দিন শেষ ৷ "

হংকং প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর প্রশাসন গুরুত্ব সহকারে লক্ষ্য করছে কীভাবে হংকংয়ের বর্তমান পরিস্থিতির মোকাবিল করছে চিন ৷ এই প্রসঙ্গে অ্যামেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, "বিশ্ব প্রত্যাশা করে যে, হংকংয়ের মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের জীবনধারণের অধিকার ও আইনি ব্যবস্থাকে রক্ষা করবে চিন ৷"

নিউ ইয়র্ক, 24 সেপ্টেম্বর : ব্যবসাকে হাতিয়ার করে চিন যে ক্ষমতার অপব্যবহার করছে, তা সহ্য করার দিন শেষ ৷ আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একথা স্পষ্ট জানিয়ে দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি হংকংয়ের মানুষ যাতে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে জীবনধারণ করতে পারেন, সেই বিষয়েও আহ্বান জানান তিনি ৷

ট্রাম্প বলেন, "বাণিজ্যকে হাতিয়ার করে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে চিন ৷ যা অপমানজনক ৷ এতদিন সব সহ্য করা হয়েছে, নয়তো এড়িয়ে যাওয়া হয়েছে ৷ কখনও আবার উৎসাহ দেওয়া হয়েছে ৷ তবে এবার সেই দিন শেষ ৷ "

হংকং প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর প্রশাসন গুরুত্ব সহকারে লক্ষ্য করছে কীভাবে হংকংয়ের বর্তমান পরিস্থিতির মোকাবিল করছে চিন ৷ এই প্রসঙ্গে অ্যামেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, "বিশ্ব প্রত্যাশা করে যে, হংকংয়ের মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের জীবনধারণের অধিকার ও আইনি ব্যবস্থাকে রক্ষা করবে চিন ৷"

Ajmer (Rajasthan), Sep 24 (ANI): Principal of Dayanand College was attacked and threatened by students' union president after the principal opposed his birthday celebration on campus on September 23. Police confirmed that both the parties have filed complaints against each other, case will be registered in this regard. While speaking to ANI, Dr Laxmikant, Principal, Dayanand College, Ajmer said, "It is not allowed to celebrate birthdays on campus. When I told Sita Ram Chaudhary, he threw cake at my face, attacked and threatened me. I've filed a police complaint."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.