ETV Bharat / international

Taliban: কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি - কান্দহার

আফগানিস্তানের (Afghanistan) কান্দহার (Kandahar) ও হেরাটে (Herat) বন্ধ ভারতীয় কনস্যুলেটে (Indian Consulate) তালিবান (Taliban) হানা ৷ সরকারি সূত্রে খবর, সেখানে গিয়ে নথিপত্রের খোঁজে তল্লাশি চালানো হয়েছে ৷ পার্ক করা যে গাড়িগুলি ছিল, তাও নিয়ে যায় তালিবান ৷

Taliban Searched Closed Indian Consulate In Kandahar and herat
কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি
author img

By

Published : Aug 20, 2021, 12:40 PM IST

কাবুল, 20 অগস্ট: আফগানিস্তানে (Afghanistan) এবার বন্ধ ভারতীয় কনস্যুলেটে (Indian Consulate) হানা দিল তালিবান (Taliban)৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে নথিপত্রের খোঁজে তল্লাশি চালায় তারা ৷ পার্ক করা যে গাড়িগুলি ছিল, তাও নিয়ে যায় ৷

সূত্রের দাবি, বুধবার কান্দহার (Kandahar) ও হেরাটের (Herat) ভারতীয় কনস্যুলেটে হানা দেয় তালিবান ৷ কান্দাহারে নথি খুঁজতে তারা শৌচালয়-সহ সর্বত্র চিরুনি তল্লাশি চালায় ৷ কান্দহার ও হেরাটের ভারতীয় কনস্যুলেটে যে গাড়িগুলি পার্ক করা ছিল, তাও নিয়ে যায় তারা ৷

কাবুলের দখল নেওয়ার পর থেকে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে তালিবান ৷ দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ডিরেক্টোরেট অফ সিকিউরিটিতে কাজ করে এমন আফগানদের খুঁজে বের করা হচ্ছে ৷

আরও পড়ুন: Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

আফগানিস্তানে ভারতের চারটি কনস্যুলেট রয়েছে ৷ কাবুলের দূতাবাস ছাড়াও কনস্যুলেট রয়েছে কান্দহার, হেরাট ও মাজার-ই-শরিফে ৷ তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই কনস্যুলেটগুলি ৷ চলতি সপ্তাহে বহু কাঠখড় পুড়িয়ে বায়ুসেনার দুটি বিমানে করে দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়েছে দিল্লি ৷ আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত ছাড়াও কূটনীতিক ও সাধারণ ভারতীয়দেরও অনেককে ফিরিয়ে আনা হয়েছে ৷ তিনদিনে সাধারণ মানুষ ছাড়াও প্রায় 200 জন ভারতীয় কর্মীকে আফগানিস্তান থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন ৷

আরও পড়ুন : Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

যে আফগানরা মার্কিন (US Army) ও নেটো (NATO) বাহিনীর হয়ে কাজ করেছেন, তাঁদের নিশানা করেছে তালিবান ৷ ঘরে ঘরে ঢুকে তাঁদের তল্লাশি চলছে ৷ জনৈক কর্মকর্তা ক্রিশ্চিয়ান নেল্লেমনের কথায়, "তালিবানকে যাঁরা বাধা দিয়েছিলেন, তাঁদের পরিবারকে নিশানা করেছে ওরা ৷ শরিয়তি আইন মেনে সেই পরিবারগুলিকে শাস্তি দেবে বলে মনে করা হচ্ছে ৷ যাঁরা আগে নেটো ও মার্কিন বাহিনীর হয়ে কাজ করেছেন, তাঁদের ও তাঁদের পরিবারের উপর অত্যাচার করবে তালিবান, মৃত্যুদণ্ডও দেওয়া হবে ৷"

আরও পড়ুন: Taliban : অন্ধকারে আফগান ক্রিকেট, এসিবি-র সদর দফতরে তালিবান !

কাবুল, 20 অগস্ট: আফগানিস্তানে (Afghanistan) এবার বন্ধ ভারতীয় কনস্যুলেটে (Indian Consulate) হানা দিল তালিবান (Taliban)৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে নথিপত্রের খোঁজে তল্লাশি চালায় তারা ৷ পার্ক করা যে গাড়িগুলি ছিল, তাও নিয়ে যায় ৷

সূত্রের দাবি, বুধবার কান্দহার (Kandahar) ও হেরাটের (Herat) ভারতীয় কনস্যুলেটে হানা দেয় তালিবান ৷ কান্দাহারে নথি খুঁজতে তারা শৌচালয়-সহ সর্বত্র চিরুনি তল্লাশি চালায় ৷ কান্দহার ও হেরাটের ভারতীয় কনস্যুলেটে যে গাড়িগুলি পার্ক করা ছিল, তাও নিয়ে যায় তারা ৷

কাবুলের দখল নেওয়ার পর থেকে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে তালিবান ৷ দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ডিরেক্টোরেট অফ সিকিউরিটিতে কাজ করে এমন আফগানদের খুঁজে বের করা হচ্ছে ৷

আরও পড়ুন: Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

আফগানিস্তানে ভারতের চারটি কনস্যুলেট রয়েছে ৷ কাবুলের দূতাবাস ছাড়াও কনস্যুলেট রয়েছে কান্দহার, হেরাট ও মাজার-ই-শরিফে ৷ তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই কনস্যুলেটগুলি ৷ চলতি সপ্তাহে বহু কাঠখড় পুড়িয়ে বায়ুসেনার দুটি বিমানে করে দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়েছে দিল্লি ৷ আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত ছাড়াও কূটনীতিক ও সাধারণ ভারতীয়দেরও অনেককে ফিরিয়ে আনা হয়েছে ৷ তিনদিনে সাধারণ মানুষ ছাড়াও প্রায় 200 জন ভারতীয় কর্মীকে আফগানিস্তান থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন ৷

আরও পড়ুন : Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

যে আফগানরা মার্কিন (US Army) ও নেটো (NATO) বাহিনীর হয়ে কাজ করেছেন, তাঁদের নিশানা করেছে তালিবান ৷ ঘরে ঘরে ঢুকে তাঁদের তল্লাশি চলছে ৷ জনৈক কর্মকর্তা ক্রিশ্চিয়ান নেল্লেমনের কথায়, "তালিবানকে যাঁরা বাধা দিয়েছিলেন, তাঁদের পরিবারকে নিশানা করেছে ওরা ৷ শরিয়তি আইন মেনে সেই পরিবারগুলিকে শাস্তি দেবে বলে মনে করা হচ্ছে ৷ যাঁরা আগে নেটো ও মার্কিন বাহিনীর হয়ে কাজ করেছেন, তাঁদের ও তাঁদের পরিবারের উপর অত্যাচার করবে তালিবান, মৃত্যুদণ্ডও দেওয়া হবে ৷"

আরও পড়ুন: Taliban : অন্ধকারে আফগান ক্রিকেট, এসিবি-র সদর দফতরে তালিবান !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.