ETV Bharat / international

Indonesia's Semeru Volcano Erupts : ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ, মৃত অন্তত 13 - ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ

জেগে উঠেছে ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি (Semeru Volcano Erupts in Indonesia) ৷ আর তার জেরে অনেকে মানুষ প্রাণ হারিছেন এবং অনেকে আহত এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ইন্দোনেশিয়ার পূর্ব জাভার লুমাজাংয়ে ঘটনায় উদ্ধারকাজ চলছে ৷

Semeru Volcano Erupt in Indonesia
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ
author img

By

Published : Dec 5, 2021, 9:32 AM IST

Updated : Dec 5, 2021, 12:46 PM IST

জাকার্তা (ইন্দোনেশিয়া), 5 ডিসেম্বর : ইন্দোনেশিয়ার লুমাজাংয়ে জেগে ওঠা আগ্নেয়গিরির তাপে ঝলসে মৃত্যু হল অন্তত 13 জনের ৷ সেই সঙ্গে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে আটকে রয়েছেন দুর্যোগ কবলিত এলাকায় ৷ ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে ৷ প্রসঙ্গত, শনিবার হঠাৎই ইন্দোনেশিয়ার সেমেরু (Semeru Volcano Erupt in Indonesia) আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয় এবং সেই সঙ্গে ছাই ও কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার (Semeru Volcano Erupts in Indonesia) জাভা আইল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতমালা সেমেরু থেকে শনিবার হঠাৎই ছাই এবং গরম ধোঁয়া বের হতে শুরু করে ৷ যার জেরে পূর্ব জাভার একাধিক গ্রাম সেই ছাই ও গরম ধোঁয়ায় ঢেকে যায় ৷ এই ঘটনায় সেমেরুর সবচেয়ে কাছের গ্রামগুলির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পেয়েই প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ গ্রামগুলি থেকে লোকজনদের নিরাপদে সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবরে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ অসংখ্য মানুষ আহত এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত ন’শো জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক শীর্ষ আধিকারিক ৷ এর আগে জানা গিয়েছিল, আগ্নেগিরির কাছে বালি তোলার কাজ চলছিল ৷ সেখানে বহু শ্রমিক আটকে পড়েছিলেন ৷ তাঁদের মধ্যে 35 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তবে, লুমাজাংয়ের বিপর্যয় মোকাবিলা দলের আরেক আধিকারিক জানিয়েছেন 41 জন অগ্নিদ্বগ্ধ হয়েছেন ৷

জাকার্তা (ইন্দোনেশিয়া), 5 ডিসেম্বর : ইন্দোনেশিয়ার লুমাজাংয়ে জেগে ওঠা আগ্নেয়গিরির তাপে ঝলসে মৃত্যু হল অন্তত 13 জনের ৷ সেই সঙ্গে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে আটকে রয়েছেন দুর্যোগ কবলিত এলাকায় ৷ ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে ৷ প্রসঙ্গত, শনিবার হঠাৎই ইন্দোনেশিয়ার সেমেরু (Semeru Volcano Erupt in Indonesia) আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয় এবং সেই সঙ্গে ছাই ও কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার (Semeru Volcano Erupts in Indonesia) জাভা আইল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতমালা সেমেরু থেকে শনিবার হঠাৎই ছাই এবং গরম ধোঁয়া বের হতে শুরু করে ৷ যার জেরে পূর্ব জাভার একাধিক গ্রাম সেই ছাই ও গরম ধোঁয়ায় ঢেকে যায় ৷ এই ঘটনায় সেমেরুর সবচেয়ে কাছের গ্রামগুলির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পেয়েই প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ গ্রামগুলি থেকে লোকজনদের নিরাপদে সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবরে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ অসংখ্য মানুষ আহত এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত ন’শো জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক শীর্ষ আধিকারিক ৷ এর আগে জানা গিয়েছিল, আগ্নেগিরির কাছে বালি তোলার কাজ চলছিল ৷ সেখানে বহু শ্রমিক আটকে পড়েছিলেন ৷ তাঁদের মধ্যে 35 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তবে, লুমাজাংয়ের বিপর্যয় মোকাবিলা দলের আরেক আধিকারিক জানিয়েছেন 41 জন অগ্নিদ্বগ্ধ হয়েছেন ৷

Last Updated : Dec 5, 2021, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.