ঢাকা, 15 ডিসেম্বর : ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina meets Ram Nath Kovind in Dhaka) ৷ সূত্রের খবর, বুধবার তাঁদের দু’জনের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর এটাই কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর ৷ তিনদিনের সফরে এদিন সকালেই ঢাকা এসে পৌঁছন তিনি (President Ram Nath Kovind in Dhaka) ৷ উল্লেখ্য, মুক্তিযুদ্ধে জয়লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এবছর বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকার ৷ তাতে যোগ দিতেই ভারতের সাংবিধানিক প্রধানের এই সফর (Ram Nath Kovind Bangladesh Visit) ৷
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি (Ram Nath Kovind meets Bangladesh Foreign Minister Dr A.K. Abdul Momen) ৷ তাঁদের দু’জনের মধ্যেই বন্ধু দুই প্রতিবেশী রাষ্ট্রের একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় ৷
-
Prime Minister Sheikh Hasina of Bangladesh called on President Ram Nath Kovind in Dhaka. Both leaders discussed several issues of mutual interest and bilateral cooperation between India and Bangladesh. pic.twitter.com/SmT915vPFU
— President of India (@rashtrapatibhvn) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Prime Minister Sheikh Hasina of Bangladesh called on President Ram Nath Kovind in Dhaka. Both leaders discussed several issues of mutual interest and bilateral cooperation between India and Bangladesh. pic.twitter.com/SmT915vPFU
— President of India (@rashtrapatibhvn) December 15, 2021Prime Minister Sheikh Hasina of Bangladesh called on President Ram Nath Kovind in Dhaka. Both leaders discussed several issues of mutual interest and bilateral cooperation between India and Bangladesh. pic.twitter.com/SmT915vPFU
— President of India (@rashtrapatibhvn) December 15, 2021
এদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি কোবিন্দকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ (President Mohammad Abdul Hamid) ও তাঁর স্ত্রী রশিদা খানম (Rashida Khanam) ৷ এছাড়া, দেশের একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আধিকারিকরাও পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে ৷ বাংলাদেশের সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার তরফে রাষ্ট্রপতি কোবিন্দকে গার্ড অফ অনারও দেওয়া হয় ৷
-
FM Dr. Momen called on the Hon’ble President of India @rashtrapatibhvn and discussed bilateral issues. The dignitaries reiterated their wish to further consolidate the existing friendly ties between the two countries. Among others, SM @MdShahriarAlam and FS MB Momen were present. pic.twitter.com/PWl5FieMkO
— Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FM Dr. Momen called on the Hon’ble President of India @rashtrapatibhvn and discussed bilateral issues. The dignitaries reiterated their wish to further consolidate the existing friendly ties between the two countries. Among others, SM @MdShahriarAlam and FS MB Momen were present. pic.twitter.com/PWl5FieMkO
— Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 15, 2021FM Dr. Momen called on the Hon’ble President of India @rashtrapatibhvn and discussed bilateral issues. The dignitaries reiterated their wish to further consolidate the existing friendly ties between the two countries. Among others, SM @MdShahriarAlam and FS MB Momen were present. pic.twitter.com/PWl5FieMkO
— Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 15, 2021
আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির
প্রসঙ্গত, কোভিড অতিমারি শুরু হওয়ার পর এটাই রাষ্ট্রপতি কোবিন্দের প্রথম বিদেশ সফর ৷ স্বাধীনতার 50 বছর পূর্তিতে তাঁকেই সাম্মানিক অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷ অন্যদিকে, এই একই কারণে ভারতেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের প্রমাণ হিসাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাছাড়া, সম্প্রতি একসঙ্গে ‘মৈত্রী দিবস’ও পালন করেছে এই দুই দেশ ৷