সিওল, ২২ ফেব্রুয়ারি : সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর্থিক বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করল দক্ষিণ কোরিয়ার সরকার।
পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, "সিওল শান্তি পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমি মনে করি, এই সম্মান ব্যক্তিগতভাবে আমার নয়। এটা দেশের মানুষের পুরস্কার। ১২৫ কোটির মানুষের উপর ভর করে পাঁচ বছরে দেশে যে সাফল্য এসেছে, এটি সেই সাফল্যের পুরস্কার।"
১৯৯০ সাল থেকে সিওল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেলেন নরেন্দ্র মোদি। এর আগে, রাষ্ট্রসংঘের প্রাক্তন সেক্রেটারি কোফি আন্নান, জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মের্কেলের মতো ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন।