ETV Bharat / international

আফগান সেনার অভিযানে নিকেশ ৬০ তালিবান জঙ্গি - afgan force

২৪ ঘণ্টার অভিযানে ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। তালিবানদের একটি রেডিয়ো টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 10, 2019, 1:32 PM IST

ওয়ারদক (আফগানিস্তান), ১০ মার্চ : ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করে। অভিযানে ৬০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।

সূত্রের খবর, ওয়ারদকের বারাকি বারাক ও চরখ এলাকায় ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়। লোগার জেলায় একটি গাড়িতে IED বিস্ফোরণ হয়। এর জেরে একজন তালিবান কমান্ডার জখম হয়। আফগান সেনা আহমেদাবাদ জেলায় তল্লাশি চালায়। সেখান থেকে একাধিক বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।

এছাড়াও আফগান সেনা সামানগামের হাইওয়েতে অভিযান চালায়। এই অভিযানে ৪ জন জঙ্গি খতম হয়েছে ও ৩ জঙ্গি জখম হয়েছে। তালিবানদের একটি রেডিয়ো টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া দেশের আরও কয়েকটি এলাকায় সেনা অভিযানে আরও ২৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

ওয়ারদক (আফগানিস্তান), ১০ মার্চ : ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করে। অভিযানে ৬০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।

সূত্রের খবর, ওয়ারদকের বারাকি বারাক ও চরখ এলাকায় ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়। লোগার জেলায় একটি গাড়িতে IED বিস্ফোরণ হয়। এর জেরে একজন তালিবান কমান্ডার জখম হয়। আফগান সেনা আহমেদাবাদ জেলায় তল্লাশি চালায়। সেখান থেকে একাধিক বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।

এছাড়াও আফগান সেনা সামানগামের হাইওয়েতে অভিযান চালায়। এই অভিযানে ৪ জন জঙ্গি খতম হয়েছে ও ৩ জঙ্গি জখম হয়েছে। তালিবানদের একটি রেডিয়ো টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া দেশের আরও কয়েকটি এলাকায় সেনা অভিযানে আরও ২৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Geneva, Switzerland - March 5-6, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Various of vehicles on display at 89th Geneva International Motor Show
2. Xu Heyi, president of Beijing Automotive Group Co. Ltd (BAIC), speaking at exhibit stand
3. Poster
4. Xu speaking
5. SOUNDBITE (Chinese) Xu Heyi, president, Beijing Automotive Group Co. Ltd (BAIC):
"China stays in the leading position globally when talking about the development of new-energy vehicles, be it in the production or the operation within the entire industry. And I believe China is pioneering the world market with support and guidance from the government, facilitating operation of enterprises, as well as the promotion work within the market."
6. Vehicle on display
7. Various of man speaking at exhibit stand
8. Vehicle on display
9. Various of sign of "Battery Switching Station"
10. Various of vehicles on display
11. Various of engine models on display
New-energy vehicles are taking center stage at the ongoing Geneva International Motor Show in the Swiss city.
Over 900 vehicles are on show at the event with more than 150 models making their debut at the biggest auto exhibition in Europe.
Chinese auto producers are showcasing the most advanced and environmental-friendly technologies at the annual event.
"China stays in the leading position globally when talking about the development of new-energy vehicles, be it in the production or the operation within the entire industry. And I believe China is pioneering the world market with support and guidance from the government, facilitating operation of enterprises, as well as the promotion work within the market," said Xu Heyi, the president of Beijing Automotive Group Co. Ltd (BAIC), a Chinese state-owned automaker giant.
The auto show opened to press on Tuesday, and began to officially receive visitors on Thursday, and will last until March 17.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.