ETV Bharat / international

ইরান কমান্ডারের মৃত্যুর পর এশিয়ার বাজারে বাড়ল তেলের দাম - bagdad

ইরানের কমান্ডার সুলেইমানির মৃত্যুর পরই এশিয়ার বাজারে তেলের মূল্যবৃদ্ধি ৷ আগেই অ্যামেরিকাকে হুশিয়ারি দেয় ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জ়ারিফ ৷

image
তেলের দাম বৃদ্ধি
author img

By

Published : Jan 3, 2020, 12:09 PM IST

বাগদাদ, 3 জানুয়ারি : অ্যামেরিকার বায়ু সেনা অভিযানে ইরানের স্কোয়াড ফোর্স, জেনেরাল কাসিম সুলেইমানি মৃত্যুর পরই এশিয়ার বাজারে তেলের দাম বাড়ল ৷

বৃহস্পতিবার বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকা সেনা অভিযানে মৃত্যু হয় সুলেইমানি সহ আট জনের ৷ ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জ়ারিফ টুইটারে বলেন ‘‘এটা চরম ভুল অ্যাডভেঞ্চার বলা যেতে পারে ৷'' 2017 সালের সেপ্টেম্বরের পর ফের মূল্যবৃদ্ধি হল তেলের ৷ 2.88 শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি 68.16 ডলার দামে দাঁড়িয়েছে ৷

সুলেইমানিকে হত্যার জন্য বাগদাদ বিমানবন্দরের কাছে অ্যামেরিকার এই হামলাকে নির্বুদ্ধিতা ও ভয়ঙ্কর বলেও আখ্যা দেন তিনি ৷ ওয়াশিংটনের পক্ষ থেকে সুলেইমানিকে বিভিন্ন হামলার জন্য দায়ি করা হয়েছে ৷ তার মধ্যে 27 ডিসেম্বরের হামলার কথা বলা হয়েছে, যেখানে অ্যামেরিকা ও ইরাকের অনেকেই প্রাণ হারিয়েছেন ৷ 2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

বাগদাদ, 3 জানুয়ারি : অ্যামেরিকার বায়ু সেনা অভিযানে ইরানের স্কোয়াড ফোর্স, জেনেরাল কাসিম সুলেইমানি মৃত্যুর পরই এশিয়ার বাজারে তেলের দাম বাড়ল ৷

বৃহস্পতিবার বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকা সেনা অভিযানে মৃত্যু হয় সুলেইমানি সহ আট জনের ৷ ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জ়ারিফ টুইটারে বলেন ‘‘এটা চরম ভুল অ্যাডভেঞ্চার বলা যেতে পারে ৷'' 2017 সালের সেপ্টেম্বরের পর ফের মূল্যবৃদ্ধি হল তেলের ৷ 2.88 শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি 68.16 ডলার দামে দাঁড়িয়েছে ৷

সুলেইমানিকে হত্যার জন্য বাগদাদ বিমানবন্দরের কাছে অ্যামেরিকার এই হামলাকে নির্বুদ্ধিতা ও ভয়ঙ্কর বলেও আখ্যা দেন তিনি ৷ ওয়াশিংটনের পক্ষ থেকে সুলেইমানিকে বিভিন্ন হামলার জন্য দায়ি করা হয়েছে ৷ তার মধ্যে 27 ডিসেম্বরের হামলার কথা বলা হয়েছে, যেখানে অ্যামেরিকা ও ইরাকের অনেকেই প্রাণ হারিয়েছেন ৷ 2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

New Delhi, Jan 03 (ANI): The national capital of India, Delhi woke up to smoggy morning on Jan 03. A layer of smog was observed at India Gate. According to Air Quality Index (AQI) data, major pollutants PM 2.5 was at 302 in 'very poor' category and PM 10 was at 283 in 'poor' category at Lodhi Road area.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.