ETV Bharat / international

ঢাকায় মুজিব জ্যাকেট গায়ে বঙ্গবন্ধু স্মরণ মোদির

author img

By

Published : Mar 26, 2021, 5:53 PM IST

কূটনৈতিক দিক থেকে বাংলাদেশকে আরও কাছে টানার প্রয়াস আজ বারবার উঠে এসেছে মোদির কথায় ৷ এমনকি তাঁর পোষাকেও সেই বার্তা ৷ পরনে ছিল কালো রঙের মুজিব কোট ৷

Narendra Modi
ছবি

ঢাকা, 26 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করলেন মোদি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ বললেন, " আজকের দিনটি আমার কাছে গুরুত্বপূর্ণ, স্মরণীয় ৷ এই বছরেই ভারত-বাংলাদেশ মৈত্রীর 50 বছর পূর্তি হচ্ছে ৷"

মুক্তিযুদ্ধের 50 বছর পার হয়েছে ৷ মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের নিবিড়তা তৈরি হয়েছে ৷ আজ সেই প্রসঙ্গ বার বার উঠে এল নরেন্দ্র মোদির গলায় ৷ মুক্তিযুদ্ধের সময় যে ভারতীয় জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের সম্মান জানান মোদি ৷ সম্মান জানান মুক্তিযোদ্ধাদেরও ৷

আরও পড়ুন : 2021-র গ্রীষ্মের গরমে বাংলার ভোট না প্রতিবেশী দেশ—কোনটা আগে ?

বাংলাদেশের উন্নয়নে সামিল হয়ে ভাল লাগছে বলে জানান নরেন্দ্র মোদি ৷ আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী তিনি৷ বললেন, "কোনও শক্তিই বাংলাদেশকে আটকে রাখতে পারবে না ৷"

কূটনৈতিক দিক থেকে বাংলাদেশকে আরও কাছে টানার প্রয়াস আজ বারবার উঠে এসেছে মোদির কথায় ৷ এমনকি তাঁর পোষাকেও সেই বার্তা ৷ পরনে ছিলেন, কালো রঙের মুজিব কোট ৷ আর তাতেই জিতে নিলেন বাংলাদেশের মন ৷ পাশাপাশি বাংলাদেশের 50 জন শিল্পপতিকে দেশে আমন্ত্রণ জানালেন মোদি ৷

ঢাকা, 26 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করলেন মোদি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ বললেন, " আজকের দিনটি আমার কাছে গুরুত্বপূর্ণ, স্মরণীয় ৷ এই বছরেই ভারত-বাংলাদেশ মৈত্রীর 50 বছর পূর্তি হচ্ছে ৷"

মুক্তিযুদ্ধের 50 বছর পার হয়েছে ৷ মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের নিবিড়তা তৈরি হয়েছে ৷ আজ সেই প্রসঙ্গ বার বার উঠে এল নরেন্দ্র মোদির গলায় ৷ মুক্তিযুদ্ধের সময় যে ভারতীয় জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের সম্মান জানান মোদি ৷ সম্মান জানান মুক্তিযোদ্ধাদেরও ৷

আরও পড়ুন : 2021-র গ্রীষ্মের গরমে বাংলার ভোট না প্রতিবেশী দেশ—কোনটা আগে ?

বাংলাদেশের উন্নয়নে সামিল হয়ে ভাল লাগছে বলে জানান নরেন্দ্র মোদি ৷ আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী তিনি৷ বললেন, "কোনও শক্তিই বাংলাদেশকে আটকে রাখতে পারবে না ৷"

কূটনৈতিক দিক থেকে বাংলাদেশকে আরও কাছে টানার প্রয়াস আজ বারবার উঠে এসেছে মোদির কথায় ৷ এমনকি তাঁর পোষাকেও সেই বার্তা ৷ পরনে ছিলেন, কালো রঙের মুজিব কোট ৷ আর তাতেই জিতে নিলেন বাংলাদেশের মন ৷ পাশাপাশি বাংলাদেশের 50 জন শিল্পপতিকে দেশে আমন্ত্রণ জানালেন মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.