ETV Bharat / international

আজ ট্রাম্পের কাশ্মীর-প্রশ্নের "জবাব" দেবেন মোদি

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজ়ের উদ্দেশে রওনা দেন । তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ । জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন । তারপরই সাক্ষাৎ হবে মোদি-ট্রাম্পের ।

trump
author img

By

Published : Aug 26, 2019, 10:55 AM IST

প্যারিস, 26 অগাস্ট : কেটেছে 21 দিন । কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় । সরকার অবশ্য দাবি করছে, কাশ্মীর শান্ত । কিন্তু, পিছন থেকে চাপ বাড়াচ্ছে পাকিস্তান । চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিক মহলেও দরবার করছে তারা । বারবার মুখ পুড়ছে । কিন্তু, হার মানতে চাইছেন না ইমরান !

কাশ্মীর অভ্যন্তরীণ ইশু । একাধিকবার জানিয়েছে ভারত । এমন কী, দিন দশেক আগে হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককে একপ্রকার পাত্তাই দেয়নি । পরে সাংবাদিক বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের ভারতীয় প্রতিনিধি আকবরুদ্দিন বলেন, "ভারত অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেবে না ।" আর পাকিস্তানের সঙ্গে কথা ? জবাবে তিনি বলেন, "প্রথমে সন্ত্রাস থামুক, পরে কথা হবে ।"

এর মাঝেই কাশ্মীর নিয়ে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের পাশে পেয়েছেন নরেন্দ্র মোদি । কিন্তু, ট্রাম্প সেভাবে সমর্থনের কথা বলেননি । ধরি মাছ না ছুঁই পানির মতো তিনি বারবার বলেছেন, 'মধ্যস্থতায় রাজি ।' ভারত জানিয়ে দিয়েছে, 'তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় ।' এই অবস্থায় দাঁড়িয়ে আজ হতে পারে মোদি-ট্রাম্প সাক্ষাৎ ।

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজ়ের উদ্দেশে রওনা দেন । তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ । জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন ।

সম্মেলনের পর সাক্ষাৎ হতে পারে মোদি-ট্রাম্পের । সেখানে উঠে আসবে কাশ্মীর ইশু । অ্যামেরিকার এক প্রশাসনিক আধিকারিকের কথায়, "মোদির কাছ থেকে ট্রাম্প জানতে চাইবেন, বিচ্ছিন্ন অশান্তি এড়াতে ও কাশ্মীরে মানবাধিকার রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করছে ভারত ?" তিনি আরও বলেন, "আমরা চাই, ভারত-পাকিস্তান সম্পর্ক ঠিকঠাক হোক । কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় । তবে, প্রেসিডেন্ট ট্রাম্প, মোদির কাছে জানতে চাইবেন, কীভাবে প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরে অশান্তি এড়িয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন ? সেইসঙ্গে বাণিজ্যে যেভাবে প্রভাব পড়ছে তা কী করে সামাল দেবেন তাও জানতে চাইবেন ।"

বিদেশমন্ত্রক অবশ্য আশাবাদী । নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, "যতই প্রশ্নবাণ আসুক প্রধানমন্ত্রী সামলে দেবেন । বোঝাবেন কেন 370 ধারা প্রত্যাহার জরুরি ছিল । সেইসঙ্গে উল্লেখ করবেন কীভাবে পাকিস্তান পিছন থেকে হামলা চালায় । তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেবিষয়ে আগে ভাবা উচিত ।"

প্যারিস, 26 অগাস্ট : কেটেছে 21 দিন । কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় । সরকার অবশ্য দাবি করছে, কাশ্মীর শান্ত । কিন্তু, পিছন থেকে চাপ বাড়াচ্ছে পাকিস্তান । চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিক মহলেও দরবার করছে তারা । বারবার মুখ পুড়ছে । কিন্তু, হার মানতে চাইছেন না ইমরান !

কাশ্মীর অভ্যন্তরীণ ইশু । একাধিকবার জানিয়েছে ভারত । এমন কী, দিন দশেক আগে হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককে একপ্রকার পাত্তাই দেয়নি । পরে সাংবাদিক বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের ভারতীয় প্রতিনিধি আকবরুদ্দিন বলেন, "ভারত অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেবে না ।" আর পাকিস্তানের সঙ্গে কথা ? জবাবে তিনি বলেন, "প্রথমে সন্ত্রাস থামুক, পরে কথা হবে ।"

এর মাঝেই কাশ্মীর নিয়ে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের পাশে পেয়েছেন নরেন্দ্র মোদি । কিন্তু, ট্রাম্প সেভাবে সমর্থনের কথা বলেননি । ধরি মাছ না ছুঁই পানির মতো তিনি বারবার বলেছেন, 'মধ্যস্থতায় রাজি ।' ভারত জানিয়ে দিয়েছে, 'তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় ।' এই অবস্থায় দাঁড়িয়ে আজ হতে পারে মোদি-ট্রাম্প সাক্ষাৎ ।

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজ়ের উদ্দেশে রওনা দেন । তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ । জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন ।

সম্মেলনের পর সাক্ষাৎ হতে পারে মোদি-ট্রাম্পের । সেখানে উঠে আসবে কাশ্মীর ইশু । অ্যামেরিকার এক প্রশাসনিক আধিকারিকের কথায়, "মোদির কাছ থেকে ট্রাম্প জানতে চাইবেন, বিচ্ছিন্ন অশান্তি এড়াতে ও কাশ্মীরে মানবাধিকার রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করছে ভারত ?" তিনি আরও বলেন, "আমরা চাই, ভারত-পাকিস্তান সম্পর্ক ঠিকঠাক হোক । কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় । তবে, প্রেসিডেন্ট ট্রাম্প, মোদির কাছে জানতে চাইবেন, কীভাবে প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরে অশান্তি এড়িয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন ? সেইসঙ্গে বাণিজ্যে যেভাবে প্রভাব পড়ছে তা কী করে সামাল দেবেন তাও জানতে চাইবেন ।"

বিদেশমন্ত্রক অবশ্য আশাবাদী । নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, "যতই প্রশ্নবাণ আসুক প্রধানমন্ত্রী সামলে দেবেন । বোঝাবেন কেন 370 ধারা প্রত্যাহার জরুরি ছিল । সেইসঙ্গে উল্লেখ করবেন কীভাবে পাকিস্তান পিছন থেকে হামলা চালায় । তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেবিষয়ে আগে ভাবা উচিত ।"

Siliguri (WB), Aug 26 (ANI): Bollywood movie 'Batla House' featuring John Abraham was screened for officers of the Border Security Force (BSF) deployed at the India-Bangladesh border in West Bengal's Siliguri. The thriller drama is inspired by the real Batla House encounter that took place almost a decade ago on September 19, 2008, officially known as Operation Batla House. Directed by Nikkhil Advani, the film is written by Ritesh Shah who previously worked on the hit film 'Pink'.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.