ETV Bharat / international

ডমিনিকায় মেহুলের বিরুদ্ধে মামলার শুনানি 25 জুন পর্যন্ত স্থগিত - মেহুল চোক্সি

ডমিনিকায় তার প্রবেশ বেআইনি ৷ এই অভিযোগে এই ক্যারিবিয়ান দ্বীপের আদালতে মামলা চলছিল পলাতক মেহুল চোক্সির বিরুদ্ধে ৷ কিন্তু তার আইনজীবীরা আরও সময় চাওয়ায় 25 জুন পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে ৷

পলাতক মেহুল চোক্সি
পলাতক মেহুল চোক্সি
author img

By

Published : Jun 15, 2021, 8:23 AM IST

রোজো, (ডমিনিকা) 15 জুন : মেহুলের আইনজীবীরা আরও সময় চাওয়ায় ডমিনিকার রোজ়াউ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি স্থগিত রাখা হল 25 জুন পর্যন্ত ৷ ডমিনিকায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে ৷ এই মামলা চলাকালীন ভারতের সিবিআই-সহ আট সদস্যের বিশেষ দল পলাতক ব্যবসায়ীকে ভারতে ফেরাতে ডমিনিকায় এসেছিল ৷ এখানকার আদালতে তাঁরা জানান যে, মেহুল এখনও ভারতীয় ৷ 1955-র সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে তার অন্য দেশের নাগরিকত্বের দাবি অবৈধ ৷ একটি হলফনামায় উল্লেখ করা হয়েছে "মেহুল চোক্সি একজন ভারতীয় নাগরিক ৷ তার ভারতীয় নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল ৷ ভারতের আইন অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব ছাড়ার দাবি সম্পূর্ণ ভুল ৷"

আরও পড়ুন : মেহুলকে জামিন দিল না ডমিনিকার হাইকোর্ট

এই হলফনামায় আরও জানানো হয় যে, সে ও তার বেশ কিছু সহযোগী মিলে ভারতের ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার নীতি লঙ্ঘন করে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিল ৷ কিন্তু তা ফেরত দেয়নি ৷ টাকা তছরূপ করে পালিয়ে এসেছে হিরে ব্যবসায়ী ৷ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তাই দেশের বিচার সংস্থাগুলি তাকে খুঁজে চলেছে ৷

সিবিআই ডমিনিকার আদালতে জানায় যে, ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে ইন্টারপোল মেহুলের বিরুদ্ধে "রেড নোটিস" বা লাল সতর্কতা জারি করেছে ৷ এর পর ডমিনিকার হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 13 হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে 62 বছরের ব্য়বসায়ী মেহুল চোক্সি ও তার আত্মীয় নীরব মোদির বিরুদ্ধে ৷

রোজো, (ডমিনিকা) 15 জুন : মেহুলের আইনজীবীরা আরও সময় চাওয়ায় ডমিনিকার রোজ়াউ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি স্থগিত রাখা হল 25 জুন পর্যন্ত ৷ ডমিনিকায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে ৷ এই মামলা চলাকালীন ভারতের সিবিআই-সহ আট সদস্যের বিশেষ দল পলাতক ব্যবসায়ীকে ভারতে ফেরাতে ডমিনিকায় এসেছিল ৷ এখানকার আদালতে তাঁরা জানান যে, মেহুল এখনও ভারতীয় ৷ 1955-র সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে তার অন্য দেশের নাগরিকত্বের দাবি অবৈধ ৷ একটি হলফনামায় উল্লেখ করা হয়েছে "মেহুল চোক্সি একজন ভারতীয় নাগরিক ৷ তার ভারতীয় নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল ৷ ভারতের আইন অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব ছাড়ার দাবি সম্পূর্ণ ভুল ৷"

আরও পড়ুন : মেহুলকে জামিন দিল না ডমিনিকার হাইকোর্ট

এই হলফনামায় আরও জানানো হয় যে, সে ও তার বেশ কিছু সহযোগী মিলে ভারতের ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার নীতি লঙ্ঘন করে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিল ৷ কিন্তু তা ফেরত দেয়নি ৷ টাকা তছরূপ করে পালিয়ে এসেছে হিরে ব্যবসায়ী ৷ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তাই দেশের বিচার সংস্থাগুলি তাকে খুঁজে চলেছে ৷

সিবিআই ডমিনিকার আদালতে জানায় যে, ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে ইন্টারপোল মেহুলের বিরুদ্ধে "রেড নোটিস" বা লাল সতর্কতা জারি করেছে ৷ এর পর ডমিনিকার হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 13 হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে 62 বছরের ব্য়বসায়ী মেহুল চোক্সি ও তার আত্মীয় নীরব মোদির বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.