ETV Bharat / international

গোতাবায়ার প্রেসিডেন্ট পদপ্রাপ্তি থেকে মুশারফের ফাঁসি, এক নজরে দক্ষিণ এশিয়া

নেপাল ও বাংলাদেশকে বাদ রাখলে দক্ষিণ এশিয়ার অন্য দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপে অর্থনৈতিক বৃদ্ধি গড়ের চেয়েও কম, এমনই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ডাটা ৷ অর্থনৈতিক বৃদ্ধিই শুধু নয়, অর্থনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলির ক্ষেত্রেও পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান শোচনীয় ৷ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক বছরে বেশ কিছু পটবদল হয়েছে ৷

এক নজরে দক্ষিণ এশিয়া
এক নজরে দক্ষিণ এশিয়া
author img

By

Published : Dec 30, 2019, 2:17 PM IST

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক বছরে বেশ কিছু পটবদল হয়েছে ৷ নেপাল ও বাংলাদেশকে বাদ রাখলে দক্ষিণ এশিয়ার অন্য দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপে অর্থনৈতিক বৃদ্ধি গড়ের চেয়েও কম, এমনই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ডাটা ৷ অর্থনৈতিক বৃদ্ধিই শুধু নয়, অর্থনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলির ক্ষেত্রেও পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান শোচনীয় ৷ ভারতকে বাদ রাখলে হিংসা, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যকবার ইন্টারনেট ব্ল্যাক আউটের সাক্ষী ৷ এই প্রতিটি বিষয়ই কি শুধুমাত্র প্রভাব ফেলেছে গত এক বছরে মহাদেশীয় রাজনীতিতে, না অন্য কিছু ? দেখে নেওয়া যাক ৷

আফগানিস্তান

এ দেশের রাজনীতির মূল চরিত্র তালিবান ৷ 2019 সালের 28 নভেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং ভিজ়িটে এ দেশে আসেন , যে কোনও মূল্যে তালিবানরা চুক্তিতে রাজি, প্রেসিডেন্ট জানান এমনই ৷ অন্যদিকে, তালিবানদের মুখপাত্র জানান, অ্যামেরিকাই চুক্তির সময় টেবল থেকে সরে গেছে ৷ শান্তিপ্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আফগানিস্তানের সঙ্গে অ্যামেরিকা যে সংঘর্ষবিরতি চুক্তির কথা বলেছিল, তা অবশ্য হল না ৷

south asia
আফগান রাজনীতির মূল চরিত্র তালিবান

পাকিস্তান

পাকিস্তানের ক্ষেত্রে 2019 সালে সবচেযে বড় সমস্যা অর্থনৈতিক বৃদ্ধি ৷ 4.8 শতাংশ নেমেছে GDP ৷ এদিকে, FATF-এর কালো তালিকায় (আর্থিক তছরুপ ও সন্ত্রাসে আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়ে দেখভালকারী সংস্থা) পাকিস্তানের অন্তর্ভুক্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে | 22টি জবাব দিতে বাধ্য হয়েছে পাকিস্তান ৷ আন্তর্জাতিক স্তরে ফের সম্মানহানি হয়েছে সেদেশের ৷

17 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে । 2007 সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় । 2014 সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয় ।

south asia
রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় সুইজ়ারল্যান্ডের এক দূতাবাস কর্মীকে অপহরণের অভিয়োগ ওঠে এ বছরেই৷ এই অপহরণের সঙ্গে নিশান্থা ডি সিলভা নামে এক তদন্তকারীর সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়৷ নিশান্থা রাজাপক্ষ সরকারের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্তে যুক্ত ছিলেন ৷ উল্লেখযোগ্যভাবে 2019 সালের 16 নভেম্বর গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ৷

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দাদা মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করলেন গোতাবায়া রাজাপক্ষে । নির্মম প্রক্রিয়ায় তামিল টাইগারদের বিদ্রোহ দমন করার অভিজ্ঞতা এবং মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে মাহিন্দার বিরুদ্ধে ৷

south asia
ক্ষমতায় গোতাবায়া রাজাপক্ষে

যদিও প্রথম অফিসিয়াল বিদেশ সফরে ভারতে এসেছেন গোতাবায়া ৷ কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে চিনের মধ্যে সেতু হিসাবে কাজ করেছে রাজাপক্ষ পরিবার, এ কথা অস্বীকারের কোনও জায়গা নেই ৷ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ৷

মালদ্বীপ

দ্বীপরাষ্ট্রে কোস্টাল সার্ভিসেস রাডার সিস্টেম-এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| ভারত ইলেকট্রনিক্সের তৈরি এই সিস্টেম ভারতের কাছে কৌশলগত সম্পদ ৷ চিনের প্রভাব কমানোর ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে ৷

মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ বৈধ কাগজ ছাড়াই তাঁর ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় ৷ তাঁকে ফেরত পাঠায় ভারত ৷

south asia
দৃঢ় হল ভারত-মালদ্বীপ সম্পর্ক

বাংলাদেশ

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতির অন্যতম সংযোগস্থল এই দেশে একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী বেশ কয়েক জন রাজাকার শিরোমণিকে বিচার করে প্রাণদণ্ড কার্যকর করেছে শেখ হাসিনা সরকার ৷ ঢাকায় এ জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বসিয়েছে তারা ৷ বছর শেষেই 10,789 জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী, কিন্তু পরিচিত মুক্তিযোদ্ধা তো বটেই, মুক্তিযুদ্ধের সংগঠক কয়েক জনের নাম থাকায় তালিকা বাতিল করতে বাধ্য হয সরকার ৷ আন্তর্জাতিক স্তরে এই নিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে অস্বস্তিতে হাসিনা সরকার ৷

south asia
সন্ত্রাস ইশুতে জড়িয়েছে হাসিনা সরকারের নাম

নেপাল

নেপালের তরফে কাশ্মীরে 370 প্রত্যাহারের পর নয়া মানচিত্র নিয়ে আপত্তি তোলা হয়েছিল ৷ চিনের সঙ্গে নেপালের সম্পর্কের উন্নতি নিয়ে চিন্তায় ছিল ভারতও ৷ কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম পদক্ষেপও চলতি বছরে ভারত-নেপালের হাত ধরেই, মজবুত হল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ৷ দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক জ্বালানি পাইপলাইন প্রকল্পের সূচনা ৷

পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় 20 লক্ষ টন জ্বালানি নেপালে সরবরাহ করবে ভারত ৷ নতুন প্রযুক্তির ফলে নেপালের জ্বালানি পরিবহন খরচ কমবে ।

ভুটান

পর্যটন শুল্কে ভুটানের তরফে ভারত, মালদ্বীপ, বাংলাদেশের নাগরিকদের আর ছাড় মিলবে না ৷ এমনই একটি খসড়া তৈরি করে ফেলেছে ভুটান চিনের প্রভাবে এ কাজ তারা করছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক মহল ৷ স্বাস্থ্য সংক্রান্ত চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে ৷ চিকিৎসকের সংখ্যা কম এ দেশে ৷

মায়ানমার

দক্ষিণ এশিয়ার না হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মায়ানমারই গত কয়েক বছরে মহাদেশের অন্যতম আলোচ্য হয়ে উঠেছে ৷

2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী, অভিযোগ এমনই । অথচ তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে আউন সাং সু কির দল ৷ তাঁর বিরুদ্ধে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ৷

সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দী করে রাখেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নিয়েছেন নেত্রী, অভিযোগ এমনই ৷

south asia
আউন সাং সু কির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক বছরে বেশ কিছু পটবদল হয়েছে ৷ নেপাল ও বাংলাদেশকে বাদ রাখলে দক্ষিণ এশিয়ার অন্য দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপে অর্থনৈতিক বৃদ্ধি গড়ের চেয়েও কম, এমনই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ডাটা ৷ অর্থনৈতিক বৃদ্ধিই শুধু নয়, অর্থনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলির ক্ষেত্রেও পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান শোচনীয় ৷ ভারতকে বাদ রাখলে হিংসা, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যকবার ইন্টারনেট ব্ল্যাক আউটের সাক্ষী ৷ এই প্রতিটি বিষয়ই কি শুধুমাত্র প্রভাব ফেলেছে গত এক বছরে মহাদেশীয় রাজনীতিতে, না অন্য কিছু ? দেখে নেওয়া যাক ৷

আফগানিস্তান

এ দেশের রাজনীতির মূল চরিত্র তালিবান ৷ 2019 সালের 28 নভেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং ভিজ়িটে এ দেশে আসেন , যে কোনও মূল্যে তালিবানরা চুক্তিতে রাজি, প্রেসিডেন্ট জানান এমনই ৷ অন্যদিকে, তালিবানদের মুখপাত্র জানান, অ্যামেরিকাই চুক্তির সময় টেবল থেকে সরে গেছে ৷ শান্তিপ্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আফগানিস্তানের সঙ্গে অ্যামেরিকা যে সংঘর্ষবিরতি চুক্তির কথা বলেছিল, তা অবশ্য হল না ৷

south asia
আফগান রাজনীতির মূল চরিত্র তালিবান

পাকিস্তান

পাকিস্তানের ক্ষেত্রে 2019 সালে সবচেযে বড় সমস্যা অর্থনৈতিক বৃদ্ধি ৷ 4.8 শতাংশ নেমেছে GDP ৷ এদিকে, FATF-এর কালো তালিকায় (আর্থিক তছরুপ ও সন্ত্রাসে আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়ে দেখভালকারী সংস্থা) পাকিস্তানের অন্তর্ভুক্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে | 22টি জবাব দিতে বাধ্য হয়েছে পাকিস্তান ৷ আন্তর্জাতিক স্তরে ফের সম্মানহানি হয়েছে সেদেশের ৷

17 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে । 2007 সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় । 2014 সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয় ।

south asia
রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় সুইজ়ারল্যান্ডের এক দূতাবাস কর্মীকে অপহরণের অভিয়োগ ওঠে এ বছরেই৷ এই অপহরণের সঙ্গে নিশান্থা ডি সিলভা নামে এক তদন্তকারীর সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়৷ নিশান্থা রাজাপক্ষ সরকারের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্তে যুক্ত ছিলেন ৷ উল্লেখযোগ্যভাবে 2019 সালের 16 নভেম্বর গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ৷

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দাদা মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করলেন গোতাবায়া রাজাপক্ষে । নির্মম প্রক্রিয়ায় তামিল টাইগারদের বিদ্রোহ দমন করার অভিজ্ঞতা এবং মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে মাহিন্দার বিরুদ্ধে ৷

south asia
ক্ষমতায় গোতাবায়া রাজাপক্ষে

যদিও প্রথম অফিসিয়াল বিদেশ সফরে ভারতে এসেছেন গোতাবায়া ৷ কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে চিনের মধ্যে সেতু হিসাবে কাজ করেছে রাজাপক্ষ পরিবার, এ কথা অস্বীকারের কোনও জায়গা নেই ৷ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ৷

মালদ্বীপ

দ্বীপরাষ্ট্রে কোস্টাল সার্ভিসেস রাডার সিস্টেম-এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| ভারত ইলেকট্রনিক্সের তৈরি এই সিস্টেম ভারতের কাছে কৌশলগত সম্পদ ৷ চিনের প্রভাব কমানোর ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে ৷

মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ বৈধ কাগজ ছাড়াই তাঁর ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় ৷ তাঁকে ফেরত পাঠায় ভারত ৷

south asia
দৃঢ় হল ভারত-মালদ্বীপ সম্পর্ক

বাংলাদেশ

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতির অন্যতম সংযোগস্থল এই দেশে একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী বেশ কয়েক জন রাজাকার শিরোমণিকে বিচার করে প্রাণদণ্ড কার্যকর করেছে শেখ হাসিনা সরকার ৷ ঢাকায় এ জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বসিয়েছে তারা ৷ বছর শেষেই 10,789 জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী, কিন্তু পরিচিত মুক্তিযোদ্ধা তো বটেই, মুক্তিযুদ্ধের সংগঠক কয়েক জনের নাম থাকায় তালিকা বাতিল করতে বাধ্য হয সরকার ৷ আন্তর্জাতিক স্তরে এই নিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে অস্বস্তিতে হাসিনা সরকার ৷

south asia
সন্ত্রাস ইশুতে জড়িয়েছে হাসিনা সরকারের নাম

নেপাল

নেপালের তরফে কাশ্মীরে 370 প্রত্যাহারের পর নয়া মানচিত্র নিয়ে আপত্তি তোলা হয়েছিল ৷ চিনের সঙ্গে নেপালের সম্পর্কের উন্নতি নিয়ে চিন্তায় ছিল ভারতও ৷ কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম পদক্ষেপও চলতি বছরে ভারত-নেপালের হাত ধরেই, মজবুত হল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ৷ দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক জ্বালানি পাইপলাইন প্রকল্পের সূচনা ৷

পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় 20 লক্ষ টন জ্বালানি নেপালে সরবরাহ করবে ভারত ৷ নতুন প্রযুক্তির ফলে নেপালের জ্বালানি পরিবহন খরচ কমবে ।

ভুটান

পর্যটন শুল্কে ভুটানের তরফে ভারত, মালদ্বীপ, বাংলাদেশের নাগরিকদের আর ছাড় মিলবে না ৷ এমনই একটি খসড়া তৈরি করে ফেলেছে ভুটান চিনের প্রভাবে এ কাজ তারা করছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক মহল ৷ স্বাস্থ্য সংক্রান্ত চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে ৷ চিকিৎসকের সংখ্যা কম এ দেশে ৷

মায়ানমার

দক্ষিণ এশিয়ার না হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মায়ানমারই গত কয়েক বছরে মহাদেশের অন্যতম আলোচ্য হয়ে উঠেছে ৷

2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী, অভিযোগ এমনই । অথচ তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে আউন সাং সু কির দল ৷ তাঁর বিরুদ্ধে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ৷

সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দী করে রাখেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নিয়েছেন নেত্রী, অভিযোগ এমনই ৷

south asia
আউন সাং সু কির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ
New Delhi, Dec 29 (ANI): Congress' national spokesperson, Jaiveer Shergill took jibe at Prime Minister's 'instability, anarchy and nepotism' remark in his last 'Mann Ki Baat' of the year. Prime Minister said that youth don't like anarchy, instability and nepotism. Reverting on the statement, Shergill said, "He will do himself great service, if he repeats and listens to his own 'Mann Ki Baat' for next four and a half years and ensures that NRC and CAA, the anarchy and instability caused by these two laws, is completely withdrawn, and India returns to normal situation. Anarchy, instability and nepotism are the three unwanted gifts which the Bharatiya Janata Party (BJP) has given in this country, being completely intoxicated in arrogance of power. Speaking on the viral video of Meerut SP, asking anti-CAA protesters to 'go to Pakistan', Shergill said that even Pakistan tourism board doesn't promote themselves as much UP Police and BJP is promoting them.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.