ETV Bharat / international

ভারতের ভয়ে সুরক্ষিত স্থানে সরানো হল মাসুদ আজ়হারকে - pakistan

নিরাপদ আস্জতানায় সরানো হল জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারকে। বিশেষ সূত্রে এই খবর পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতাল থেকে মাসুদকে বাহাওয়ালপুরের কোটঘানি এলাকায় একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে আজ়হারকে।

মাসুদ আজ়হার
author img

By

Published : Feb 26, 2019, 7:00 AM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : সরিয়ে নিয়ে যাওয়া হল জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারকে। সীমান্তের ওপার থেকে বিশেষ সূত্রে এই খবর পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। জানা গেছে, রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতাল থেকে মাসুদকে বাহাওয়ালপুরের কোটঘানি এলাকায় একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলির দাবি, "পুলওয়ামায় CRPF কনভয়ে জইশ জঙ্গির আত্মঘাতী হামলার ৩ দিন পর মাসুদ আজ়হারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।" গোয়েন্দাদের দাবি ভারতের তরফে মাসুদের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় তাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দাদের কাছে সূত্র মারফৎ আরও খবর এসেছে যে, পুলওয়ামায় হামলার পরই মাসুদ ও হিজ়বুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের মধ্যে বৈঠক হয়। যদিও এবিষয়ে বিস্তারিত জানা যায়নি।

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় CRPF-র কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। যে সময় হামলা হয় সে সময় মাসুদ রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতালে ছিল। পুলওয়ামায় হামলার পরই পাকিস্তানকে বিশ্বে একঘরে করার চেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশনের তকমা প্রত্যাহার করেছে। যদিও পুলওয়ামায় হামলার সঙ্গে তাদের বা মাসুদের কোনও যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান।

undefined

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : সরিয়ে নিয়ে যাওয়া হল জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারকে। সীমান্তের ওপার থেকে বিশেষ সূত্রে এই খবর পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। জানা গেছে, রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতাল থেকে মাসুদকে বাহাওয়ালপুরের কোটঘানি এলাকায় একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলির দাবি, "পুলওয়ামায় CRPF কনভয়ে জইশ জঙ্গির আত্মঘাতী হামলার ৩ দিন পর মাসুদ আজ়হারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।" গোয়েন্দাদের দাবি ভারতের তরফে মাসুদের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় তাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দাদের কাছে সূত্র মারফৎ আরও খবর এসেছে যে, পুলওয়ামায় হামলার পরই মাসুদ ও হিজ়বুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের মধ্যে বৈঠক হয়। যদিও এবিষয়ে বিস্তারিত জানা যায়নি।

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় CRPF-র কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। যে সময় হামলা হয় সে সময় মাসুদ রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতালে ছিল। পুলওয়ামায় হামলার পরই পাকিস্তানকে বিশ্বে একঘরে করার চেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশনের তকমা প্রত্যাহার করেছে। যদিও পুলওয়ামায় হামলার সঙ্গে তাদের বা মাসুদের কোনও যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Buenos Aires - 25 February 2019
1. Tracking shot of convoy of vehicles carrying former Argentine President Cristina Fernandez arriving at entrance of federal courthouse
2. Policemen
3. Tracking of Fernandez walking into courthouse
4. Policemen at courthouse building
5. Tracking shot of Fernandez leaving courthouse
6. Media interviewing Eduardo Valdes, friend of Fernandez and former Argentine ambassador to the Vatican
7. SOUNDBITE: (Spanish) Eduardo Valdes, friend of Cristina Fernandez:
"How do you want me to define it? It's hatred and persecution. It's not normal, eight enquiries (in a row) in one day. It's not natural, not only in Argentine's justice history but the world's."
8. Wide of media surrounding Valdes
9. SOUNDBITE: (Spanish) Eduardo Valdes, friend of Cristina Fernandez:
"Every time they do these shows, Cristina is even more loved by the people."
10. Pan of federal courthouse
11. Various of policemen on guard
STORYLINE:
Former Argentine president Cristina Fernandez appeared before a federal judge in Buenos Aires on Monday.
Fernandez declined to speak with judge Claudio Bonadio but presented a written statement to answer eight different enquiries.
The former South American president (2007-2015) described the allegations against her as a movie deserving of an Oscar for originality.
Fernandez, 66, is currently a senator, a post that grants her immunity from prosecution.
Eduardo Valdes, a friend of Fernandez and a former Argentine ambassador to the Vatican, told reporters outside the court: "Every time they do these shows, Cristina is even more loved by the people."
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.