লওজ়ানে, 25 জুন : রাষ্ট্রসংঘ (UN) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে গাঁটছড়া বাঁধল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( IOC ) ৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রচারের জন্যই সংস্থাগুলির যৌথ উদ্যোগ বলে জানা গেছে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( IOC ) একটি বিবৃতিতে জানায় , আগামী সপ্তাহে অলিম্পিক ক্রীড়াবিদরা জনসাধারণের উদ্দেশ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কিছু তথ্য দেবেন ৷ যা কোরোনা মোকাবিলায় জনসাধারণকে উদ্বুদ্ধ করবে ৷ এই থিমের নাম দেওয়া হয়েছে, ' হ্যাশট্যাগ হেলদি টুগেদার। ' থিমের অন্তর্গত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পার্টনার ও ক্রীড়াবিদরা COVID-19 এর বিস্তার ও প্রভাব কমানোর ব্যাপারে আলোচনা করবেন ৷ IOC প্রেসিডেন্ট থমাস বাচ জানিয়েছেন, অলিম্পিক ক্রীড়াবিদরা বর্তমান পরিস্থিতিতে কোরোনা ভাইরাস মোকাবিলায় সব রকমের তথ্য শেয়ার করবেন ৷
বাচ আরও বলেন, " খেলাধুলো জীবন বাঁচাতে পারে ৷ আমরা গত কয়েকমাসে দেখেছি, খেলাধুলো সুস্বাস্থ্যের জন্য কতটা জরুরি ৷ আর WHO ও UN এর সঙ্গে কাজ করতে পারলে আমরা একসাথে আরও ভালো কিছুর উদ্দেশ্যে পদক্ষেপ করতে পারব ৷ গোটা বিশ্ব এখন তাকিয়ে নির্ভরযোগ্য তথ্যের উপর ৷ বিশ্বের মানুষ চাইছে এই সময়ে ভরসাযোগ্য নেতৃত্বের ৷ একারণেই এই যৌথ উদ্যোগ ৷ জনসাধারণের প্রয়োজনীয় কোরোনা সংক্রান্ত তথ্যও শেয়ার করবে অলিম্পিক ক্রীড়াবিদরা ৷ " এবিষয়ে WHO- এর ডিরেক্টর জেনেরাল বলেন, "আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে যুক্ত হতে পেরে খুশি ৷ তাদের সঙ্গে যৌথভাবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শেয়ার করতে পেরে খুশি । অলিম্পিয়ানরা জনগণের উদ্দেশ্যে স্বাস্থ্যকর পরামর্শ দিতে সাহায্য করবেন ৷"
এবিষয়ে UN - এর সেক্রেটারি জেনেরাল বলেন, "COVID-19 প্যানডেমিক মোকাবিলা যথেষ্ট চ্যালেঞ্জের ৷ বর্তমান সময়ে বিশ্বব্যাপী সংহতির প্রয়োজন ৷ ক্রীড়াবিদরা সবসময়ই মানবতার সেরাটা বের করে এনেছেন ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির #HEALTHYTogether থিমের সঙ্গে যুক্ত হতে পেরে রাষ্ট্রসংঘ খুশি ৷ " IOC জানিয়েছে, তিনটি সংস্থা স্থানীয়দের স্বাস্থ্য নিয়ে কাজ করবে ৷ কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও সতর্কতা গ্রহণ করবে ৷ অন্যদিকে, ডিজ়িটাল প্ল্য়াটফর্মের মাধ্যমে WHO অলিম্পিক ক্রীড়াবিদদের সঙ্গে কাজ করে কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে ৷