বেজিং, 16 ফেব্রুয়ারি : চিনে কোরোনার প্রভাব অব্যাহত ৷ এই ভাইরাসের প্রভাবে চিনে মোট মৃতের সংখ্যা 1600 ছাপিয়ে গিয়েছে ৷ চিনজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 67,535 ৷
এদিকে, চিনে কর্মরত নেপালের 175 জন নাগরিককে আকাশপথে ফিরিয়ে আনা হয়েছে আজ ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, নেপালের চার জন নাগরিক চিনে থাকতে চেয়েছেন ৷ শারীরিক কারণে উড়ানে আসতে পারেননি নেপালের আরও ছয় নাগরিক ৷
অন্যান্য দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ মৃতদের মধ্যে 139 জনই হুবেইয়ের বাসিন্দা ৷ 2420 জন বাসিন্দা আক্রান্ত হয়েছে মারণ ভাইরাসে ৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে 1716 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে, তাদের মধ্যে 6জন মৃত্যু পথযাত্রী ৷ অনেকে হুবেই প্রদেশে আক্রান্তদের চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ পর্যাপ্ত মাস্ক ও পোশাক না থাকাতেই তাঁরা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷
অন্যদিকে চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং ডিজিটাল প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটার ইত্যাদি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যা মহামারী পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা করতে সাহায্য করবে ৷ ইতিমধ্যেই ইউহানের হাসপাতালগুলিতে রোবট পাঠানো হয়েছে, যা রোগীদের চিকিৎসায় সাহায্য করবে ৷