ETV Bharat / international

সপ্তাহান্তে হিংসা শেষে আজ স্বাভাবিকের পথে হংকং

গতকাল পুলিশের অনুমতি ছাড়াই হংকংয়ের গণতন্ত্রপন্থী কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল বের করে । পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় । বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 89 জনকে ।

পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট
author img

By

Published : Sep 16, 2019, 6:12 PM IST

হংকং, 16 সেপ্টেম্বর : সপ্তাহান্তে হিংসার পর আজ আবার স্বাভাবিক হওয়ার পথে হংকং । শনি-রবিবার হংকংয়ের মানুষ ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত স্তব্ধ ছিল গোটা শহর । তবে আজ সকাল থেকে সরকারবিরোধী বিক্ষোভ নজরে পড়েনি । খুলেছে মেট্রো রেল ও কয়েকটি দোকানপাট ।

গতকাল পুলিশের অনুমতি ছাড়াই হংকংয়ের গণতন্ত্রপন্থী কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল বের করে । পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় । পুলিশ মিছিল করার অনুমতি না দিলেও কয়েক হাজার লোক জড়ো হয় ব্যবসায়িক কেন্দ্র কসওয়ে বে-তে । সেখান থেকে মিছিল নিয়ে ব্যাণিজ্যিক এলাকা সেন্ট্রালের দিকে এগিয়ে যায় । সেই সময় সংঘর্ষ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের । বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 89 জনকে ।

বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ
বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ

রাতে শহরের কোথাও কোথাও ছোটোখাটো কিছু হিংসার ঘটনা ঘটে । কালো পোশাক পরে সরকারবিরোধীরা সাদা পোশাক পরিহিত বেজিংপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । পরে সেই সংঘর্ষ ছড়ায় সরকারি দপ্তর ও পার্লামেন্টের আশপাশে । পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট ।

পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট
পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট

উল্লেখ্য চলতি বছরের জুনে হংকংয়ে বন্দীপ্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ হংকংবাসীদের আশঙ্কা ছিল, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ ৷ প্রতিবাদের মুখে বিলটি স্থগিত করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে । পরে চলতি মাসের প্রথমদিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয় । কিন্তু এতেও প্রতিবাদীদের ক্ষোভ কমেনি । পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা । পাশাপাশি পুলিশের নিষ্ঠুরতা ও অন্যান্য অভিযোগেরও তদন্ত দাবি করছে ।

হংকং, 16 সেপ্টেম্বর : সপ্তাহান্তে হিংসার পর আজ আবার স্বাভাবিক হওয়ার পথে হংকং । শনি-রবিবার হংকংয়ের মানুষ ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত স্তব্ধ ছিল গোটা শহর । তবে আজ সকাল থেকে সরকারবিরোধী বিক্ষোভ নজরে পড়েনি । খুলেছে মেট্রো রেল ও কয়েকটি দোকানপাট ।

গতকাল পুলিশের অনুমতি ছাড়াই হংকংয়ের গণতন্ত্রপন্থী কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল বের করে । পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় । পুলিশ মিছিল করার অনুমতি না দিলেও কয়েক হাজার লোক জড়ো হয় ব্যবসায়িক কেন্দ্র কসওয়ে বে-তে । সেখান থেকে মিছিল নিয়ে ব্যাণিজ্যিক এলাকা সেন্ট্রালের দিকে এগিয়ে যায় । সেই সময় সংঘর্ষ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের । বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 89 জনকে ।

বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ
বিক্ষেভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ

রাতে শহরের কোথাও কোথাও ছোটোখাটো কিছু হিংসার ঘটনা ঘটে । কালো পোশাক পরে সরকারবিরোধীরা সাদা পোশাক পরিহিত বেজিংপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । পরে সেই সংঘর্ষ ছড়ায় সরকারি দপ্তর ও পার্লামেন্টের আশপাশে । পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট ।

পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট
পুলিশ হিংসা থামাতে এলে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা ও ইট

উল্লেখ্য চলতি বছরের জুনে হংকংয়ে বন্দীপ্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ হংকংবাসীদের আশঙ্কা ছিল, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ ৷ প্রতিবাদের মুখে বিলটি স্থগিত করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে । পরে চলতি মাসের প্রথমদিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয় । কিন্তু এতেও প্রতিবাদীদের ক্ষোভ কমেনি । পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা । পাশাপাশি পুলিশের নিষ্ঠুরতা ও অন্যান্য অভিযোগেরও তদন্ত দাবি করছে ।

Mumbai, Sep 16 (ANI): While interacting with the media in Mumbai on September 15, Bollywood actress Sara Ali Khan spoke on 'Swachh Bharat Mission' and campaign on plastic ban. She said, "I think we all should try to keep our nation and entire universe a clean and hygienic place. The team of 'Coolie No 1' is trying its best to keep the environment safe and clean." "It is a very small initiative but as we know that little drops make the mighty ocean. I am very proud of David Dhawan and the entire team that we took such great initiative," Sara added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.