হংকং, 26 অগাস্ট : হংকংয়ে অশান্তি অব্যাহত । গতকাল হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও তীব্র হয় । জুন মাস থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রথমবারের মতো গুলি চালিয়েছে পুলিশ । তবে গুলিতে কেউ জখম হওয়ার খবর পাওয়া যায়নি । এছাড়া গতকালের বিক্ষোভে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করেছে পুলিশ । হংকংয়ের সুয়েন ওয়ান এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ সিম শা সুই এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে । গতাকল 36 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ । এর মধ্যে একজন ধৃতের বয়স 12 ।
পুলিশের জলকামানের পালটা পাথর ছোড়ে বিক্ষোভকারীরাও । গ্যাসবোমা ছোড়ার খবরও পাওয়া যায় । অভিযোগ ওঠে, পুলিশকে লাঠি হাতে ধাওয়াও করে কিছু আন্দোলনকারী । তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সমর্থ হয় পুলিশ । পুলিশের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতেই শূন্যে এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় কর্তব্যরত পুলিশকর্মীরা ।
উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দী প্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এর জেরে হংকংবাসীদের আশঙ্কা, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয় বিক্ষোভ ৷