ETV Bharat / international

অশান্ত হংকংয়ে চলল গুলি ও জলকামান, গ্রেপ্তার 36 - draw guns

গতাকল 36 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে হংকংয়ের পুলিশ । এর মধ্যে একজন ধৃতের বয়স 12 ।

অশান্ত হংকংয়ে চলল গুলি ও জলকামান, গ্রেপ্তার 36
author img

By

Published : Aug 26, 2019, 3:02 PM IST

হংকং, 26 অগাস্ট : হংকংয়ে অশান্তি অব্যাহত । গতকাল হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও তীব্র হয় । জুন মাস থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রথমবারের মতো গুলি চালিয়েছে পুলিশ । তবে গুলিতে কেউ জখম হওয়ার খবর পাওয়া যায়নি । এছাড়া গতকালের বিক্ষোভে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করেছে পুলিশ । হংকংয়ের সুয়েন ওয়ান এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ সিম শা সুই এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে । গতাকল 36 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ । এর মধ্যে একজন ধৃতের বয়স 12 ।

পুলিশের জলকামানের পালটা পাথর ছোড়ে বিক্ষোভকারীরাও । গ্যাসবোমা ছোড়ার খবরও পাওয়া যায় । অভিযোগ ওঠে, পুলিশকে লাঠি হাতে ধাওয়াও করে কিছু আন্দোলনকারী । তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সমর্থ হয় পুলিশ । পুলিশের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতেই শূন্যে এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় কর্তব্যরত পুলিশকর্মীরা ।

উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দী প্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এর জেরে হংকংবাসীদের আশঙ্কা, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয় বিক্ষোভ ৷

হংকং, 26 অগাস্ট : হংকংয়ে অশান্তি অব্যাহত । গতকাল হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও তীব্র হয় । জুন মাস থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রথমবারের মতো গুলি চালিয়েছে পুলিশ । তবে গুলিতে কেউ জখম হওয়ার খবর পাওয়া যায়নি । এছাড়া গতকালের বিক্ষোভে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করেছে পুলিশ । হংকংয়ের সুয়েন ওয়ান এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ সিম শা সুই এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে । গতাকল 36 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ । এর মধ্যে একজন ধৃতের বয়স 12 ।

পুলিশের জলকামানের পালটা পাথর ছোড়ে বিক্ষোভকারীরাও । গ্যাসবোমা ছোড়ার খবরও পাওয়া যায় । অভিযোগ ওঠে, পুলিশকে লাঠি হাতে ধাওয়াও করে কিছু আন্দোলনকারী । তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সমর্থ হয় পুলিশ । পুলিশের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতেই শূন্যে এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় কর্তব্যরত পুলিশকর্মীরা ।

উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দী প্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এর জেরে হংকংবাসীদের আশঙ্কা, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয় বিক্ষোভ ৷

Kalaburagi (Karnataka), Aug 25 (ANI): Bharatiya Janata Party (BJP) workers paid tribute to former finance minister Arun Jaitley in Karnataka's Kalaburagi. Arun Jaitley passed away on August 24 following health issues. BJP stalwart was cremated with full state honours.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.