ওয়াশিংটন, 14 মে : ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া আর দু’টো ডোজের মাঝে সময়ের ব্যবধান বাড়ানোর পদক্ষেপের প্রশংসা করলেন স্বয়ং হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্থনি ফসি ৷ বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি একে যুক্তিযুক্ত পদক্ষেপ বলে আখ্যা দেন ৷
তিনি বলেন, "ভারতের মতো দেশে খুবই সমস্যাপূর্ণ অবস্থায় প্রচুর সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে ৷ সেটা যত দ্রুত করা যায়, ততই ভালো ৷ এটা খুবই যুক্তিপূর্ণ পদক্ষেপ করা হয়েছে৷ "
বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে, কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করা হল ৷
এই সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই জানিয়েছেন, ভ্যাকসিনের ঘাটতি পূরণ করতে এই ব্যবস্থা ৷
তবে ফসির মতে ভ্যাকসিনের প্রভাবের দিক থেকেও এই বর্ধিত ব্যবধান উপকারী ৷
এদিন থেকেই স্পুটনিক-ভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেল ৷ এর ফলে 18 বছর ও তার ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার প্রকল্পে তিনটি ভ্যাকসিন হাতে রইল ভারতের ৷
আরো পড়ুন: অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায়
স্পুটনিক-ভি-র প্রশংসা করে ফসি জানিয়েছেন, কোভিড-19-এর বিরুদ্ধে এর লড়াইয়ের ক্ষমতা 90 শতাংশ ৷
গত বছর আমেরিকা কোভিড-19 লড়াইয়ে দু’টি যুদ্ধজাহাজ ইউএসএনএস মার্সি আর ইউএসএনএস কমফর্টকে স্থায়ী ভাবে নোঙর করেছিল নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলেসে ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি ভারতে কোভিড রোগীরা হাসপাতালে বেড ভর্তি হতে পারছেন না, কারণ সেখানে বেড খালি নেই ৷ এই অবস্থায় সামরিক সাহায্য নিলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে ৷"
তবে এই মুহূর্তে ভারতে সংক্রমণের যে হার, তাতে ভারতে যাতায়াত বন্ধ রাখাকেই সমর্থন করছেন ফসি ৷
একদিকে বিশ্বে বহু মানুষ ভ্যাকসিন পাচ্ছেন, আর গরমের ছুটিও চলে এসেছে ৷ তাই সব দেশই জোর চেষ্টা চালাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট বা ডিজিটাল হেলথ সার্টিফিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে ৷ তবে "অনেক দেশই ভ্যাকসিন পাসপোর্ট না থাকলে বিমানে যাতায়াত করতে দিচ্ছে না, কিন্তু আমেরিকায় ভ্যাকসিন পাসপোর্ট এখনও আবশ্যিক হয়নি", বললেন হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা ৷