ETV Bharat / international

চিনে মৃত 1483,কোরোনা রুখতে উত্তর কোরিয়াকে সাহায্যের প্রস্তাব অ্যামেরিকার - japan

কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1483-তে ৷ গোটা দেশে 64,627 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

corona update
কোরোনা রুখতে উত্তর কোরিয়াকে সাহায্য করবে অ্যামেরিকা
author img

By

Published : Feb 14, 2020, 11:30 AM IST

Updated : Feb 14, 2020, 3:20 PM IST

বেজিং, 14 ফেব্রুয়ারি: হুবেই প্রদেশে ফের 116জন মানুষ কোরোনার শিকার হলেন ৷ এই নিয়ে চিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1483-তে ৷ বিশ্ব সংকটের মুখে দাঁড়িয়ে প্রতিপক্ষ উত্তর কোরিয়াকে সাহায্য করবে বলে ঘোষণা করল অ্যামেরিকা ৷

নতুনভাবে 4823জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 3095জনকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে কোরোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷

সরকারের শেষ রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে 64,627 জন কোরোনায় আক্রান্ত, যার মধ্যে 51,986 জনই হুবেইয়ের বাসিন্দা ৷

WHO-এর জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রধান মাইকেল রায়ান বলেন, ‘‘ গত 24 ঘণ্টায় ‘COVId-19’-এ আক্রান্তের সংখ্যা একলাফে 14 হাজার বেড়েছে, তবে এর কারণ হল কোরোনা আক্রান্ত নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন ৷ ইতিমধ্যে 15 জনের একটি বিশেষ দল চিনে পৌছে গিয়েছে ৷ এই সপ্তাহের শেষভাগের মধ্যে WHO-এর নেতৃত্বে আরেকটি আন্তর্জাতিক দল কোরোনা ভাইরাসের গবেষণা ও সংক্রমণ রোধে সাহায্য করার জন্য চিনে পৌঁছবে ৷

অন্যদিকে উত্তর কোরিয়া কোরোনা প্রতিরোধে প্রস্তুত নয়, তাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসার যন্ত্রপাতি নেই, এই কথা জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের 'চিরশত্রু' অ্যামেরিকা ৷ উত্তর কোরিয়ার স্টেট ডিপারমেন্টের মুখপাত্র মর্গান অর্টাগাস বলেন, ‘‘আমরা গভীরভাবে চিন্তিত উত্তর কোরিয়ার বাসিন্দাদের নিয়ে, কোরোনা ভাইরাস প্রতিরোধে আমরা উত্তর কোরিয়াকে সাহায্য করতে রাজি ৷’’

কোরোনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে , সেই বিষয়ে সরকারের তরফ থেকে কিছু না জানানো হলেও তাদের সরকারী গণমাধ্যম জানায়, বিদেশীদের 30 দিনের জন্য আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ আপাতত দেশে বিদেশী পর্যটকদের প্রবেশের নিষেধাঞ্জা জারি করা হয়েছে, কারণ পর্যটকদের অধিকাংশই চিনের বাসিন্দা হয় ৷

জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজে একের পর এক যাত্রী কোরোনায় আক্রান্ত হওয়ার পর কোনও দেশই বাকি কোনও জাহাজকেও তীরে নোঙর করার অনুমতি দিচ্ছিল না ৷ ওয়েস্টারডাম ক্রুজটি বিভিন্ন দেশের থেকে প্রত্যাখ্য়াত হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভিয়েতনাম ৷ আজ সকালে 500জন যাত্রী অবশেষে মাটিতে পা রাখতে পারলো, তাদের স্বাগত করার জন্য হাতে ফুল নিয়ে সিয়ানৌকভিলের বন্দরে উপস্থিত ছিল ভিয়েতনাম কর্তৃপক্ষের কিছু সদস্য ৷

তারা জাহাজ থেকে নেমে বাসে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়, বাকি যাত্রীরা তাদের হাত নাড়িয়ে বিদায়ও জানায় ৷ এই জাহাজের অপারেটর ‘হল্যান্ড অ্যামেরিকা লাইন’-এর তরফ থেকে জানানো হয়েছে জাহাজের 1455 জন যাত্রী ও 802জন ক্রু সদস্যদের মধ্যে কেউই কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় ৷

বেজিং, 14 ফেব্রুয়ারি: হুবেই প্রদেশে ফের 116জন মানুষ কোরোনার শিকার হলেন ৷ এই নিয়ে চিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1483-তে ৷ বিশ্ব সংকটের মুখে দাঁড়িয়ে প্রতিপক্ষ উত্তর কোরিয়াকে সাহায্য করবে বলে ঘোষণা করল অ্যামেরিকা ৷

নতুনভাবে 4823জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 3095জনকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে কোরোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷

সরকারের শেষ রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে 64,627 জন কোরোনায় আক্রান্ত, যার মধ্যে 51,986 জনই হুবেইয়ের বাসিন্দা ৷

WHO-এর জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রধান মাইকেল রায়ান বলেন, ‘‘ গত 24 ঘণ্টায় ‘COVId-19’-এ আক্রান্তের সংখ্যা একলাফে 14 হাজার বেড়েছে, তবে এর কারণ হল কোরোনা আক্রান্ত নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন ৷ ইতিমধ্যে 15 জনের একটি বিশেষ দল চিনে পৌছে গিয়েছে ৷ এই সপ্তাহের শেষভাগের মধ্যে WHO-এর নেতৃত্বে আরেকটি আন্তর্জাতিক দল কোরোনা ভাইরাসের গবেষণা ও সংক্রমণ রোধে সাহায্য করার জন্য চিনে পৌঁছবে ৷

অন্যদিকে উত্তর কোরিয়া কোরোনা প্রতিরোধে প্রস্তুত নয়, তাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসার যন্ত্রপাতি নেই, এই কথা জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের 'চিরশত্রু' অ্যামেরিকা ৷ উত্তর কোরিয়ার স্টেট ডিপারমেন্টের মুখপাত্র মর্গান অর্টাগাস বলেন, ‘‘আমরা গভীরভাবে চিন্তিত উত্তর কোরিয়ার বাসিন্দাদের নিয়ে, কোরোনা ভাইরাস প্রতিরোধে আমরা উত্তর কোরিয়াকে সাহায্য করতে রাজি ৷’’

কোরোনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে , সেই বিষয়ে সরকারের তরফ থেকে কিছু না জানানো হলেও তাদের সরকারী গণমাধ্যম জানায়, বিদেশীদের 30 দিনের জন্য আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ আপাতত দেশে বিদেশী পর্যটকদের প্রবেশের নিষেধাঞ্জা জারি করা হয়েছে, কারণ পর্যটকদের অধিকাংশই চিনের বাসিন্দা হয় ৷

জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজে একের পর এক যাত্রী কোরোনায় আক্রান্ত হওয়ার পর কোনও দেশই বাকি কোনও জাহাজকেও তীরে নোঙর করার অনুমতি দিচ্ছিল না ৷ ওয়েস্টারডাম ক্রুজটি বিভিন্ন দেশের থেকে প্রত্যাখ্য়াত হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভিয়েতনাম ৷ আজ সকালে 500জন যাত্রী অবশেষে মাটিতে পা রাখতে পারলো, তাদের স্বাগত করার জন্য হাতে ফুল নিয়ে সিয়ানৌকভিলের বন্দরে উপস্থিত ছিল ভিয়েতনাম কর্তৃপক্ষের কিছু সদস্য ৷

তারা জাহাজ থেকে নেমে বাসে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়, বাকি যাত্রীরা তাদের হাত নাড়িয়ে বিদায়ও জানায় ৷ এই জাহাজের অপারেটর ‘হল্যান্ড অ্যামেরিকা লাইন’-এর তরফ থেকে জানানো হয়েছে জাহাজের 1455 জন যাত্রী ও 802জন ক্রু সদস্যদের মধ্যে কেউই কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় ৷

Last Updated : Feb 14, 2020, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.