ETV Bharat / international

চিনে মৃতের সংখ্যা পৌঁছাল 722-এ, কেরালায় আক্রান্ত আরও তিন

একদিনে 86 জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ ৷

Corona update
চিনে মৃতের সংখ্যা পৌছাল 722
author img

By

Published : Feb 8, 2020, 12:45 PM IST

Updated : Feb 8, 2020, 3:26 PM IST

বেজিং, 8 ফেব্রুয়ারি: চিনে মৃত্যুমিছিল থামার কোনও চিহ্ন নেই ৷ একদিনে 86জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ মৃত 86 জনের মধ্যে 81জনই হুবেই প্রদেশের ইউহানের বাসিন্দা ৷ বাকি 5জনের মধ্যে 2 জন হেলংজিয়াংয়ের বাসিন্দা এবং 3 জন যথাক্রমে বেজিং, হেনান ও গানসুর বাসিন্দা ছিলেন ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে বলা হয়, 3399টি নিশ্চিত কোরোনা আক্রান্তের কেস মিলিয়ে চিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ৷ শুক্রবার দিনের শেষে হংকংয়ে 26টি নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে, যার মধ্যে একজন মারাও গেছেন ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 16টি কোরোনা আক্রন্তের খোঁজ পাওয়া গেছে ৷ ভারতের কেরালায় খোঁজ মিলেছে কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷

4214জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে কাল ভরতি থাকা রোগীদের মধ্যে 1280 জন গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং 510জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি হসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৷ বর্তমানে মোট 6101 জন কোরোনা আক্রান্ত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ৷ কমিশনের তরফ থেকে জানানো হয়, 3.45 লাখ মানুষকে কোরোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন বলে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 26,702 জনকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 1.89 লাখের বেশি মানুষ এখনও চিকিৎসকের নজরাধীন৷

বৃহস্পতিবার একটি কনফারেন্সে বলা হয়, কোরোনার মূলকেন্দ্র ইউহানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিরুনি তল্লাশি চালানো হবে যাতে কোরোনায় আক্রান্ত বা যারা আক্রান্তের সংস্পর্শে ছিল,তাদের খুঁজে পাওয়া যায় ৷ সন্দেহজনক ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে ৷ কেউ জ্বরে আক্রান্ত হলে তাকেও মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ৷ আক্রান্ত ও সাধারণ মানুষদের আলাদা করার কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাও নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা গুয়ো ইয়ানহং জানান, ‘‘ইউহানে আক্রান্তদের চিকিৎসার জন্য 11 হাজার স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে ৷ এদের মধ্যে 3000 জন চিকিৎসক ও নার্স ICU- অভিজ্ঞ ৷’’ তিনি আরও বলেন, ICU-তে কাজ করার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন ৷ এই মুহুর্তে যারা ইউহানে কোরোনা রোগীদের চিকিৎসা ও সেবায় নিযুক্ত, তারা একটানা কাজ করায় মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত ৷ তাই আরও চিকিৎসক পাঠানো হয়েছে,যাতে বাকিরা কিছুক্ষণ অবসর নেওয়ার সুযোগ পান ৷ ’৷

WHO প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবায়সিস শুক্রবার বলেন, ‘‘কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ ও মাস্কের সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যে গবেষকরা জানিয়েছেন, ‘‘কোরোনা ভাইরাসটি সম্ভবত প্যাঙ্গোলিনের মাধ্যমে ছড়িয়েছে ৷ রোগীর দেহে পাওয়া ভাইরাসের সঙ্গে প্যাঙ্গোলিনের জিনোমের একটি অংশের 99 শতাংশ মিল পাওয়া গেছে ৷

এদিকে, ইউহান থেকে ভারতে ফিরিয়ে আনা 647জনকে মানেসরের একটি বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে ৷ তাদের প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে ৷ কেরলে খোঁজ মিলেছে আরও কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷ তাদের আপাতত চিকিৎসকের কড়া নজরদারীতে রাখা হয়েছে ৷

কোচির বাসিন্দা 15জন ছাত্র যারা হুবেইতে পড়াশোনা করতে গিয়েছিল, তারা শুক্রবার সকাল 11টায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ৷ বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর পাঁচটি বিশেষ অ্যাম্বুলেন্সে সরাসরি কালামাসেরি মেডিক্যাল কলেজে ICU-তে ভর্তি করা হয় ৷ তাদের পরিবারের লোকজন বিমানবন্দরে দেখা করতে পৌছালেও, সংক্রমণের ভয়ে চিন থেকে আগত ছাত্রদের সঙ্গে তাদের পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷

বেজিং, 8 ফেব্রুয়ারি: চিনে মৃত্যুমিছিল থামার কোনও চিহ্ন নেই ৷ একদিনে 86জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ মৃত 86 জনের মধ্যে 81জনই হুবেই প্রদেশের ইউহানের বাসিন্দা ৷ বাকি 5জনের মধ্যে 2 জন হেলংজিয়াংয়ের বাসিন্দা এবং 3 জন যথাক্রমে বেজিং, হেনান ও গানসুর বাসিন্দা ছিলেন ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে বলা হয়, 3399টি নিশ্চিত কোরোনা আক্রান্তের কেস মিলিয়ে চিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ৷ শুক্রবার দিনের শেষে হংকংয়ে 26টি নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে, যার মধ্যে একজন মারাও গেছেন ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 16টি কোরোনা আক্রন্তের খোঁজ পাওয়া গেছে ৷ ভারতের কেরালায় খোঁজ মিলেছে কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷

4214জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে কাল ভরতি থাকা রোগীদের মধ্যে 1280 জন গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং 510জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি হসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৷ বর্তমানে মোট 6101 জন কোরোনা আক্রান্ত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ৷ কমিশনের তরফ থেকে জানানো হয়, 3.45 লাখ মানুষকে কোরোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন বলে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 26,702 জনকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 1.89 লাখের বেশি মানুষ এখনও চিকিৎসকের নজরাধীন৷

বৃহস্পতিবার একটি কনফারেন্সে বলা হয়, কোরোনার মূলকেন্দ্র ইউহানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিরুনি তল্লাশি চালানো হবে যাতে কোরোনায় আক্রান্ত বা যারা আক্রান্তের সংস্পর্শে ছিল,তাদের খুঁজে পাওয়া যায় ৷ সন্দেহজনক ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে ৷ কেউ জ্বরে আক্রান্ত হলে তাকেও মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ৷ আক্রান্ত ও সাধারণ মানুষদের আলাদা করার কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাও নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা গুয়ো ইয়ানহং জানান, ‘‘ইউহানে আক্রান্তদের চিকিৎসার জন্য 11 হাজার স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে ৷ এদের মধ্যে 3000 জন চিকিৎসক ও নার্স ICU- অভিজ্ঞ ৷’’ তিনি আরও বলেন, ICU-তে কাজ করার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন ৷ এই মুহুর্তে যারা ইউহানে কোরোনা রোগীদের চিকিৎসা ও সেবায় নিযুক্ত, তারা একটানা কাজ করায় মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত ৷ তাই আরও চিকিৎসক পাঠানো হয়েছে,যাতে বাকিরা কিছুক্ষণ অবসর নেওয়ার সুযোগ পান ৷ ’৷

WHO প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবায়সিস শুক্রবার বলেন, ‘‘কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ ও মাস্কের সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যে গবেষকরা জানিয়েছেন, ‘‘কোরোনা ভাইরাসটি সম্ভবত প্যাঙ্গোলিনের মাধ্যমে ছড়িয়েছে ৷ রোগীর দেহে পাওয়া ভাইরাসের সঙ্গে প্যাঙ্গোলিনের জিনোমের একটি অংশের 99 শতাংশ মিল পাওয়া গেছে ৷

এদিকে, ইউহান থেকে ভারতে ফিরিয়ে আনা 647জনকে মানেসরের একটি বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে ৷ তাদের প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে ৷ কেরলে খোঁজ মিলেছে আরও কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷ তাদের আপাতত চিকিৎসকের কড়া নজরদারীতে রাখা হয়েছে ৷

কোচির বাসিন্দা 15জন ছাত্র যারা হুবেইতে পড়াশোনা করতে গিয়েছিল, তারা শুক্রবার সকাল 11টায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ৷ বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর পাঁচটি বিশেষ অ্যাম্বুলেন্সে সরাসরি কালামাসেরি মেডিক্যাল কলেজে ICU-তে ভর্তি করা হয় ৷ তাদের পরিবারের লোকজন বিমানবন্দরে দেখা করতে পৌছালেও, সংক্রমণের ভয়ে চিন থেকে আগত ছাত্রদের সঙ্গে তাদের পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷


New Delhi, Feb 08 (ANI): President Ram Nath Kovind cast his vote at Dr Rajendra Prasad Kendriya Vidyalaya, President's estate. First lady Savita Kovind also accompanied him and cast her vote. Voting for 70 Assembly constituencies is underway in the national capital on February 08. The counting of votes will take place on February 11.



Last Updated : Feb 8, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.