ETV Bharat / international

কোরোনা : ইউহানে নতুন করে কারও শরীরে সংক্রমণ নেই - coronavirus condition overview

কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব ৷ চিনে এখনও পর্যন্ত আশি হাজারেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ শেষ পর্যন্ত পাওয়া রিপোর্টে নতুন করে সংক্রমণের কোনও খবর নেই ইউহানে ৷

COVID 19
ছবি
author img

By

Published : Mar 19, 2020, 9:00 AM IST

বেজিং, 19 মার্চ : ইউহানকে কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল বা আঁতুরঘর বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷ সেই ইউহান শহরে নতুন করে কারও শরীরে সংক্রমণের হদিস পাওয়া যায়নি ৷ যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চিন প্রশাসনকে ৷ কোরোনার সংক্রমণ শুরু হয় চিনের ইউহান শহর থেকে ৷ এখনও পর্যন্ত চিনে মোট 80 হাজার 928 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ শুধুমাত্র চিনেই মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ ৷ তবে বেজিংয়ে নতুন করে কয়েকজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷

চিনের মূল ভূখণ্ডে গতকাল পর্যন্ত নতুন করে 34 জনের শরীরে COVID 19 -এর সংক্রমণ পাওয়া গেছে ৷ চিনের স্বাস্থ্য কমিশনের হিসেব বলছে, 17 মার্চ পর্যন্ত 13 জন নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৷ সেখান থেকে প্রায় দ্বিগুনেরও বেশি বেড়েছে নতুন করে সংক্রমণের সংখ্যা ৷ শেষ পর্যন্ত পাওয়া রিপোর্টে নতুন করে যে 34 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে তাদের মধ্যে 21 জন বেজিংয়ের ৷

ইউহান শহরে নতুন করে কারও শরীরে এই ভাইরাসের সংক্রমিত হওয়ার খবর পাওয়া না গেলেও হুবেই প্রদেশে নতুন করে আটজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ এদের মধ্যে ইউহানেই মৃত্যু হয়েছে 6 জনের ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, চিনের বদলে এখন কোরোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইট্যালি ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইট্যালিতে সাড়ে 35 হাজারেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে এখনও পর্যন্ত 2,978 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কবলে ৷

বেজিং, 19 মার্চ : ইউহানকে কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল বা আঁতুরঘর বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷ সেই ইউহান শহরে নতুন করে কারও শরীরে সংক্রমণের হদিস পাওয়া যায়নি ৷ যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চিন প্রশাসনকে ৷ কোরোনার সংক্রমণ শুরু হয় চিনের ইউহান শহর থেকে ৷ এখনও পর্যন্ত চিনে মোট 80 হাজার 928 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ শুধুমাত্র চিনেই মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ ৷ তবে বেজিংয়ে নতুন করে কয়েকজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷

চিনের মূল ভূখণ্ডে গতকাল পর্যন্ত নতুন করে 34 জনের শরীরে COVID 19 -এর সংক্রমণ পাওয়া গেছে ৷ চিনের স্বাস্থ্য কমিশনের হিসেব বলছে, 17 মার্চ পর্যন্ত 13 জন নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৷ সেখান থেকে প্রায় দ্বিগুনেরও বেশি বেড়েছে নতুন করে সংক্রমণের সংখ্যা ৷ শেষ পর্যন্ত পাওয়া রিপোর্টে নতুন করে যে 34 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে তাদের মধ্যে 21 জন বেজিংয়ের ৷

ইউহান শহরে নতুন করে কারও শরীরে এই ভাইরাসের সংক্রমিত হওয়ার খবর পাওয়া না গেলেও হুবেই প্রদেশে নতুন করে আটজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ এদের মধ্যে ইউহানেই মৃত্যু হয়েছে 6 জনের ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, চিনের বদলে এখন কোরোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইট্যালি ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইট্যালিতে সাড়ে 35 হাজারেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে এখনও পর্যন্ত 2,978 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কবলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.