ETV Bharat / international

Chinese Intrusion: এবার ডোকলামের গা ঘেঁষে 4 গ্রাম চিনের, কংগ্রেসের খোঁচাতেও চুপ দিল্লি

author img

By

Published : Nov 18, 2021, 5:11 PM IST

গত কয়েক বছরে একাধিক বার চিনা আগ্রাসনের সামনে ভারতের মুঠো আলগা হওয়ার অভিযোগ সামনে এসেছে । লাদাখে ফিঙ্গার 8 থেকে ক্রমশ ভিতরে ঢুকে এসেছে চিন । দেপসাং, উষ্ণপ্রবণ এলাকায় এখনও তাদের সেনা মোতায়েন রয়েছে বলে অভিযোগ । তারপর চিনের সম্প্রসারণবাদের থাবা বসেছে অরুণাচলেও । এখন ডোকলামও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

China builds 4 villages in Bhutan near disputed Doklam in just a year
শিলিগুড়ি করিডরের অনতিদূরেই চিনের গ্রাম ।

নয়াদিল্লি, 18 নভেম্বর: অরুণাচলে চিনের গড়ে তোলা গ্রামের হদিশ মিলেছে আগেই । এবার গায়ের জোরে ভারতের মিত্র দেশ ভুটানের জমিও দখলের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে । সেখানে 100 স্কোয়্যার কিলোমিটার অর্থাৎ প্রায় 24 হাজার 710 একরের বেশি জমি ড্রাগনবাহিনীর হাতে উঠেছে । সেখানে চিনা নাগরিকদের সরিয়ে এনে চারটি গ্রাম গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টেল ল্যাব কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ওই ছবি সামনে এসেছে । তাতে দেখা গিয়েছে, 2017 সালে যে ডোকলামে ভারতীয় এবং চিনা সেনা সরাসরি সংঘর্ষে জড়িয়েছিল এবং তারপর দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করছিল, সেই ডোকলামের গা ঘেঁষেই নয়া গ্রামগুলি গড়ে তোলা হয়েছে ৷ বাংলার শিলিগুড়ি করিডর থেকে যার দূরত্ব মাত্র 80 কিলোমিটার । 2021-এর মে থেকে নভেম্বরের মধ্যে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে ৷ এই ডোকলাম ঘিরে চিন এবং ভুটানের মধ্যে টানাপড়েন দীর্ঘদিনের ।

তাতেই ভারতের জন্য নতুন করে দুশ্চিন্তা বাড়ল । কারণ দীর্ঘদিন ভুটানকে বিদেশনীতি নিয়ে উপদেশ দিয়ে আসছে দিল্লি । ভুটান সেনাকে আজও প্রশিক্ষণ দিয়ে চলেছে ভারত । যদিও সীমান্তের বিস্তীর্ণ এলাকা সমর্পণ নিয়ে বরাবর ভুটানকে চাপ দিয়ে আসছে চিন, ভারত শুরু থেকেই তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল । ডোকলামে দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করে চিনা আগ্রাসন আটকে দিয়েছিল ভারত ৷

আরও পড়ুন: Kartarpur Corridor: খুলে গেল কর্তারপুর করিডর, পাকিস্তানে রওনা বিজেপির 21 সদস্যের প্রতিনিধিদলের

কিন্তু গত কয়েক বছরে একাধিক বার চিনা আগ্রাসনের সামনে ভারতের মুঠো আলগা হওয়ার অভিযোগ সামনে এসেছে । লাদাখে ফিঙ্গার 8 থেকে ক্রমশ ভিতরে ঢুকে এসেছে চিন । দেপসাং, উষ্ণপ্রবণ এলাকায় এখনও তাদের সেনা মোতায়েন রয়েছে বলে অভিযোগ । তারপর চিনের সম্প্রসারণবাদের থাবা বসেছে অরুণাচলেও ।

এখন ডোকলামও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । কারণ লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত সীমান্ত বরাবর গত কয়েক বছরে চিন যে ভাবে এগিয়েছে, তাতে ভারতকে ঘিরে ধরার প্রবণতাই টের পাচ্ছেন কূটনীতিকরা । ভারত মহাসাগরেও চিনের গতিবিধি ঠেকাতে হচ্ছে ভারতকে ।

  • 100 Square KMs of “land grab” & illegal incursion and setting 4 new villages by #China in #Bhutan, next to Doklam is a blow to India’s “National Security”.

    This happened between May-Nov 2021.

    • Why is PM ‘mum’?
    • Who will defend National Security?https://t.co/Ez1029RVHO

    — Randeep Singh Surjewala (@rssurjewala) November 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু চিনা আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেও, লাদাখ, অরুণাচল নিয়ে তো নয়ই, ডোকলাম নিয়েও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মুখ খোলেনি কেন্দ্রীয় সরকার । সরকারের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা । টুইটারে তিনি লেখেন, ‘ডোকলামে ঢুকে চিন ভুটানের 100 স্কোয়্যার মিটার জমি বেআইনি ভাবে দখল করে নিয়েছে ৷ এটা ভারতের জাতীয় নিরাপত্তা সত্যিই ধাক্কা খেল ৷ 2021 সালের মে থেকে নভেম্বরের মধ্যে এই নির্মাণকার্য ঘটেছে ৷ প্রধানমন্ত্রী এখনও চুপ কেন ? দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার ?’’

আরও পড়ুন: Delhi-NCR Air Pollution: দিল্লি ও এনসিআরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের একটি রিপোর্টে দেখা যায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অরুণাচলের সাড়ে চার কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে চিন । 100টির বেশি বাড়ি তৈরি করে সেখানে আস্ত গ্রামই বানিয়ে ফেলেছে তারা । কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও অরুণাচলে চিনা গ্রামের ছবি ধরা পড়ে । এবার ভুটানেও তার পুনরাবৃত্তি হল ।

তবে ডোকলামে মালভূমি এলাকায় চিন যে নতুন করে সক্রিয় হয়েছে, গত বছরই তার ইঙ্গিত মেলে । কিন্তু সেই সময় বিষয়টি নিয়ে তেমন গরজ দেখায়নি দিল্লি । তাই ডোকলামে চিন গ্রাম তৈরি করে ফেলার বিষয়টি সামনে আসার পর নতুন করে প্রশ্নের মুখে দিল্লির বিদেশ নীতি এবং সীমান্তরক্ষার কৌশল ।

নয়াদিল্লি, 18 নভেম্বর: অরুণাচলে চিনের গড়ে তোলা গ্রামের হদিশ মিলেছে আগেই । এবার গায়ের জোরে ভারতের মিত্র দেশ ভুটানের জমিও দখলের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে । সেখানে 100 স্কোয়্যার কিলোমিটার অর্থাৎ প্রায় 24 হাজার 710 একরের বেশি জমি ড্রাগনবাহিনীর হাতে উঠেছে । সেখানে চিনা নাগরিকদের সরিয়ে এনে চারটি গ্রাম গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টেল ল্যাব কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ওই ছবি সামনে এসেছে । তাতে দেখা গিয়েছে, 2017 সালে যে ডোকলামে ভারতীয় এবং চিনা সেনা সরাসরি সংঘর্ষে জড়িয়েছিল এবং তারপর দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করছিল, সেই ডোকলামের গা ঘেঁষেই নয়া গ্রামগুলি গড়ে তোলা হয়েছে ৷ বাংলার শিলিগুড়ি করিডর থেকে যার দূরত্ব মাত্র 80 কিলোমিটার । 2021-এর মে থেকে নভেম্বরের মধ্যে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে ৷ এই ডোকলাম ঘিরে চিন এবং ভুটানের মধ্যে টানাপড়েন দীর্ঘদিনের ।

তাতেই ভারতের জন্য নতুন করে দুশ্চিন্তা বাড়ল । কারণ দীর্ঘদিন ভুটানকে বিদেশনীতি নিয়ে উপদেশ দিয়ে আসছে দিল্লি । ভুটান সেনাকে আজও প্রশিক্ষণ দিয়ে চলেছে ভারত । যদিও সীমান্তের বিস্তীর্ণ এলাকা সমর্পণ নিয়ে বরাবর ভুটানকে চাপ দিয়ে আসছে চিন, ভারত শুরু থেকেই তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল । ডোকলামে দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করে চিনা আগ্রাসন আটকে দিয়েছিল ভারত ৷

আরও পড়ুন: Kartarpur Corridor: খুলে গেল কর্তারপুর করিডর, পাকিস্তানে রওনা বিজেপির 21 সদস্যের প্রতিনিধিদলের

কিন্তু গত কয়েক বছরে একাধিক বার চিনা আগ্রাসনের সামনে ভারতের মুঠো আলগা হওয়ার অভিযোগ সামনে এসেছে । লাদাখে ফিঙ্গার 8 থেকে ক্রমশ ভিতরে ঢুকে এসেছে চিন । দেপসাং, উষ্ণপ্রবণ এলাকায় এখনও তাদের সেনা মোতায়েন রয়েছে বলে অভিযোগ । তারপর চিনের সম্প্রসারণবাদের থাবা বসেছে অরুণাচলেও ।

এখন ডোকলামও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । কারণ লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত সীমান্ত বরাবর গত কয়েক বছরে চিন যে ভাবে এগিয়েছে, তাতে ভারতকে ঘিরে ধরার প্রবণতাই টের পাচ্ছেন কূটনীতিকরা । ভারত মহাসাগরেও চিনের গতিবিধি ঠেকাতে হচ্ছে ভারতকে ।

  • 100 Square KMs of “land grab” & illegal incursion and setting 4 new villages by #China in #Bhutan, next to Doklam is a blow to India’s “National Security”.

    This happened between May-Nov 2021.

    • Why is PM ‘mum’?
    • Who will defend National Security?https://t.co/Ez1029RVHO

    — Randeep Singh Surjewala (@rssurjewala) November 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু চিনা আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেও, লাদাখ, অরুণাচল নিয়ে তো নয়ই, ডোকলাম নিয়েও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মুখ খোলেনি কেন্দ্রীয় সরকার । সরকারের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা । টুইটারে তিনি লেখেন, ‘ডোকলামে ঢুকে চিন ভুটানের 100 স্কোয়্যার মিটার জমি বেআইনি ভাবে দখল করে নিয়েছে ৷ এটা ভারতের জাতীয় নিরাপত্তা সত্যিই ধাক্কা খেল ৷ 2021 সালের মে থেকে নভেম্বরের মধ্যে এই নির্মাণকার্য ঘটেছে ৷ প্রধানমন্ত্রী এখনও চুপ কেন ? দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার ?’’

আরও পড়ুন: Delhi-NCR Air Pollution: দিল্লি ও এনসিআরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের একটি রিপোর্টে দেখা যায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অরুণাচলের সাড়ে চার কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে চিন । 100টির বেশি বাড়ি তৈরি করে সেখানে আস্ত গ্রামই বানিয়ে ফেলেছে তারা । কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও অরুণাচলে চিনা গ্রামের ছবি ধরা পড়ে । এবার ভুটানেও তার পুনরাবৃত্তি হল ।

তবে ডোকলামে মালভূমি এলাকায় চিন যে নতুন করে সক্রিয় হয়েছে, গত বছরই তার ইঙ্গিত মেলে । কিন্তু সেই সময় বিষয়টি নিয়ে তেমন গরজ দেখায়নি দিল্লি । তাই ডোকলামে চিন গ্রাম তৈরি করে ফেলার বিষয়টি সামনে আসার পর নতুন করে প্রশ্নের মুখে দিল্লির বিদেশ নীতি এবং সীমান্তরক্ষার কৌশল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.