ক্যানবেরা, 16 ফেব্রুয়ারি : সংসদের মধ্যেই ধর্ষণ ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন এক মহিলা ৷ সেই ঘটনায় ওই মহিলার কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী ৷ আর সরকারি কাজের জায়গায় কীভাবে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটল, তারও তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন ৷
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সংসদে ৷ ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের অফিসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই নিয়ে মঙ্গলবার ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা উচিত নয় ৷ কিন্তু আমি ক্ষমা চাইছি ৷ যে মহিলারা এখানে কাজ করে তাঁদের যতটা সম্ভব সুরক্ষা দেওয়ার বিষয়ে আমি নিশ্চিয়তা দিতে চাই ৷’’
জানা গিয়েছে যে এই ঘটনাটি ঘটে 2019 সালের মার্চ মাসে ৷ একটা বৈঠকের নাম করে ডেকে তাঁর ওপর অত্যাচার চালানো হয় বলে ওই মহিলার দাবি ৷ অভিযুক্তের নাম অবশ্য নির্যাতিতা জানাতে পারেননি ৷ তবে তিনি মরিসেনর শাসক দল লিবারেল পার্টির নেতা বলে জানা গিয়েছে ৷ গত বছরের এপ্রিলেই বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন ওই মহিলা ৷ তবে তিনি নিজের কেরিয়ারের কথা ভেবে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি ৷ রাজধানীর পুলিশ এই বিষয়টি স্বাকীরও করে নিয়েছে ৷ বিষয়টি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের কানেও গিয়েছিল ৷ তিনি সোমবার সেই কথা স্বীকারও করে নেন ৷
আরও পড়ুন : জি7-র ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করবেন বরিস জনসন
এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দু’টি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ একটি তদন্ত হবে কাজের জায়গায় অভিযোগগুলি নিয়ে ৷ আর অন্য তদন্তটি হবে কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে ৷