ওয়াশিংটন, 7 ফেব্রুয়ারি: অ্যামেরিকার হাতে খতম হল আরব উপদ্বীপের আল-কায়দার প্রতিষ্ঠাতা ও প্রধান কাশিম আল-রিমি ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন ৷
গত রবিবারই আরব উপদ্বীপের আল কায়দা যা AQAP নামে পরিচিত, তারা গত বছরের 6 ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলায় অবস্থিত একটি নৌ-বায়ু সেনা ঘাটিতে হামলা চালানোর দায় স্বীকার করে নেয় ৷ এরপরই ইয়েমেনে মার্কিন সেনা সন্ত্রাস দমন অভিযান চালায় এবং সেই অভিযানেই AQAP প্রধান কাশিম আল-রিমি মারা যায় ৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘কাশিম আল-রিমির নেতৃত্বে ইয়েমেনে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল AQAP এবং অ্যামেরিকা ও তার বিভিন্ন সেনা ঘাটিতে হামলা চালানোর পরিকল্পনাও ছিল এই জঙ্গি গোষ্ঠির ৷ আল কায়দা প্রধানের মৃত্যু তাদের শক্তি খর্ব করবে ৷ কাশিম আল-রিমির মৃত্যু জঙ্গি দমনে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল ’’৷ তবে এই অভিযানের কোনও তথ্য দেওয়া হয়নি হোয়াইট হাউসের তরফ থেকে ৷
গত বছর পেনসাকোলায় নৌ-বায়ু সেনাঘাটিতে হামলায় অ্যামেরিকার 3 জন নাবিক মারা যান এবং 8 জন আহত হন, হামলাকারীকে ঘটনাস্থানেই পুলিশ গুলি করে৷ FBI-এর তরফ থেকে হামলাকারীর পরিচয় জানানো হয়, তার নাম মহম্মদ আলসামরানি (21) ৷ তিনি রয়্যাল সৌদি বিমানবাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন , ঘটনার সময় তিনি অ্যামেরিকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷
হামলা চালানোর আগে তিনি টুইটারে একটি পোষ্ট করে লেখেন, ‘‘আমি তেমাদের ঘৃণা করি কারণ প্রতিদিন তোমরা (অ্যামেরিকা) কেবল মুসলিমদের বিরুদ্ধে নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে হওয়া অপরাধকে সমর্থন, সাহায্য করছো’’৷
সৌদি আরবের রাজা সালমান এই ঘটনা সম্পর্কে বলেন, এটি হামলাকারীর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এরসঙ্গে দেশের কোনও যোগ নেই ৷