ETV Bharat / international

অ্যামেরিকার সেনা অভিযানে নিহত আরব উপদ্বীপের আল-কায়দা প্রধান কাশিম - Al-Qaeda's Yemen Chief Qassim al-Rimi

গত রবিবারই আরব উপদ্বীপের আল কায়দা যা AQAP নামে পরিচিত, তারা গত বছরের 6 ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলারের একটি নৌ-বায়ু সেনা ঘাটিতে হামলা চালানোর দায় স্বীকার করে নেয় ৷ এরপরই ইয়েমেনে মার্কিন সেনা সন্ত্রাস দমন অভিযান চালায় এবং সেই অভিযানেই AQAP প্রধান কাশিম আল-রিমি মারা যায় ৷

Al-Qaeda's Yemen Chief Qassim al-Rimi
আল-কায়দা প্রধান কাশিম আল-রিমি
author img

By

Published : Feb 7, 2020, 10:59 AM IST

ওয়াশিংটন, 7 ফেব্রুয়ারি: অ্যামেরিকার হাতে খতম হল আরব উপদ্বীপের আল-কায়দার প্রতিষ্ঠাতা ও প্রধান কাশিম আল-রিমি ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন ৷

গত রবিবারই আরব উপদ্বীপের আল কায়দা যা AQAP নামে পরিচিত, তারা গত বছরের 6 ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলায় অবস্থিত একটি নৌ-বায়ু সেনা ঘাটিতে হামলা চালানোর দায় স্বীকার করে নেয় ৷ এরপরই ইয়েমেনে মার্কিন সেনা সন্ত্রাস দমন অভিযান চালায় এবং সেই অভিযানেই AQAP প্রধান কাশিম আল-রিমি মারা যায় ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘কাশিম আল-রিমির নেতৃত্বে ইয়েমেনে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল AQAP এবং অ্যামেরিকা ও তার বিভিন্ন সেনা ঘাটিতে হামলা চালানোর পরিকল্পনাও ছিল এই জঙ্গি গোষ্ঠির ৷ আল কায়দা প্রধানের মৃত্যু তাদের শক্তি খর্ব করবে ৷ কাশিম আল-রিমির মৃত্যু জঙ্গি দমনে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল ’’৷ তবে এই অভিযানের কোনও তথ্য দেওয়া হয়নি হোয়াইট হাউসের তরফ থেকে ৷

গত বছর পেনসাকোলায় নৌ-বায়ু সেনাঘাটিতে হামলায় অ্যামেরিকার 3 জন নাবিক মারা যান এবং 8 জন আহত হন, হামলাকারীকে ঘটনাস্থানেই পুলিশ গুলি করে৷ FBI-এর তরফ থেকে হামলাকারীর পরিচয় জানানো হয়, তার নাম মহম্মদ আলসামরানি (21) ৷ তিনি রয়্যাল সৌদি বিমানবাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন , ঘটনার সময় তিনি অ্যামেরিকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷

হামলা চালানোর আগে তিনি টুইটারে একটি পোষ্ট করে লেখেন, ‘‘আমি তেমাদের ঘৃণা করি কারণ প্রতিদিন তোমরা (অ্যামেরিকা) কেবল মুসলিমদের বিরুদ্ধে নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে হওয়া অপরাধকে সমর্থন, সাহায্য করছো’’৷

সৌদি আরবের রাজা সালমান এই ঘটনা সম্পর্কে বলেন, এটি হামলাকারীর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এরসঙ্গে দেশের কোনও যোগ নেই ৷

ওয়াশিংটন, 7 ফেব্রুয়ারি: অ্যামেরিকার হাতে খতম হল আরব উপদ্বীপের আল-কায়দার প্রতিষ্ঠাতা ও প্রধান কাশিম আল-রিমি ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন ৷

গত রবিবারই আরব উপদ্বীপের আল কায়দা যা AQAP নামে পরিচিত, তারা গত বছরের 6 ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলায় অবস্থিত একটি নৌ-বায়ু সেনা ঘাটিতে হামলা চালানোর দায় স্বীকার করে নেয় ৷ এরপরই ইয়েমেনে মার্কিন সেনা সন্ত্রাস দমন অভিযান চালায় এবং সেই অভিযানেই AQAP প্রধান কাশিম আল-রিমি মারা যায় ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘কাশিম আল-রিমির নেতৃত্বে ইয়েমেনে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল AQAP এবং অ্যামেরিকা ও তার বিভিন্ন সেনা ঘাটিতে হামলা চালানোর পরিকল্পনাও ছিল এই জঙ্গি গোষ্ঠির ৷ আল কায়দা প্রধানের মৃত্যু তাদের শক্তি খর্ব করবে ৷ কাশিম আল-রিমির মৃত্যু জঙ্গি দমনে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল ’’৷ তবে এই অভিযানের কোনও তথ্য দেওয়া হয়নি হোয়াইট হাউসের তরফ থেকে ৷

গত বছর পেনসাকোলায় নৌ-বায়ু সেনাঘাটিতে হামলায় অ্যামেরিকার 3 জন নাবিক মারা যান এবং 8 জন আহত হন, হামলাকারীকে ঘটনাস্থানেই পুলিশ গুলি করে৷ FBI-এর তরফ থেকে হামলাকারীর পরিচয় জানানো হয়, তার নাম মহম্মদ আলসামরানি (21) ৷ তিনি রয়্যাল সৌদি বিমানবাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন , ঘটনার সময় তিনি অ্যামেরিকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷

হামলা চালানোর আগে তিনি টুইটারে একটি পোষ্ট করে লেখেন, ‘‘আমি তেমাদের ঘৃণা করি কারণ প্রতিদিন তোমরা (অ্যামেরিকা) কেবল মুসলিমদের বিরুদ্ধে নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে হওয়া অপরাধকে সমর্থন, সাহায্য করছো’’৷

সৌদি আরবের রাজা সালমান এই ঘটনা সম্পর্কে বলেন, এটি হামলাকারীর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এরসঙ্গে দেশের কোনও যোগ নেই ৷

New Delhi, Feb 07 (ANI): Twitter doesn't want to call you a 'user'. In its public documents, the company announced that it will no longer call the people who use its platform as 'users'. As Engadget notes, in its public documents, the company made the change in an effort to 'demonstrate more empathy for the people who use Twitter'. In the financial results covering Q4, 2019, Twitter mentions its figures around Monetizable Daily Active Usage and not 'Users' - has risen to 152 million, from 145 million in the last quarter, and 126 million from last year. The new move is part of Twitter's initiative at making it a safer, happier place.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.