ETV Bharat / international

টুলসায় ট্রাম্পের প্রচার সভায় উধাও ভিড়

author img

By

Published : Jun 22, 2020, 5:43 AM IST

টুলসায় প্রচারসভা করেন ট্রাম্প । কিন্তু সেখানে ছিল না কোনও জন সমাগম । একটি আউটডোর ভেনুতে বাতিল হয় ট্রাম্পের ভাষণ ।

trump
trump

টুলসা, 22 জুন : লাল, সাদা এবং নীল কাউবয় হ্যাট পরা অনেক মহিলাকে দেখা গেল । ছিলেন ‘বিল্ড দ্য ওয়াল’ পোশাক পরা এক ব্যক্তিও । ‘মেক দ্য অ্যামেরিকা গ্রেট এগেইন’ টুপি নজরে এল । শোনা গেল হিলারি ক্লিনটনের ‘লক হার আপ’ ধ্বনিও । 2016 সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর উদযাপনের কথা মনে করাচ্ছিল । কিন্তু টুলসার সভায় ছিল না সেই জন সমাগম ।

আসলে একটি বিষয়ই মিসিং ছিল ব়্যালিতে । সেই বিপুল জন সমাগম । ট্রাম্প মঞ্চে উঠলেন, বক্তৃতা দেওয়ার সময় হল । কিন্তু তখনও খালি অনেক সিট । কিন্তু ট্রাম্পের সভায় এত কম মানুষ কেন ? তার উত্তর দিলেন প্রেসিডেন্ট । টুলসায় বাড়ছে কোরোনা সংক্রমণ, একপ্রকার সংক্রমণ এড়াতেই মানুষ সভায় আসেননি বলে মনে করেন তিনি । আবার দোষ দিলেন প্রতিবাদকারীদেরও । কিন্তু যে কারণেই হোক, সভায় বহু সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন না । বরং ফাঁকা পড়ে রইল অনেক বসার জায়গা ।

একটি আউটডোর ভেনুতে মাইক পেনস এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ের বক্তৃতাই বাতিল হয় । কারণ বেশিরভাগ বসার জায়গাই পূর্ণ হয়নি । এই পরিস্থিতিতে হয়ত জন সমাগম কমই হতে পারে । অন্য একটি ভেনুতে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প । সেই বক্তৃতায় শোনা গেল তাঁর 2016 সালের প্রচার অভিযানের কথা । তাঁর নতুন রাজনৈতিক ভাবনার কথা ফিরে এল তাঁর বক্তৃতায় । আবার তাঁর বিরোধী পক্ষকে আক্রমণ করেন ট্রাম্প । ডেমোক্রেটিকের প্রার্থী জো বিডেনকে আক্রমণ করে বলেন, “চরম বামপন্থীদের হাতের পুতুল ।” পাশাপাশি জার্মানির সুপ্রিম কোর্টের সমালোচনা করেন তিনি ।

ভাষণে ডেমোক্রেটিকের কংগ্রেস সদস্য ইলহান ওমারের প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প । বলেন, “তিনি আমাদের শেখাচ্ছিলেন কীভাবে দেশ চালাতে হয় ।” “কুং ফ্লু” ভাইরাস পাঠানোর জন্য চিনকে দায়ি করেন প্রেসিডেন্ট ট্রাম্প । সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ উগরে দেন । প্রায় 10মিনিট ধরে তাদের সমালোচনা করেন । সব ক্ষেত্রেই প্রেসিডেন্টকে দোষ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ।

কিন্তু ট্রাম্পের ভাষণে আসেনি প্রতিবাদের কথা, প্রায় একমাস ধরে অ্যামেরিকার বিভিন্ন শহরে জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন চলছে, সেই বিষয়ে কোনও কথাই বলেননি প্রেসিডেন্ট । এমনকী 1921-র ‘টুলসা ম্যাসাকার’ নিয়েও নীরব থাকেন ট্রাম্প । সেইবার একজন শ্বেতাঙ্গ হত্যাকারী সেই শহরের প্রায় 300 জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিল ।

টুলসা, 22 জুন : লাল, সাদা এবং নীল কাউবয় হ্যাট পরা অনেক মহিলাকে দেখা গেল । ছিলেন ‘বিল্ড দ্য ওয়াল’ পোশাক পরা এক ব্যক্তিও । ‘মেক দ্য অ্যামেরিকা গ্রেট এগেইন’ টুপি নজরে এল । শোনা গেল হিলারি ক্লিনটনের ‘লক হার আপ’ ধ্বনিও । 2016 সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর উদযাপনের কথা মনে করাচ্ছিল । কিন্তু টুলসার সভায় ছিল না সেই জন সমাগম ।

আসলে একটি বিষয়ই মিসিং ছিল ব়্যালিতে । সেই বিপুল জন সমাগম । ট্রাম্প মঞ্চে উঠলেন, বক্তৃতা দেওয়ার সময় হল । কিন্তু তখনও খালি অনেক সিট । কিন্তু ট্রাম্পের সভায় এত কম মানুষ কেন ? তার উত্তর দিলেন প্রেসিডেন্ট । টুলসায় বাড়ছে কোরোনা সংক্রমণ, একপ্রকার সংক্রমণ এড়াতেই মানুষ সভায় আসেননি বলে মনে করেন তিনি । আবার দোষ দিলেন প্রতিবাদকারীদেরও । কিন্তু যে কারণেই হোক, সভায় বহু সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন না । বরং ফাঁকা পড়ে রইল অনেক বসার জায়গা ।

একটি আউটডোর ভেনুতে মাইক পেনস এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ের বক্তৃতাই বাতিল হয় । কারণ বেশিরভাগ বসার জায়গাই পূর্ণ হয়নি । এই পরিস্থিতিতে হয়ত জন সমাগম কমই হতে পারে । অন্য একটি ভেনুতে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প । সেই বক্তৃতায় শোনা গেল তাঁর 2016 সালের প্রচার অভিযানের কথা । তাঁর নতুন রাজনৈতিক ভাবনার কথা ফিরে এল তাঁর বক্তৃতায় । আবার তাঁর বিরোধী পক্ষকে আক্রমণ করেন ট্রাম্প । ডেমোক্রেটিকের প্রার্থী জো বিডেনকে আক্রমণ করে বলেন, “চরম বামপন্থীদের হাতের পুতুল ।” পাশাপাশি জার্মানির সুপ্রিম কোর্টের সমালোচনা করেন তিনি ।

ভাষণে ডেমোক্রেটিকের কংগ্রেস সদস্য ইলহান ওমারের প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প । বলেন, “তিনি আমাদের শেখাচ্ছিলেন কীভাবে দেশ চালাতে হয় ।” “কুং ফ্লু” ভাইরাস পাঠানোর জন্য চিনকে দায়ি করেন প্রেসিডেন্ট ট্রাম্প । সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ উগরে দেন । প্রায় 10মিনিট ধরে তাদের সমালোচনা করেন । সব ক্ষেত্রেই প্রেসিডেন্টকে দোষ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ।

কিন্তু ট্রাম্পের ভাষণে আসেনি প্রতিবাদের কথা, প্রায় একমাস ধরে অ্যামেরিকার বিভিন্ন শহরে জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন চলছে, সেই বিষয়ে কোনও কথাই বলেননি প্রেসিডেন্ট । এমনকী 1921-র ‘টুলসা ম্যাসাকার’ নিয়েও নীরব থাকেন ট্রাম্প । সেইবার একজন শ্বেতাঙ্গ হত্যাকারী সেই শহরের প্রায় 300 জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.