ETV Bharat / international

Parag Agrawal Old Tweet: মুসলিম ও শ্বেতাঙ্গদের নিয়ে 11 বছর আগের টুইট টেনে পরাগকে ট্রোল

11 বছর আগের একটি টুইটে (11 years old tweet) তুলে এনে টুইটার সিইও পরাগ আগরওয়ালকে (Twitter CEO Parag Agrawal) বিদ্ধ করল নেট নাগরিকদের একাংশ ৷ মুসলিম (Parag Agrawal tweet on Muslim), চরমপন্থী, শ্বেতাঙ্গ ও বর্ণবিদ্বেষীদের নিয়ে টুইটটি করেছিলেন পরাগ ৷

some-people-trolling-twitter-ceo-parag-agrawal-for-his-tweet-on-muslims-and-extremists-from-11-years-ago
মুসলিম ও শ্বেতাঙ্গদের নিয়ে 11 বছর আগের টুইট টেনে পরাগকে ট্রোল
author img

By

Published : Nov 30, 2021, 4:48 PM IST

Updated : Nov 30, 2021, 7:07 PM IST

ওয়াশিংটন, 30 নভেম্বর: মার্কিন মাইক্রোব্লগিং জায়েন্ট টুইটারের মাথায় বসার পর অভিনন্দনের বন্যায় ভাসছেন আইআইটি বম্বের ছাত্র পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal)৷ তবে জীবনের এই বিশেষ দিনেই ট্রোলেরও শিকার হতে হল তাঁকে ৷ তাও আবার 11 বছর আগে করা একটি টুইটের (Parag Agrawal tweet on Muslim) জন্য ৷ মুসলিম, চরমপন্থী, শ্বেতাঙ্গ ও বর্ণবিদ্বেষী প্রসঙ্গে তাঁর সেই টুইট আবারও জেগে ওঠায় শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

2010 সালের 26 অক্টোবর (11 years old tweet)৷ তখনও টুইটারে যোগ দেননি পরাগ আগরওয়াল ৷ সে দিন তিনি টুইটে লেখেন, "তাঁরা যদি মুসলিম এবং চরমপন্থীদের মধ্যে পার্থক্য করতে না-পারেন, তাহলে আমি কেন শ্বেতাঙ্গ এবং বর্ণবিদ্বেষীদের মধ্যে পার্থক্য করব ?" যদিও পরে সেই টুইটের থ্রেডেই তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লিখেছিলেন যে, তিনি শুধু কমেডিয়ান আসিফ মান্ডভির একটি উক্তি তুলে ধরেছেন ৷ ডেইলি শোতে সেই উক্তি করেছিলেন আসিফ ৷

জ্যাক ডর্সির মতো জনপ্রিয় নন পরাগ আগরওয়াল ৷ কারণ তিনি এতদিন সামনে থেকে নেতৃত্ব দেননি ৷ তবে তাঁর দক্ষতার কথা স্বীকার করে নিয়ে জ্যাক ডর্সিও বলেছেন যে, "প্রত্যেকটা কঠিন সিদ্ধান্তের পেছনে ছিলেন পরাগ এবং তিনি এই কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন ৷" তবে তাঁর সাফল্যের এই দিনেও নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতকে ৷ তাও আবার দ্য ডেইলি শোয়ের কর্মীর একটি বক্তব্য তুলে ধরার জন্য ৷ তবে সেই টুইটের দ্বারা পরাগ ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, তাও স্পষ্ট নয় ৷ যদিও টুইটের বিষয়বস্তু থেকে আন্দাজ করা যায় যায় যে, তিনি কী বলতে চেয়েছেন ৷ ভারতের ও সারা বিশ্বের চরম ডানপন্থী, যাঁরা সমস্ত মুসলমানকে চরমপন্থী বলে আখ্যায়িত করেন, পরাগ তাঁদের কথা বলতে চেয়েছেন বলে মনে হয়েছে ৷ পরাগের রাজনৈতিক বিশ্বাস উদারপন্থী বলেও মনে হয়েছে তাঁর সেই টুইটে ৷

আরও পড়ুন: Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

এই মন্তব্য করায় পরাগের দিকে আঙুল তুলে অনেকে বলেছেন, তিনি দু'দিক রক্ষা করে চলেন ৷ সিইও যদি এমন মন্তব্য করেন, তাহলে টুইটার কীভাবে সেন্সরশিপকে নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ পরামর্শদাতা জেসন মিলর আবার কটাক্ষ করে বলেছেন, তাহলে কি আগামী দিনে টুইটারে রাজনৈতিক বৈষম্য আসতে চলেছে ? রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্নও পরাগের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তাঁর 11 বছর আগে টুইটটি তুলে ধরে লিখেছেন, "ইনি পরাগ আগরওয়াল ৷ টুইটারের নয়া সিইও এবং সেই ব্যক্তি যিনি ঠিক করবেন যে, টুইটারে কী ধরনের মন্তব্যের অনুমতি দেওয়া হবে ৷"

আরও পড়ুন: Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক

পরাগকে বর্ণবিদ্বেষীর তকমা দিয়ে একজন লিখেছেন, "পরাগের মতো বর্ণবিদ্বেষী দায়িত্বে থাকলে টুইটার কীভাবে ভাল হবে ?"

অনেকে আবার পরাগের করা আরও একটি টুইট খুঁজে বের করেছেন, যেখানে তিনি লিখেছিলেন যে, "সচিন তেন্ডুলকর ভাল টি-20 অধিনায়ক নন ৷"

ট্রোলিং যেমন হয়েছে, তেমনই পরাগ পাশেও পেয়েছেন অনেককে ৷

এত বছর আগের টুইট খুঁড়ে বের করে এনে বিতর্ক সৃষ্টি করার জন্য ট্রোলারদের সমালোচনা করেছেন নেট নাগরিকদের একাংশ ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

আইআইটি বম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 37 বছরের পরাগ আগরওয়াল সোমবার থেকে টুইটারের সিইওর দায়িত্ব নিয়েছেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহুতে কাজ করেছেন ৷ 2017 সাল থেকে তিনি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও ছিলেন ৷ এ বার এল সিইওর দায়িত্ব ৷

ওয়াশিংটন, 30 নভেম্বর: মার্কিন মাইক্রোব্লগিং জায়েন্ট টুইটারের মাথায় বসার পর অভিনন্দনের বন্যায় ভাসছেন আইআইটি বম্বের ছাত্র পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal)৷ তবে জীবনের এই বিশেষ দিনেই ট্রোলেরও শিকার হতে হল তাঁকে ৷ তাও আবার 11 বছর আগে করা একটি টুইটের (Parag Agrawal tweet on Muslim) জন্য ৷ মুসলিম, চরমপন্থী, শ্বেতাঙ্গ ও বর্ণবিদ্বেষী প্রসঙ্গে তাঁর সেই টুইট আবারও জেগে ওঠায় শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

2010 সালের 26 অক্টোবর (11 years old tweet)৷ তখনও টুইটারে যোগ দেননি পরাগ আগরওয়াল ৷ সে দিন তিনি টুইটে লেখেন, "তাঁরা যদি মুসলিম এবং চরমপন্থীদের মধ্যে পার্থক্য করতে না-পারেন, তাহলে আমি কেন শ্বেতাঙ্গ এবং বর্ণবিদ্বেষীদের মধ্যে পার্থক্য করব ?" যদিও পরে সেই টুইটের থ্রেডেই তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লিখেছিলেন যে, তিনি শুধু কমেডিয়ান আসিফ মান্ডভির একটি উক্তি তুলে ধরেছেন ৷ ডেইলি শোতে সেই উক্তি করেছিলেন আসিফ ৷

জ্যাক ডর্সির মতো জনপ্রিয় নন পরাগ আগরওয়াল ৷ কারণ তিনি এতদিন সামনে থেকে নেতৃত্ব দেননি ৷ তবে তাঁর দক্ষতার কথা স্বীকার করে নিয়ে জ্যাক ডর্সিও বলেছেন যে, "প্রত্যেকটা কঠিন সিদ্ধান্তের পেছনে ছিলেন পরাগ এবং তিনি এই কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন ৷" তবে তাঁর সাফল্যের এই দিনেও নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতকে ৷ তাও আবার দ্য ডেইলি শোয়ের কর্মীর একটি বক্তব্য তুলে ধরার জন্য ৷ তবে সেই টুইটের দ্বারা পরাগ ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, তাও স্পষ্ট নয় ৷ যদিও টুইটের বিষয়বস্তু থেকে আন্দাজ করা যায় যায় যে, তিনি কী বলতে চেয়েছেন ৷ ভারতের ও সারা বিশ্বের চরম ডানপন্থী, যাঁরা সমস্ত মুসলমানকে চরমপন্থী বলে আখ্যায়িত করেন, পরাগ তাঁদের কথা বলতে চেয়েছেন বলে মনে হয়েছে ৷ পরাগের রাজনৈতিক বিশ্বাস উদারপন্থী বলেও মনে হয়েছে তাঁর সেই টুইটে ৷

আরও পড়ুন: Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

এই মন্তব্য করায় পরাগের দিকে আঙুল তুলে অনেকে বলেছেন, তিনি দু'দিক রক্ষা করে চলেন ৷ সিইও যদি এমন মন্তব্য করেন, তাহলে টুইটার কীভাবে সেন্সরশিপকে নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ পরামর্শদাতা জেসন মিলর আবার কটাক্ষ করে বলেছেন, তাহলে কি আগামী দিনে টুইটারে রাজনৈতিক বৈষম্য আসতে চলেছে ? রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্নও পরাগের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তাঁর 11 বছর আগে টুইটটি তুলে ধরে লিখেছেন, "ইনি পরাগ আগরওয়াল ৷ টুইটারের নয়া সিইও এবং সেই ব্যক্তি যিনি ঠিক করবেন যে, টুইটারে কী ধরনের মন্তব্যের অনুমতি দেওয়া হবে ৷"

আরও পড়ুন: Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক

পরাগকে বর্ণবিদ্বেষীর তকমা দিয়ে একজন লিখেছেন, "পরাগের মতো বর্ণবিদ্বেষী দায়িত্বে থাকলে টুইটার কীভাবে ভাল হবে ?"

অনেকে আবার পরাগের করা আরও একটি টুইট খুঁজে বের করেছেন, যেখানে তিনি লিখেছিলেন যে, "সচিন তেন্ডুলকর ভাল টি-20 অধিনায়ক নন ৷"

ট্রোলিং যেমন হয়েছে, তেমনই পরাগ পাশেও পেয়েছেন অনেককে ৷

এত বছর আগের টুইট খুঁড়ে বের করে এনে বিতর্ক সৃষ্টি করার জন্য ট্রোলারদের সমালোচনা করেছেন নেট নাগরিকদের একাংশ ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

আইআইটি বম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 37 বছরের পরাগ আগরওয়াল সোমবার থেকে টুইটারের সিইওর দায়িত্ব নিয়েছেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহুতে কাজ করেছেন ৷ 2017 সাল থেকে তিনি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও ছিলেন ৷ এ বার এল সিইওর দায়িত্ব ৷

Last Updated : Nov 30, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.