অ্য়ামেরিকা, 17 মার্চ : গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিতে চেষ্টা চালিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে এই দাবি করা হয়েছে ৷ তবে ওই রিপোর্টে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, চূড়ান্ত ফলাফলে কোনও বিদেশি সরকারের হাত ছিল না ৷ যদিও রাশিয়ার বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তারা ৷
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্য়াশনাল ইন্টেলিজেন্সের দফতর থেকে 15 পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয় ৷ সেখানে রাশিয়ার নাম উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে রাশিয়া মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল ৷ এবং তারা চেয়েছিল যাতে নির্বাচনে জয়ী হন ট্রাম্প ৷
আরও পড়ুন- গ্রিনকার্ড নিষিদ্ধ-নীতিকে প্রত্যাহার বাইডেনের
কীভাবে করা হয়েছিল পুরো প্রক্রিয়া-
ওই রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে জো বাইডেনের নামে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া হয় ৷ এমনকী বেশ কিছু গুজবও ছড়ানো হয় বলে বলা হয়েছে ওই রিপোর্টে ৷ জানা গেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা এবং মিডিয়া ও উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন ৷
ওই প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, আমেরিকা বেশ কয়েকবার চিনের বিরুদ্ধে সাইবার গুপ্ত চরবৃত্তির অভিযোগ করলেও ভোটের সময় তাদের তরফে কোনও প্রভাব খাটানোর চেষ্টা করা হয়নি ৷ চিন চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ৷ সেকারণে তারা কোনও ঝুঁকি নেয়নি ৷
তদন্তে উঠে এসেছে রাশিয়া বাইডেনকে কলঙ্কিত করতে চেয়েছিল এবং চিন ট্রাম্পের পরাজয় চেয়েছিল ৷