ETV Bharat / international

24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দেওয়া হবে ফাইজ়ারের প্রথম টিকা : ট্রাম্প - ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র অ্যামেরিকার

এর আগে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন , বাহরাইন , কানাডা , সৌদি আরব ও মেক্সিকো । এরপরেই ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল অ্যামেরিকা ।

Pfizer
ফাইজ়ার
author img

By

Published : Dec 12, 2020, 1:20 PM IST

Updated : Dec 12, 2020, 2:45 PM IST

নিউইয়র্ক , 12 ডিসেম্বর : ব্রিটেন, কানাডা, মেক্সিকো-র মতো দেশগুলির পর ফাইজ়ার-বায়োনটেকের কোরোনা টিকাকে গতরাতেই সবুজ সংকেত দিয়েছে অ্যামেরিকা । এর ঠিক কয়েক ঘণ্টা পরেই টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প । এই খবরটিকে তিনি "মেডিকেল মিরাকেল " হিসাবে প্রশংসা করেন এবং জানিয়ে দেন 24 ঘণ্টারও কম সময়ে প্রথম টিকা দেওয়া হবে ।

টুইটারে ভিডিয়ো প্রকাশ করে তিনি লেখেন , "এটা সত্যিই ভালো খবর । ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে । এটা মেডিকেল মিরাকেল । এর ফলে বহু মানুষ প্রাণে বাঁচবে । এই কাজের জন্য আমি সমস্ত অ্যামেরিকাবাসীর তরফে বিজ্ঞানী , চিকিৎসক , টেকনিশিয়নদের ধন্যবাদ জানাচ্ছি । তাঁদের জন্যই আজ এটা সম্ভব হয়েছে । 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকা দেওয়া হবে । "

একমাস আগেই ট্রাম্প ফাইজ়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন । বলেছিলেন , অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর (FDA) এবং ফাইজ়ার ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে ভ্যাকসিন বাজারে আসতে দেয়নি ।

এর আগে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো । এরপরেই ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল অ্যামেরিকা ।

আরও পড়ুন , মার্গারেটের পর শেক্সপিয়র, কোরোনার টিকা ইতিহাসের পাতায়


ইংল্যান্ডে ছাড়পত্র পাওয়ার পরেই ফাইজ়ার সংস্থার তরফে দাবি করা হয়েছিল, এই ভ্যাকসিন কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রায় 95 শতাংশ কার্যকরী । পাশাপাশি সংকটজনক পরিস্থিতিতে রোগীর শরীরে এই ভ্য়াকসিন প্রায় 100 শতাংশ কাজ করবে ৷

সম্প্রতি, ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানিয়েছে ফাইজ়ার । তবে ফাইজ়ারের তৈরি এই ভ্যাকসিন ভারতের বাজারে বণ্টন ও বিক্রির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ভ্যাকসিন বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন , "ভ্যাকসিনের ঘোষণা 5 দিন পর হয়েছে", এবার ট্রাম্পের নিশানায় FDA

নিউইয়র্ক , 12 ডিসেম্বর : ব্রিটেন, কানাডা, মেক্সিকো-র মতো দেশগুলির পর ফাইজ়ার-বায়োনটেকের কোরোনা টিকাকে গতরাতেই সবুজ সংকেত দিয়েছে অ্যামেরিকা । এর ঠিক কয়েক ঘণ্টা পরেই টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প । এই খবরটিকে তিনি "মেডিকেল মিরাকেল " হিসাবে প্রশংসা করেন এবং জানিয়ে দেন 24 ঘণ্টারও কম সময়ে প্রথম টিকা দেওয়া হবে ।

টুইটারে ভিডিয়ো প্রকাশ করে তিনি লেখেন , "এটা সত্যিই ভালো খবর । ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে । এটা মেডিকেল মিরাকেল । এর ফলে বহু মানুষ প্রাণে বাঁচবে । এই কাজের জন্য আমি সমস্ত অ্যামেরিকাবাসীর তরফে বিজ্ঞানী , চিকিৎসক , টেকনিশিয়নদের ধন্যবাদ জানাচ্ছি । তাঁদের জন্যই আজ এটা সম্ভব হয়েছে । 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকা দেওয়া হবে । "

একমাস আগেই ট্রাম্প ফাইজ়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন । বলেছিলেন , অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর (FDA) এবং ফাইজ়ার ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে ভ্যাকসিন বাজারে আসতে দেয়নি ।

এর আগে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো । এরপরেই ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল অ্যামেরিকা ।

আরও পড়ুন , মার্গারেটের পর শেক্সপিয়র, কোরোনার টিকা ইতিহাসের পাতায়


ইংল্যান্ডে ছাড়পত্র পাওয়ার পরেই ফাইজ়ার সংস্থার তরফে দাবি করা হয়েছিল, এই ভ্যাকসিন কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রায় 95 শতাংশ কার্যকরী । পাশাপাশি সংকটজনক পরিস্থিতিতে রোগীর শরীরে এই ভ্য়াকসিন প্রায় 100 শতাংশ কাজ করবে ৷

সম্প্রতি, ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানিয়েছে ফাইজ়ার । তবে ফাইজ়ারের তৈরি এই ভ্যাকসিন ভারতের বাজারে বণ্টন ও বিক্রির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ভ্যাকসিন বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন , "ভ্যাকসিনের ঘোষণা 5 দিন পর হয়েছে", এবার ট্রাম্পের নিশানায় FDA

Last Updated : Dec 12, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.