নয়াদিল্লি, 9 অগস্ট : বিশ্বের দরবারে আরও এক নজির গড়ল ভারত ৷ রাষ্ট্রসংঘের (United Nations) নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওই বিতর্কসভায় তিনি সভাপতিত্ব করেন ৷ এই প্রথম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের কোনও প্রধানমন্ত্রী সভাপতিত্ব করলেন ৷
এদিনের উচ্চপর্যায়ের বিতর্কসভা ছিল সামুদ্রিক সুরক্ষা (Maritime Security) বৃদ্ধির বিষয় নিয়ে ৷ পোশাকি নাম ‘এনহ্য়ান্সিং মেরিটাইম সিকিউরটি : অ্যা কেস ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’ ৷ সেখানে সভাপতি হিসেবে বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলপথে স্বাধীন চলাচলের পক্ষে সওয়াল করেছেন ৷ পাশাপাশি জলপথে ব্যবসার (Maritime Trade) ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যে বিভিন্ন দেশের কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে যাচ্ছে, তাও তিনি উল্লেখ করেন ৷
আরও পড়ুন : PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহাসাগর আমাদের ভাগ করে নেওয়া ঐতিহ্য এবং জলপথ আন্তর্জাতিক ব্যবসার জীবনরেখা ৷ তাই মহাসাগর আমাদের পৃথিবীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷’’ কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথগুলি অপরাধমূলক, সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয় বলে মোদি অভিযোগ করেছেন ৷
তাই সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তিনি পাঁচটি বিষয় তুলে ধরেছেন ৷ সেগুলি হল - সামুদ্রিক বাণিজ্যকে শুল্কহীন করে দেওয়া, আন্তর্জাতিক আইন মেনে সামুদ্রিক বিবাদ শান্তিতে মিটিয়ে নেওয়া, জলপথে বাণিজ্যে আরও উৎসাহ দেওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সমস্যার বিরুদ্ধে যৌথভাবে লড়াই করা এবং সমুদ্রের পরিবেশ ও সম্পদ সংরক্ষণ করা ৷
আরও পড়ুন : Modi-Himanta Meet : সীমানা সমস্যা নিয়ে মোদির সঙ্গে আলোচনা অসমের মুখ্যমন্ত্রীর
এদিনের সভায় মোদি ব্যাখ্যা দিয়েছেন বিশ্বের অর্থনীতির জন্য সামুদ্রিক বাণিজ্য ঠিক কতটা জরুরি ৷ সেই কারণেই তিনি সমুদ্র পথে বাণিজ্যের ক্ষেত্রে সমস্ত বাধা সরানোর ডাক দিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই বিষয়ে আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত একাধিক পদক্ষেপ করছে ৷
কূটনৈতিক মহলের মতে, এদিনের ভার্চুয়াল কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী আসলে বার্তা দিতে চেয়েছেন চিনকে ৷ কারণ, সাম্প্রতিক কালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি জল-বিবাদে জড়িয়েছে চিন ৷ বিশেষ করে জাপান-সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের সঙ্গে জিংপিংয়ের দেশের একাধিক গোলমাল হয়েছে ৷ সেই কারণেই আন্তর্জাতিক আইন মেনে শান্তিতে সমস্ত জল সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : UNSC-Modi : দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবেন মোদি