ওয়াশিংটন, 21 নভেম্বর : গুলির আওয়াজ পেয়েই বুঝতে পারি ওরা একে একে এগিয়ে আসছে । আমরা সকলেই এরকম প্রকাশ্যে গোলাগুলির মুখোমুখি হচ্ছি । সম্ভবত আমরা এই নিয়েই জন্মেছি এবং আমাদের প্রত্যেকেরই এখন ধারণা হয়ে গিয়েছে যে এই সময় কী করা উচিত । কথাগুলি যখন বলছিলেন তখনও আতঙ্ক স্পষ্ট তাঁর চোখেমুখে । অ্যামেরিকার ওয়াউওয়াটোসায় গতকাল মেফেয়ার মলে হামলার পর এক সংবাদসংস্থাকে এমনই অভিজ্ঞতার কথা শোনালেন স্থানীয় দোকানদার জিল উলি । হামলার সময় 79 বছর বয়সি মা-কে নিয়ে দোকানেই ছিলেন তিনি ।
ফের প্রকাশ্যে বন্দুকবাজের হামলা অ্যামেরিকায় । গতকাল আচমকা উইসকনসিনের ওয়াউওয়াটোসায় মেইফেয়ার মলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক আততায়ী । হামলার পর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে আটজন জখম হয়েছেন। যদিও হামলাকারী ওই বন্দুকবাজ পলাতক ।
FBI এবং মিলওয়াকি কান্ট্রি শেরিফ অফিসের তরফে টুইটে জানানো হয়েছে, ঘটনাস্থানে স্থানীয় পুলিশের সঙ্গে FBI অফিসাররাও সক্রিয় রয়েছেন । বন্দুকবাজের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তাঁরা । ওয়াউওয়াটোসা পুলিশ ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, "এমার্জেন্সি অফিসাররা যখন এসে পৌঁছান, ততক্ষণে হামলাকারী ঘটনাস্থান থেকে চম্পট দিয়েছে ।" আহত 8 জনকেই হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে, আহতদের অবস্থা গুরুতর নয় বলেই জানানো হয়েছে ওই বিবৃতিতে । 20 থেকে 30 বছর বয়সি কোনও শ্বেতাঙ্গ যুবক এই হামলা চালিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া হামলার একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু হতেই মলের কর্মীরা ভয় পেয়ে কাছের একটি বিল্ডিংয়ে আশ্রয় নেন । মলটি যাঁরা পরিচালনা করেন, সেই কম্পানি কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা দুঃখিত, আমাদের অতিথিদের এমন পরিস্থিতিতে পড়তে হল । ওয়াউওয়াটোসা পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই । তদন্তে সবরকম সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত ।"