টেক্সাস, 4 অগাস্ট : ফের গুলি চলল অ্যামেরিকায় ৷ এবার ঘটনাস্থান টেক্সাসের এল পাসোর একটি শপিং মলের বাইরে ৷ কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ জখম হয়েছে 26 জন ৷ একজন আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ বিদ্বেষের কারণে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ৷
অ্যামেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সিয়েলো ভিসতা মল ৷ আর পাঁচটা দিনের মতো মলটি ভিড়ে ঠাসা ছিল ৷ সেই সময়, সেখানে অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালায় এক যুবক ৷ গুলির আওয়াজ শুনে ক্রেতারা দৌড়াতে শুরু করেন ৷ এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন জানান, স্থানীয় সময় অনুযায়ী সকাল 10টা 39 মিনিটে গুলি চালানোর খবর আসে ৷ 6 মিনিটের মধ্যে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷
পরে এক দুষ্কৃতী আত্মসমর্পণ করে ৷ অ্যামেরিকান সংবাদমাধ্যমের দাবি, শ্বেতাঙ্গ ওই যুবকের নাম প্যাট্রিক ক্রুসিয়াস (21) ৷ এল পাসোর পূর্ব দিকে ডালাসের অ্যালেনে থাকত সে ৷ এল পাসোর পুলিশ প্রধান জানান, ওই যুবকের কাছ থেকে একটি ইস্তাহার উদ্ধার করা হয়েছে ৷ তা থেকে মনে করা হচ্ছে, এটা বিদ্বেষমূলক হামলা ৷
গভর্নর গ্রেগ অ্যাবট এই হামলাকে টেক্সাসের ইতিহাসে অন্যতম কালো দিবস হিসেবে চিহ্নিত করেন ৷ হামলার নিন্দা করে টুইট করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি লেখেন, "টেক্সাসের এল পাসোতে ভয়ঙ্কর গুলি চালানোর ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ খুবই খারাপ খবর ৷ স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে কাজ করছি ৷ গভর্নরের সঙ্গে কথা বলে পূর্ণ সাহায্যের অঙ্গীকার করেছি ৷ ভগবান আপনাদের সকলের সঙ্গে থাকুক ৷ "
-
Terrible shootings in ElPaso, Texas. Reports are very bad, many killed. Working with State and Local authorities, and Law Enforcement. Spoke to Governor to pledge total support of Federal Government. God be with you all!
— Donald J. Trump (@realDonaldTrump) August 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Terrible shootings in ElPaso, Texas. Reports are very bad, many killed. Working with State and Local authorities, and Law Enforcement. Spoke to Governor to pledge total support of Federal Government. God be with you all!
— Donald J. Trump (@realDonaldTrump) August 3, 2019Terrible shootings in ElPaso, Texas. Reports are very bad, many killed. Working with State and Local authorities, and Law Enforcement. Spoke to Governor to pledge total support of Federal Government. God be with you all!
— Donald J. Trump (@realDonaldTrump) August 3, 2019