হায়দরাবাদ, 3 নভেম্বর : অ্যামেরিকার জর্জিয়াতে খুন ভারতীয় নাগরিক ৷ মৃতের নাম মহম্মদ আরিফ মহিউদ্দিন । তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন ৷ গত রবিবার ওই ব্যক্তির বাড়ির সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ তাঁর শরীরে একাধিক ছুরির আঘাত দেখা গেছে ৷ তাঁর শেষকৃত্যের জন্য অ্যামেরিকায় যাওয়ার দাবি জানিয়েছে মৃতের পরিবার ৷
গত 10 বছর ধরে জর্জিয়ায় একটি মুদি দোকান চালাতেন মহম্মদ আরিফ মহিউদ্দিন ৷ তাঁর বিবি মেহনাজ় ফতিমা জানিয়েছেন, " আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি যাতে আমার ও আমার বাবার অ্যামেরিকায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় ৷ আমাদের যাতে এমারজেন্সি ভিসা দেওয়া হয় ৷ আমরা যেন আরিফের শেষকৃত্য করতে পারি ৷ "
CCTV ফুটেজে দেখা গেছে, ওই দোকানের ঘটনার সময় অনেকে উপস্থিত ছিল ৷ দোকানের কর্মচারীরাও উপস্থিত ছিল ৷ ফতিমা জানিয়েছেন, " গত রবিবার সকাল 9 টা নাগাদ আমি আরিফের সঙ্গে কথা বলি ৷ সে আমায় বলে আধঘণ্টার মধ্যে ফোন করবে ৷ কিন্তু , তারপর আর আমায় ফোন করেনি ৷ এরপর আমি আমার বউদির থেকে জানতে পারি সেখানে কিছু অচেনা লোক আমার শওহরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ৷ তার দেহ জর্জিয়ার হাসপাতালে রয়েছে ৷ সেখানে আমাদের আর কোনও পরিবারের লোক নেই ৷ "
তেলাঙ্গানার মজলিস বাচাও তেহরিক (MBT) পার্টির মুখপাত্র উল্লাহ খান ওই পরিবারের হয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছেন ৷