ETV Bharat / international

Gita Gopinath : আইএমএফ-এর পরবর্তী ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন গীতা গোপীনাথ - ক্রিস্টালিনা জর্জিভা

আন্তর্জাতিক আর্থিক তহবিল (International Monetary Fund) বা আইএমএফ (IMF)-এর মুখ্য অর্থনীতিবিদ থেকে পদোন্নতি হল গীতা গোপীনাথের (Gita Gopinath) ৷ জিওফ্রে ওকামোতো (Geoffrey Okamoto) আইএমএফ ছাড়ার পর গীতাই তাঁর দায়িত্বভার গ্রহণ করছেন ৷ আইএমএফ-এর পরবর্তী ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (Gita Gopinath to be promoted First Deputy Managing Director of IMF) হতে চলেছেন তিনি ৷

gita gopinath to be promoted first deputy managing director of imf
Gita Gopinath : আইএমএফ-এর পরবর্তী ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন গীতা গোপীনাথ
author img

By

Published : Dec 3, 2021, 5:17 PM IST

ওয়াশিংটন, 3 ডিসেম্বর : আন্তর্জাতিক আর্থিক তহবিল (International Monetary Fund) বা আইএমএফ (IMF)-এর প্রশাসনিক স্তরে পদোন্নতি হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গীতা গোপীনাথের (Gita Gopinath) ৷ এতদিন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ ছিলেন তিনি ৷ আর এবার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের (Gita Gopinath to be promoted First Deputy Managing Director of IMF) পদে তাঁকে উন্নীত করা হচ্ছে ৷ বিশ্ব অর্থনীতিতে তাঁর অবদান এবং চরম আর্থিক সঙ্কটের সময় বিভিন্ন পরিস্থিতিকে চিহ্নিত করার ক্ষমতার জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিডকালে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90%: আইএমএফ

বৃহস্পতিবার আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা (Kristalina Georgieva) গীতার পদোন্নতির কথা ঘোষণা করেন ৷ তিনি জানিয়েছেন, গীতা তাঁর পূর্বসূরি জিওফ্রে ওকামোতোর (Geoffrey Okamoto) থেকে দায়িত্বভার গ্রহণ করবেন ৷ সূত্রের দাবি, আগামী বছরের প্রথম দিকেই আইএমএফ ছাড়বেন জিওফ্রে ওকামোতো ৷ সেই কারণেই গীতাকে তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য বেছে নেওয়া হয়েছে ৷ এর আগে অবশ্য গীতা স্থির করেছিলেন, 2022 সালের জানুয়ারি মাসেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুরনো পদে ফিরে যাবেন তিনি ৷ কিন্তু, সেই সিদ্ধান্ত তিনি বদল করেছেন বলে জানিয়েছেন ক্রিস্টালিনা ৷ তিনি জানিয়েছেন, আইএমএফ-এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গীতা গোপীনাথ ৷

আরও পড়ুন : ভারতের নয়া কৃষি আইন কৃষিক্ষেত্রে সম্ভাবনাময়, বলছে আইএমএফ

আইএমএফ-এ থাকাকালীন ইতিমধ্যেই নয়া রেকর্ড গড়েছেন গীতা ৷ প্রথম মহিলা হিসাবে 49 বছরের এই অর্থনীতিবিদই ওয়াশিংটনের এই সংস্থায় মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব সামলেছেন ৷ গীতার পদোন্নতি নিয়ে ঘোষণার সময় তাঁর সঙ্গে জিওফ্রের তুলনাও করেন ক্রিস্টালিনা ৷ তিনি বলেন, ‘‘জিওফ্রে এবং গীতা, দু’জনেই দুর্দান্ত সহকর্মী ৷ জিওফ্রে চলে যাচ্ছেন বলে আমি দুঃখিত ৷ কিন্তু, একইসঙ্গে গীতা তাঁর সিদ্ধান্ত বদল করায় এবং আইএমএফ-এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুব খুশি ৷ গীতা সংস্থার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ৷ এতে আমি অত্যন্ত আনন্দিত ৷’’

ওয়াশিংটন, 3 ডিসেম্বর : আন্তর্জাতিক আর্থিক তহবিল (International Monetary Fund) বা আইএমএফ (IMF)-এর প্রশাসনিক স্তরে পদোন্নতি হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গীতা গোপীনাথের (Gita Gopinath) ৷ এতদিন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ ছিলেন তিনি ৷ আর এবার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের (Gita Gopinath to be promoted First Deputy Managing Director of IMF) পদে তাঁকে উন্নীত করা হচ্ছে ৷ বিশ্ব অর্থনীতিতে তাঁর অবদান এবং চরম আর্থিক সঙ্কটের সময় বিভিন্ন পরিস্থিতিকে চিহ্নিত করার ক্ষমতার জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিডকালে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90%: আইএমএফ

বৃহস্পতিবার আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা (Kristalina Georgieva) গীতার পদোন্নতির কথা ঘোষণা করেন ৷ তিনি জানিয়েছেন, গীতা তাঁর পূর্বসূরি জিওফ্রে ওকামোতোর (Geoffrey Okamoto) থেকে দায়িত্বভার গ্রহণ করবেন ৷ সূত্রের দাবি, আগামী বছরের প্রথম দিকেই আইএমএফ ছাড়বেন জিওফ্রে ওকামোতো ৷ সেই কারণেই গীতাকে তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য বেছে নেওয়া হয়েছে ৷ এর আগে অবশ্য গীতা স্থির করেছিলেন, 2022 সালের জানুয়ারি মাসেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুরনো পদে ফিরে যাবেন তিনি ৷ কিন্তু, সেই সিদ্ধান্ত তিনি বদল করেছেন বলে জানিয়েছেন ক্রিস্টালিনা ৷ তিনি জানিয়েছেন, আইএমএফ-এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গীতা গোপীনাথ ৷

আরও পড়ুন : ভারতের নয়া কৃষি আইন কৃষিক্ষেত্রে সম্ভাবনাময়, বলছে আইএমএফ

আইএমএফ-এ থাকাকালীন ইতিমধ্যেই নয়া রেকর্ড গড়েছেন গীতা ৷ প্রথম মহিলা হিসাবে 49 বছরের এই অর্থনীতিবিদই ওয়াশিংটনের এই সংস্থায় মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব সামলেছেন ৷ গীতার পদোন্নতি নিয়ে ঘোষণার সময় তাঁর সঙ্গে জিওফ্রের তুলনাও করেন ক্রিস্টালিনা ৷ তিনি বলেন, ‘‘জিওফ্রে এবং গীতা, দু’জনেই দুর্দান্ত সহকর্মী ৷ জিওফ্রে চলে যাচ্ছেন বলে আমি দুঃখিত ৷ কিন্তু, একইসঙ্গে গীতা তাঁর সিদ্ধান্ত বদল করায় এবং আইএমএফ-এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুব খুশি ৷ গীতা সংস্থার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ৷ এতে আমি অত্যন্ত আনন্দিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.