ETV Bharat / international

কিউবায় খাদ্য সঙ্কট ও চড়া দামের প্রতিবাদে বিক্ষোভ, শুরু পুলিশি অভিযান

author img

By

Published : Jul 13, 2021, 6:03 PM IST

বর্তমানে কিউবা গত কয়েক দশক ধরে শোচনীয় আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনায় আরও বেশিমাত্রায় বেড়েছে ৷ এই পরিস্থিতিতে খাবারের অভাব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামের প্রতিবাদে হাভানার রাস্তায় বিক্ষোভ শুরু করেছে কিউবার নাগরিকরা ৷

cuban-people-protest-for-food-crisis-and-high-price-of-daily-needs-police-patrol-in-large-numbers-in-havana
কিউবায় আর্থিক ও খাদ্যসঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ, শুরু পুলিশি অভিযান

হাভানা, 13 জুলাই : করোনা আবহে কিউবায় খাবারের অভাব এবং বেশি দামের প্রতিবাদ ৷ রাজধানী হাভানার রাস্তায় বিক্ষোভে সামিল হল কিউবার নাগরিকরা ৷ আর সেই বিক্ষোভকে সামাল দিতে ব্যাপক হারে পুলিশ পেট্রোলিং শুরু হয়েছে হাভানা-তে ৷ এ নিয়ে কিউবার প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবান আমেরিকানরা সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনকে আরও ব্যাপক করে তুলেছেন ৷ রবিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ-আন্দোলনে হাভানার রাস্তায় অসংখ্য যুবক-যুবতিকে সামিল হতে দেখা গিয়েছে ৷ আর এর জেরে হাভানার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে যানজট তৈরি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকঘণ্টা পরে কিউবান পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে জোর করে তুলে দেয় ৷ অভিযোগ সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে ৷

বর্তমানে কিউবা গত কয়েক দশক ধরে শোচনীয় আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনায় আরও বেশিমাত্রায় বেড়েছে ৷ যেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে সব নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে কিউবার অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় ৷ হাভানায় চলা এই আন্দোলন এবং অন্যান্য সম্প্রদায়ের তরফে চলা বিক্ষোভ থেকে আরও একটি ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে ৷ যেখানে দশকের পর দশক ধরে সরকার বিরোধী যে মনোভাব, তা ফুটে উঠছে ৷ আর সেখানে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জোর করে থামাতে চাইছে ৷ আর সেই উদ্দেশ্যে আন্দোলনকারীদের থামাতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ যাতে না করতে পারেন আন্দোলনকারীরা, সেই উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিউবায় ৷

আরও পড়ুন : Covid 19 : চোখের নিমেষে ছড়াচ্ছে ডেল্টা, টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী বিশ্বের করোনা গ্রাফ

এ নিয়ে সোমবার কিউবার জাতীয় টেলিভিশনে মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, ‘‘আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে কীভাবে কিউবার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে ৷’’ তিনি অভিযোগ করেছেন, যেভাবে এই ঘটনাগুলি ঘটছে, এতে সমস্যা তৈরির চেষ্টা চলছে ৷ এই আন্দোলনকে আবেগ ওবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারার অপূর্ণ চাহিদা বলে সমালোচনা করেছেন মিগুয়েল দিয়াজ-ক্যানেল ৷

আরও পড়ুন : Sundar Pichai : ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা

হাভানার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি বলেছেন, কিউবার আন্দোলনকারীরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন ৷ কিউবার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে জো বাইডেন বলেন, ‘‘আমরা কিউবার মানুষের সঙ্গে এবং তাঁদের এই স্বাধীনতার দাবির সঙ্গে আছি ৷ সেই সঙ্গে অতিমারির বিরুদ্ধে নিস্তার পাওয়া এবং দশকের পর দশক ধরে কিউবার সরকারের কারণে, সেদেশে চলে আসা আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে পাশে আছি ৷’’ বাইডেন কিউবা সরকারে কাছে আবেদন জানিয়েছেন, তাঁদের নাগরিকদের উপর অত্যাচার না করে, তাঁদের জীবনরক্ষার পরামর্শ দিয়েছেন জো বাইডেন ৷

হাভানা, 13 জুলাই : করোনা আবহে কিউবায় খাবারের অভাব এবং বেশি দামের প্রতিবাদ ৷ রাজধানী হাভানার রাস্তায় বিক্ষোভে সামিল হল কিউবার নাগরিকরা ৷ আর সেই বিক্ষোভকে সামাল দিতে ব্যাপক হারে পুলিশ পেট্রোলিং শুরু হয়েছে হাভানা-তে ৷ এ নিয়ে কিউবার প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবান আমেরিকানরা সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনকে আরও ব্যাপক করে তুলেছেন ৷ রবিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ-আন্দোলনে হাভানার রাস্তায় অসংখ্য যুবক-যুবতিকে সামিল হতে দেখা গিয়েছে ৷ আর এর জেরে হাভানার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে যানজট তৈরি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকঘণ্টা পরে কিউবান পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে জোর করে তুলে দেয় ৷ অভিযোগ সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে ৷

বর্তমানে কিউবা গত কয়েক দশক ধরে শোচনীয় আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনায় আরও বেশিমাত্রায় বেড়েছে ৷ যেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে সব নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে কিউবার অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় ৷ হাভানায় চলা এই আন্দোলন এবং অন্যান্য সম্প্রদায়ের তরফে চলা বিক্ষোভ থেকে আরও একটি ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে ৷ যেখানে দশকের পর দশক ধরে সরকার বিরোধী যে মনোভাব, তা ফুটে উঠছে ৷ আর সেখানে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জোর করে থামাতে চাইছে ৷ আর সেই উদ্দেশ্যে আন্দোলনকারীদের থামাতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ যাতে না করতে পারেন আন্দোলনকারীরা, সেই উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিউবায় ৷

আরও পড়ুন : Covid 19 : চোখের নিমেষে ছড়াচ্ছে ডেল্টা, টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী বিশ্বের করোনা গ্রাফ

এ নিয়ে সোমবার কিউবার জাতীয় টেলিভিশনে মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, ‘‘আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে কীভাবে কিউবার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে ৷’’ তিনি অভিযোগ করেছেন, যেভাবে এই ঘটনাগুলি ঘটছে, এতে সমস্যা তৈরির চেষ্টা চলছে ৷ এই আন্দোলনকে আবেগ ওবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারার অপূর্ণ চাহিদা বলে সমালোচনা করেছেন মিগুয়েল দিয়াজ-ক্যানেল ৷

আরও পড়ুন : Sundar Pichai : ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা

হাভানার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি বলেছেন, কিউবার আন্দোলনকারীরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন ৷ কিউবার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে জো বাইডেন বলেন, ‘‘আমরা কিউবার মানুষের সঙ্গে এবং তাঁদের এই স্বাধীনতার দাবির সঙ্গে আছি ৷ সেই সঙ্গে অতিমারির বিরুদ্ধে নিস্তার পাওয়া এবং দশকের পর দশক ধরে কিউবার সরকারের কারণে, সেদেশে চলে আসা আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে পাশে আছি ৷’’ বাইডেন কিউবা সরকারে কাছে আবেদন জানিয়েছেন, তাঁদের নাগরিকদের উপর অত্যাচার না করে, তাঁদের জীবনরক্ষার পরামর্শ দিয়েছেন জো বাইডেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.