ETV Bharat / international

চিনে মৃতের সংখ্যা টপকাল হাজার; এপ্রিলে বিদায় নেবে কোরোনা, দাবি ট্রাম্পের - ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজে

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দৈনিক রিপোর্ট অনুযায়ী সোমবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 108 জন মারা যান, এই নিয়ে চিনে কোরোনায় আক্রান্ত হয়ে মোট 1016 জন মারা গেলেন ৷ এছাড়া 2478টি নতুন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছালো 42,638-এ ৷

Corona Update
চিনে কোরোনায় আক্রান্ত হয়ে মোট 1016 জন মারা গেলেন ৷
author img

By

Published : Feb 11, 2020, 10:41 AM IST

Updated : Feb 11, 2020, 4:42 PM IST

ওয়াশিংটন ও বেজিং, 11 ফেব্রুয়ারি: একদিকে মৃত্যু মিছিল চলছে লাগাতার, অন্যদিকে কোরোনা নাকি গরমে বিদায় নেবে, এমনটাই মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দৈনিক রিপোর্ট অনুযায়ী সোমবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 108 জন মারা যান, এই নিয়ে চিনে কোরোনায় আক্রান্ত হয়ে মোট 1016 জন মারা গেলেন ৷ এছাড়া 2478টি নতুন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছালো 42,638-এ ৷

মৃত 108 জনের মধ্যে 103 জনই হুবেইয়ের বাসিন্দা ছিলেন ৷ সোমবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 716 জন ৷ গুরুতর অসুস্থ হয়ে পড়েন 849 জন কোরোনা আক্রান্ত ৷
এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার না হলেও মোট 3996 জন কোরোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷

কোরোনা প্রতিরোধে সমগ্র চিন জুড়েই চলছে কড়া নজরদারী ৷ ইতিমধ্যে 4.28 লাখ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যারা কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এবং 1.87 লাখের উপর ব্যক্তিকে চিকিৎসকদের কড়া নজরদারীতে রাখা হয়েছে ৷

treatment of corona virus
চিকিৎসা চলছে আক্রান্তের

রবিবার চিনের উদ্দেশে রওনা দেওয়া WHO-এর একটি বিশেষ দল সেমবার রাতে চিনে পৌছায় ৷ কোরোনা ভাইরাসের প্রতিরোধে তারা চিনের চিকিৎসকদের সাহায্য করবেন ৷ বেজিংয়ে একটি সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মি ফেং বলেন, ‘‘চিন ও WHO একত্রে মিলিত হয়ে একটি দল গঠন করবে, যারা কোরোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং এর প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে আলোচনা করবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ আমরা অ্যামেরিকা থেকে আগত বিশেষজ্ঞদেরও স্বাগত জানাচ্ছি ৷ বিশেষজ্ঞ দলের বৈঠকের পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷’’

অন্যদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইট হাউসে সাংবাদিকদের জানান, ‘‘আশা করছি আগামী এপ্রিল মাসেই কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধ হয়ে যাবে অতিরিক্ত গরমে ৷ সাধারণত গরমে এইধরনের ভাইরাস নিষ্ক্রিয় হয়ে পড়ে ৷ শীতেই এইধরনের ভাইরাস সক্রিয় হয়, যার ফলে সর্দি-কাশি, ফ্লু দেখা দেয় ৷ গরমে এই ভাইরাস আর আগের মত সক্রিয় থাকতে পারবে না ৷’’ তিনি কোরোনা সংক্রমণ রোধে চিনের তৎপরতার প্রশংসা করে বলেন, ‘‘ দুদিন আগেই আমার সঙ্গে প্রেসিডেন্ট জিনপিংয়ের কথা হয়েছে ৷’’

যেখানে চিনে আক্রান্তের সংখ্যা 40 হাজার অতিক্রম করেছে, অ্যামেরিকাতেও এখনও অবধি মোট 12 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভবিষ্যতবাণী সঠিক নাও হতে পারে বলেই মনে করেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা ৷ শুক্রবার ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজে়র প্রধান অ্যন্থনি ফসি বলেন, ‘‘যেহেতু আমরা এই ভাইরাস সম্পর্কে কিছুই জানিনা, তাই আন্দাজে যেকোনও ঘোষণা করার অর্থই মানুষকে ভুল তথ্য পেশ করা ৷’’ তিনি বলেন,‘‘চিন যদি এই ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারে তবে পৃথিবীর বাকি অংশে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না ৷ তবে এই আশঙ্কাও আছে যে, চিন এই ভাইরাসকে নিয়ন্ত্রণে সক্ষম হলেও ভাইরাসটি অন্যান্য দেশেও কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ ছাড়াই ছড়িয়ে পড়তে পারে ৷

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের তরফ থেকেও জানানো হয়, এপ্রিল মাসের মধ্যে চিনে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার সম্ভাবনা থাকলেও এই ভাইরাস বিশ্বের অন্যান্য প্রান্তে বছরের দ্বিতীয়ার্ধেও ছড়াতে পারে ৷

ওয়াশিংটন ও বেজিং, 11 ফেব্রুয়ারি: একদিকে মৃত্যু মিছিল চলছে লাগাতার, অন্যদিকে কোরোনা নাকি গরমে বিদায় নেবে, এমনটাই মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দৈনিক রিপোর্ট অনুযায়ী সোমবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 108 জন মারা যান, এই নিয়ে চিনে কোরোনায় আক্রান্ত হয়ে মোট 1016 জন মারা গেলেন ৷ এছাড়া 2478টি নতুন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছালো 42,638-এ ৷

মৃত 108 জনের মধ্যে 103 জনই হুবেইয়ের বাসিন্দা ছিলেন ৷ সোমবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 716 জন ৷ গুরুতর অসুস্থ হয়ে পড়েন 849 জন কোরোনা আক্রান্ত ৷
এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার না হলেও মোট 3996 জন কোরোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷

কোরোনা প্রতিরোধে সমগ্র চিন জুড়েই চলছে কড়া নজরদারী ৷ ইতিমধ্যে 4.28 লাখ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যারা কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এবং 1.87 লাখের উপর ব্যক্তিকে চিকিৎসকদের কড়া নজরদারীতে রাখা হয়েছে ৷

treatment of corona virus
চিকিৎসা চলছে আক্রান্তের

রবিবার চিনের উদ্দেশে রওনা দেওয়া WHO-এর একটি বিশেষ দল সেমবার রাতে চিনে পৌছায় ৷ কোরোনা ভাইরাসের প্রতিরোধে তারা চিনের চিকিৎসকদের সাহায্য করবেন ৷ বেজিংয়ে একটি সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মি ফেং বলেন, ‘‘চিন ও WHO একত্রে মিলিত হয়ে একটি দল গঠন করবে, যারা কোরোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং এর প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে আলোচনা করবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ আমরা অ্যামেরিকা থেকে আগত বিশেষজ্ঞদেরও স্বাগত জানাচ্ছি ৷ বিশেষজ্ঞ দলের বৈঠকের পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷’’

অন্যদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইট হাউসে সাংবাদিকদের জানান, ‘‘আশা করছি আগামী এপ্রিল মাসেই কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধ হয়ে যাবে অতিরিক্ত গরমে ৷ সাধারণত গরমে এইধরনের ভাইরাস নিষ্ক্রিয় হয়ে পড়ে ৷ শীতেই এইধরনের ভাইরাস সক্রিয় হয়, যার ফলে সর্দি-কাশি, ফ্লু দেখা দেয় ৷ গরমে এই ভাইরাস আর আগের মত সক্রিয় থাকতে পারবে না ৷’’ তিনি কোরোনা সংক্রমণ রোধে চিনের তৎপরতার প্রশংসা করে বলেন, ‘‘ দুদিন আগেই আমার সঙ্গে প্রেসিডেন্ট জিনপিংয়ের কথা হয়েছে ৷’’

যেখানে চিনে আক্রান্তের সংখ্যা 40 হাজার অতিক্রম করেছে, অ্যামেরিকাতেও এখনও অবধি মোট 12 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভবিষ্যতবাণী সঠিক নাও হতে পারে বলেই মনে করেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা ৷ শুক্রবার ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজে়র প্রধান অ্যন্থনি ফসি বলেন, ‘‘যেহেতু আমরা এই ভাইরাস সম্পর্কে কিছুই জানিনা, তাই আন্দাজে যেকোনও ঘোষণা করার অর্থই মানুষকে ভুল তথ্য পেশ করা ৷’’ তিনি বলেন,‘‘চিন যদি এই ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারে তবে পৃথিবীর বাকি অংশে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না ৷ তবে এই আশঙ্কাও আছে যে, চিন এই ভাইরাসকে নিয়ন্ত্রণে সক্ষম হলেও ভাইরাসটি অন্যান্য দেশেও কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ ছাড়াই ছড়িয়ে পড়তে পারে ৷

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের তরফ থেকেও জানানো হয়, এপ্রিল মাসের মধ্যে চিনে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার সম্ভাবনা থাকলেও এই ভাইরাস বিশ্বের অন্যান্য প্রান্তে বছরের দ্বিতীয়ার্ধেও ছড়াতে পারে ৷


Mumbai, Feb 11 (ANI): Sunny Leone attended the launch celebrity interaction app 'Wysh'. She arrived at the event with her husband Daniel Weber. Leone opted for a sunny off shoulder top combined with polka dot monochrome skirt. Several other celebrities attended the event. The app provides personalised video messages from your favourite celebrity.


Last Updated : Feb 11, 2020, 4:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.