ওয়শিংটন, 4 মে: দীর্ঘ 27 বছরের পার্টনারশিপে ইতি ৷ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস ৷ টুইটারে যৌথ বিবৃতি দিয়ে তাঁরা এ কথা ঘোষণা করেছেন ৷
ব্যক্তিগত সম্পর্কের পার্টনারশিপ ভাঙলেও তাঁরা একসঙ্গেই তাঁদের প্রবল প্রভাবশালী যৌথ কর্মকাণ্ড বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ বিশ্বজুড়ে নানা জায়গায় স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গসাম্য ও অন্যান্য ক্ষেত্রে অর্থ দিয়ে সাহায্য করে এই ফাউন্ডেশন ৷
- — Bill Gates (@BillGates) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Bill Gates (@BillGates) May 3, 2021
">— Bill Gates (@BillGates) May 3, 2021
একে-অপরের ব্যক্তিগত টুইটারে নিজেদের যৌথ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিল ও মেলিন্ডা গেটস ৷ তাঁরা লিখেছেন, "দারুণ ভাবনাচিন্তার একটা চুক্তির পর ও আমাদের সম্পর্কে প্রচুর কাজকর্ম করার পর আমরা আমাদের বিয়ের পরিসমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ গত 27 বছর ধরে আমরা তিনজন দারুণ সন্তানকে বড় করে তুলেছি এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছি, যেটি সারা বিশ্বের সব মানুষকে সুস্বাস্থ্য ও গঠনমূলক জীবনধারণে সক্ষম করে তোলে ৷ সেই লক্ষ্যে আমরা নিজেদের ভাবনার আদানপ্রদান চালিয়ে যাব এবং ফান্ডেশনের হয়ে একসঙ্গে কাজ করে যাব ৷ তবে আগামী জীবনে আমরা দম্পতি হিসেবে আর একসঙ্গে কিছু করতে পারব না বলেই আমাদের বিশ্বাস ৷ আমারা যেহেতু নতুন জীবনের পথে পা রাখছি, তাই আমাদের পরিবারের প্রিভেসি রক্ষার জন্য সবাইকে বলছি ৷"
আরও পড়ুন: ভারতকে 510 কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ পাঠাচ্ছে ফাইজ়ার
65 বছরের বিল গেটস কিশোর বয়স থেকেই তাঁর কোম্পানি তৈরির কাজ শুরু করেছিলেন ৷ 2008 সালে তিনি মাইক্রোসফটের চিফ এগ্জিকিউটিভ হন ৷ 56 বছরের মেলিন্ডার 1987 সালে মাইক্রোসফটেই প্রথম দেখা হয় বিলের সঙ্গে ৷ তার কিছু সময় পরেই তিনি ওই কোম্পানিতে যোগ দেন ও 1994 সালে তাঁদের বিয়ে হয় ৷ তাঁদের ফাউন্ডেশন বিশ্বজুড়ে 54 বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় ৷ সম্প্রতি মাইক্রোসফটের থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন বিল গেটস ৷ দারিদ্র্য, স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ ও করোনাভাইরাস অতিমারি নিয়ে অনেক বেশি সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷ গত বছর অতিমারির সঙ্গে লড়াইয়ে 250 মিলিয়ন ডলার দান করেছে তাঁর ও মেলিন্ডার ফাউন্ডেশন ৷ 2015 সালেই বিশ্বজুড়ে অতিমারি নিয়ে সতর্ক করেছিলেন বিল গেটস ৷ এ জন্য তাঁকে ষড়যন্ত্রকারী হিসেবে কটাক্ষও শুনতে হয়েছে ৷