ETV Bharat / international

10 লাখ ডলার জরিমানায় জামিন মিলবে কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত শভিনের

author img

By

Published : Jun 9, 2020, 9:17 AM IST

কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রথম শুনানি হয় সোমবার । 10 লাখ ডলার জরিমানায় অভিযুক্ত পুলিশ অফিসারের জামিনের কথা বলা হয় তখন।

Photo courtesy ANI
ছবি সৌঃ ANI

মিনেপলিস, 9 জুন : জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার মামলা শুরু হয়েছে হেনেপিন কাউন্টি জেলা আদালতে । সোমবার মামলার প্রথম শুনানি হয় । আদালত অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক শভিনকে 10 লাখ ডলার জরিমানা দিতে বলেছে । তবেই একাধিক শর্তে জামিনে মুক্তি মিলবে । 10 লাখ 25 হাজার ডলার জরিমানায় মিলবে জামিন ।

শর্ত রয়েছে, পুলিশি পিস্তল ফেরত দিতে হবে । পুনরায় কাজে যোগ দিতে পারবে না সে । স্টেটের বাইরেও যেতে পারবে না । এমনকী, ফ্লয়েডের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না ।

সোমবার শুনানিতে হাজির হয় শভিন । পরনে কমলা কারাপোশাক, বছর 44-র শভিন কারাগারে আবেদন জানায়, ঘটনাটি সত্যি । এর অন্যথায় কোনও আবেদন পেশের প্রয়োজন নেই ।

46 বছর বয়সি কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে অ্যামেরিকা সহ অন্যান্য দেশও প্রতিবাদে তোলপাড় । বর্ণবিদ্বেষের প্রতিবাদে ফুঁসছে বিশ্বের নানা প্রান্ত ।

মিনেসোটা কারাগারের একটি ভিডিয়োতে প্রকাশ পায়, 25 মে অভিযুক্ত পুলিশ অফিসার শভিন জর্জকে হাতকড়া পরায় । তারপর তাকে রাস্তার উপর ফেলে 46 সেকেণ্ড গলায় পা দিয়ে চেপে ধরে রাখে । তাতেই মৃত্যু হয় জর্জের ।

আইনজীবী ম্যাথিউ ফ্রাঙ্ক তার জামিনের ব্যবস্থা করতে চান । মামলার স্বার্থে ও তীব্র জনরোষের আঁচ থেকে মুক্তির জন্য তিনি ঝুঁকি নিতে বলেছেন শভিনকে । পরবর্তী শুনানি 29 জুন । শভিন সহ অন্যান্য চার মিনেপলিসের পুলিশ অফিসার ফ্লয়েডের হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল । তারা এখনও পর্যন্ত স্থানীয় জেলে রয়েছে । ফ্লয়েডের মৃত্যুর পরদিনই শভিন সহ চার পুলিশ অফিসারকে বহিষ্কার করা হয় ।

মিনেপলিস, 9 জুন : জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার মামলা শুরু হয়েছে হেনেপিন কাউন্টি জেলা আদালতে । সোমবার মামলার প্রথম শুনানি হয় । আদালত অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক শভিনকে 10 লাখ ডলার জরিমানা দিতে বলেছে । তবেই একাধিক শর্তে জামিনে মুক্তি মিলবে । 10 লাখ 25 হাজার ডলার জরিমানায় মিলবে জামিন ।

শর্ত রয়েছে, পুলিশি পিস্তল ফেরত দিতে হবে । পুনরায় কাজে যোগ দিতে পারবে না সে । স্টেটের বাইরেও যেতে পারবে না । এমনকী, ফ্লয়েডের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না ।

সোমবার শুনানিতে হাজির হয় শভিন । পরনে কমলা কারাপোশাক, বছর 44-র শভিন কারাগারে আবেদন জানায়, ঘটনাটি সত্যি । এর অন্যথায় কোনও আবেদন পেশের প্রয়োজন নেই ।

46 বছর বয়সি কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে অ্যামেরিকা সহ অন্যান্য দেশও প্রতিবাদে তোলপাড় । বর্ণবিদ্বেষের প্রতিবাদে ফুঁসছে বিশ্বের নানা প্রান্ত ।

মিনেসোটা কারাগারের একটি ভিডিয়োতে প্রকাশ পায়, 25 মে অভিযুক্ত পুলিশ অফিসার শভিন জর্জকে হাতকড়া পরায় । তারপর তাকে রাস্তার উপর ফেলে 46 সেকেণ্ড গলায় পা দিয়ে চেপে ধরে রাখে । তাতেই মৃত্যু হয় জর্জের ।

আইনজীবী ম্যাথিউ ফ্রাঙ্ক তার জামিনের ব্যবস্থা করতে চান । মামলার স্বার্থে ও তীব্র জনরোষের আঁচ থেকে মুক্তির জন্য তিনি ঝুঁকি নিতে বলেছেন শভিনকে । পরবর্তী শুনানি 29 জুন । শভিন সহ অন্যান্য চার মিনেপলিসের পুলিশ অফিসার ফ্লয়েডের হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল । তারা এখনও পর্যন্ত স্থানীয় জেলে রয়েছে । ফ্লয়েডের মৃত্যুর পরদিনই শভিন সহ চার পুলিশ অফিসারকে বহিষ্কার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.